Koshe Dekhi 20 Class 6 |
Koshe Dekhi 20 Class 6
Q1. বৃত্তের ছবি দেখি ও নীচের প্রশ্নগুলির উত্তর খুঁজি।
a) O বিন্দু হলো বৃত্তের ______।
b) OQ সরলরেখাংশ হলো বৃত্তের ______।
c) PQ সরলরেখাংশ হলো বৃত্তের ______।
d) OP সরলরেখাংশ হলো বৃত্তের ______।
e) MN সরলরেখাংশ হলো বৃত্তের ______।
f) M ও N বিন্দু দুটি বৃত্তকে দুটি ______ ভাগ করেছে।
g) SR বৃত্তচাপ, SO ও RO ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো ______।
h) PQ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে ______ বলে।
উত্তরঃ
a) কেন্দ্ৰ
b) ব্যাসার্ধ
c) ব্যাস
d)ব্যাসার্ধ
e) জ্যা
f) বৃত্তচাপ
g) বৃত্তকলা
Q2. ঠিক বাক্যের পাশে (√) ও ভূল বাক্যের পাশে (X) চিহ্ন বসাই
a) বৃত্তের সব ব্যাসই জ্যা
উত্তরঃ √
b) বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস।
উত্তরঃ X
[** বৃত্তের সব ব্যাস বৃত্তের জ্যা হয় কিন্তু সব জ্যা বৃত্তের ব্যাস হয় না।]
c) বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ।
উত্তরঃ √
d) বৃত্তকলা বৃত্তাকারক্ষেত্রের অংশ।
উত্তরঃ √
(e) বৃত্তচাপ বৃত্তের অংশ।
উত্তরঃ √
g) একই বৃত্তের যেকোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী।
উত্তরঃ √
h) বৃত্তের কেন্দ্র বৃত্তাকারক্ষেত্রের একটি নির্দিষ্ট কিছু
উত্তরঃ √
Q3. একটি 3 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত করি (স্কেল ও পেনসিল-কম্পাসের সাহায্যে)। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি।
সমাধানঃ
বৃত্তের কেন্দ্র হল 0
বৃত্তের ব্যাসার্ধ হল OM
বৃত্তের ব্যাস হল AB
বৃত্তের জ্যা হল PQ
বৃত্তের বৃত্তচাপ হল PXQ
Q4. পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই।
উত্তরঃ
Q5. কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি. ও 4 সেমি. হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি।
সমাধানঃ
2 সেমি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2 × 2 সেমি. = 4 সেমি
4 সেমি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2 × 4 সেমি. = 8 সেমি.
Q6. কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি।
সমাধানঃ
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি
∴ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 10 সেমি.
∴ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি. = 5 সেমি
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (সপ্তম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Thank You
Koshe Dekhi 20 Class 6,Koshe Dekhi 20 Class 6,Koshe Dekhi 20 Class 6,Koshe Dekhi 20 Class 6
Class ৬
খুব ভালো সমাধান। আমি খুব উপকৃত হয়েছি। ধন্যবাদ আপনাকে এমন সহজ সমাধান বিনামূল্যে সরবরাহ করার জন্য। আশা রাখি আপনাদের উপর এইরকম সমাধান সব ক্লাস এর জন্য সরবরাহ করবেন। এইরকম সমাজ কল্যাণ মুলক কাজকর্ম এর জন্য অশেষ ধন্যবাদ 🙏🙏🙏🙏