Koshe Dekhi 25 Class 6 |
Koshe Dekhi 25 Class 6
উত্তর load হচ্ছে , দয়া করে অপেক্ষা করুন।
Q1. আমি 4 টি 4 দিয়ে 1 থেকে 18 পর্যন্ত তৈরি করার চেষ্টা করি।
Q2. আমি পাঁচটি 9 দিয়ে 1000 তৈরির চেষ্টা করি।
Q3. রোমান সংখ্যার সাহায্যে মজার ধাঁধা খেলি।
A. 6 থেকে 9, 9 থেকে 10 এবং 40 থেকে 50 বাদ দিয়ে সব মিলে হাতে থাকল 6; এটা কীভাবে সম্ভব চেষ্টা করি।
B. 1 টি কাঠি সরিয়ে নিজের ভুল অঙ্কগুলি ঠিক করার চেষ্টা করি।
Q4. ঝুড়িতে পাঁচটি আপেল আছে। পাঁচজন মেয়েদের মধ্যে এমনভাবে ভাগ করি যাতে প্রত্যেকে 1 টি করে আপেল পায়। কিন্তু একটি আপেল ঝুড়িতে থাকে।
Q5. আজিমের কাছে 3 টি দেশলাই কাঠি আছে। আমাকে ওই 3 টি দেশলাই কাঠি দিয়ে ও 4 লিখতে বলল। কিন্তু কিভাবে সেটা করব চেষ্টা করে দেখি।
Q6. আমার কাছে 3 টি দেশলাই কাঠি আছে। আমি আরও 2 টি দেশলাই কাঠি নিলাম। এগুলি দিয়ে 8 লেখার চেষ্টা করি।
Q9. আমার কাছে 12 টি দেশলাই কাঠি আছে। আমি এই 12 টি কাঠির সাহায্যে মজার ধাঁধা তৈরি করি ও ধাঁধার সমাধানের পথ খোঁজার চেষ্টা করি।
এই 12 টি কাঠি দিয়ে 4 টি বর্গক্ষেত্রাকার ঘর (এবং 1 টি বড়ো বর্গক্ষেত্রাকার ঘর) তৈরি করেছি।
(a) প্রথমে মাত্র দুটি কাঠি তুলে নিয়ে দুটি আলাদা আকারের বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি।
(b) মাত্র 3 টি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে দিয়ে 3 টি একইরকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি।
(c) এবার 4টি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে 3 টি একইরকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি।
(d) মাত্র দুটি কাঠি সরিয়ে 7 টি ছোটো বড়ো নানান আকারের বর্গক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি। (তবে এক্ষেত্রে দুটি কাঠি কোণাকুণিও রাখতে পারি)
(e) মাত্র 4টি কাঠি সরিয়ে ছোটো বড়ো নানান আকারের 10 টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি। (তবে এক্ষেত্রে দুটি কাঠি কোণাকুণিও রাখতে পারি)
Q10 (i) তিনটি স্বভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখছি তিনটি ______, ______ ও ______ স্বাভাবিক সংখ্যার যোগফলের মান ও গুণফলের মান সমান।
(ii) আবার, চারটি স্বভাবিক সংখ্যা খোঁজার চেষ্টা করি যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান।
(iii) কিন্তু পাঁচটা স্বাভাবিক সংখ্যা নিয়েও কি এইরকম সম্পর্ক তৈরি করা যাবে?
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (সপ্তম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Thank You
Koshe Dekhi 25 Class 6,Koshe Dekhi 25 Class 6,Koshe Dekhi 25 Class 6