Koshe dekhi 17.2 class 6
Koshe dekhi 17.2 class 6
1. নীচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি – (a) 18 সেমি. 18 সেমি. 10 সেমি. উত্তরঃ প্রদত্ত, বাহু তিনটির মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
1. নীচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি – (b) 5.2 সেমি., 5.2 সেমি., 5.2 সেমি. উত্তরঃ প্রদত্ত, বাহু তিনটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। সুতরাং, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ।
1. নীচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি – (c) 8 সেমি., 2 সেমি., 9 সেমি. উত্তরঃ প্রদত্ত, বাহু তিনটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভিন্ন। সুতরাং, ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ।
Koshe dekhi 17.2 class 6
2. নীচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে। কোণভেদে ত্রিভুজগুলাের নাম লেখার চেষ্টা করি – (a) 90°, 45°, 45° উত্তরঃ প্রদত্ত, কোণ তিনটির মধ্যে একটি 90° অর্থাৎ, সমকোণ ও অপর দুটি কোণের মান সমান (45°) সুতরাং, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং প্রদত্ত ত্রিভুজটি হল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
2. নীচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে। কোণভেদে ত্রিভুজগুলাের নাম লেখার চেষ্টা করি – (b) 90°, 30°, 60° উত্তরঃ প্রদত্ত, কোণ তিনটির মধ্যে একটি 90° অর্থাৎ, সমকোণ। সুতরাং প্রদত্ত ত্রিভুজটি হল সমকোণী ত্রিভুজ।
2. নীচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে। কোণভেদে ত্রিভুজগুলাের নাম লেখার চেষ্টা করি – (c) 75°, 70°, 35° উত্তরঃ প্রদত্ত, কোণ তিনটির প্রত্যেকটি 90° অপেক্ষা কম। সুতরাং, প্রদত্ত ত্রিভুজটি হল সূক্ষকোণী ত্রিভুজ।
2. নীচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে। কোণভেদে ত্রিভুজগুলাের নাম লেখার চেষ্টা করি – (d) 60°, 60°, 60° উত্তরঃ প্রদত্ত, কোণ তিনটির প্রত্যেকটি 90° অপেক্ষা কম। সুতরাং, প্রদত্ত ত্রিভুজটি হল সূক্ষকোণী ত্রিভুজ।
Koshe dekhi 17.2 class 6
2. নীচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে। কোণভেদে ত্রিভুজগুলাের নাম লেখার চেষ্টা করি – (e) 120°, 30°, 60° উত্তরঃ প্রদত্ত, কোণ তিনটির মধ্যে একটি 90° অপেক্ষা বেশি। সুতরাং, প্রদত্ত ত্রিভুজটি হল স্থূলকোণী ত্রিভুজ।
3. A, B ও C তিনটি অসমরেখ বিন্দু। AB, BC, ও CA যােগ করে নীচের প্রশ্নের উত্তর খুঁজি – (a) সরলরেখাংশগুলি যােগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। সমাধানঃ উত্তরঃ সরলরেখাংশগুলি যােগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম হল ত্রিভুজ।
Koshe dekhi 17.2 class 6
3. A, B ও C তিনটি অসমরেখ বিন্দু। AB, BC, ও CA যােগ করে নীচের প্রশ্নের উত্তর খুঁজি – (b) BC বাহুর বিপরীত কোণের নাম লিখি। সমাধানঃ উত্তরঃ ∠BAC
3. A, B ও C তিনটি অসমরেখ বিন্দু। AB, BC, ও CA যােগ করে নীচের প্রশ্নের উত্তর খুঁজি – (c) AC বাহুর বিপরীত কোণের নাম লিখি। সমাধানঃ উত্তরঃ ∠ABC
Koshe dekhi 17.2 class 6
3. A, B ও C তিনটি অসমরেখ বিন্দু। AB, BC, ও CA যােগ করে নীচের প্রশ্নের উত্তর খুঁজি – (d) ∠BAC কোণের বিপরীত বাহুর নাম লিখি। সমাধানঃ উত্তরঃ BC
3. A, B ও C তিনটি অসমরেখ বিন্দু। AB, BC, ও CA যােগ করে নীচের প্রশ্নের উত্তর খুঁজি – (e) ∠ACB কোণের বিপরীত বাহুর নাম লিখি। সমাধানঃ উত্তরঃ AB
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (a) সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছােটো বাহু অতিভুজ। উত্তরঃ ভুল (সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয় অতিভুজ)
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (b) সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হয়। উত্তরঃ ঠিক
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (c) যে কোনাে ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। উত্তরঃ ঠিক
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (d) প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। উত্তরঃ ঠিক
Koshe dekhi 17.2 class 6
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (e) ত্রিভুজের 3 টি কোণের সমষ্টি 360° উত্তরঃ ভুল (ত্রিভুজের 3 টি কোণের সমষ্টি 180°)
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (f) সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না। উত্তরঃ ঠিক
Koshe dekhi 17.2 class 6
4. নীচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি – (g) সমকোণী ত্রিভুজ কখনও সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। উত্তরঃ ভুল (90°, 45°, 45° এই তিনটি কোণ দিয়ে যে ত্রিভুজটি তৈরি হবে সেটি হল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।)
Koshe dekhi 17.2 class 6
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)