Koshe Dekhi 22.3 Class 6 |
Koshe Dekhi 22.3 Class 6
উত্তর load হচ্ছে। দয়া করে অপেক্ষা করুন।
1. চাঁদার সাহায্যে নীচের কোণগুলি আঁকি :
30°, 42°, 105°, 67°, 88°, 120°, 205°, 282° |
2. ঘড়িতে যখন নীচের সময়গুলি দেখি তখন দুটি কাটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি।
(a) 3 p.m. (b) 5 a.m. (c) 10 a.m. (d) 4 p.m. |
3. সেট স্কোয়ারের সাহায্যে নীচের কোণগুলি আঁকি ও স্কেল, পেনসিল ও পেনসিল কম্পাসের সাহায্যে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি।
(a) 30° (b) 45° (c) 60° (d) 90° (e) 105° |
4. চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেনসিল ও পেনসিল কম্পাসের সাহায্যে 45° কোণ আঁকি। |
5. চাঁদার সাহায্যে 120° কোণ আঁকি ও কোণটিকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে সমান চারভাগে ভাগ করি। |
6. স্কেল ও পেনসিলের সাহায্যে একটি ত্রিভুজ ABC আঁকি। সেই ত্রিভুজের তিনটি কোণকে পেনসিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা দেখি। |
7. একটি যে কোনাে মাপের কোণ ∠PQR আঁকি। স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠PQR -এর সমদ্বিখণ্ডক QX আঁকলাম। এবার RQ সরলরেখাংশকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। আবার স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠PQS -এর সমদ্বিখণ্ডক QY আঁকলাম। QX ও QY সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাদার সাহায্যে মাপি। |
8. PQ একটি সরলরেখাংশ এঁকে তার P ও Q বিন্দুতে PQ -এর একই পাশে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যথাক্রমে PR ও QS দুটি লম্ব আঁকি। এবার ∠QPR ও ∠PQS -কে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলাে চাঁদার সাহায্যে তার কোণগুলি মাপি ও তাদের মান লিখি। |
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Thank You
Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6 Koshe Dekhi 22.3 Class 6