Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ তপন তার প্রথম গল্পটি লিখেছিল –
(ক) সকাল বেলা
(খ) দুপুর বেলা
(গ) ) বিকেল বেলা
(ঘ) রাত্রি বেলা।
উত্তরঃ (খ) দুপুর বেলা
১.২ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।’ – একথা বলেছে –
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জগদীশ বাবু।
উত্তরঃ (গ) কাশীনাথ
১.৩ পলিটিক্যাল সাসপেক্টের নাম –
(ক) অপূর্ব রায়
(খ) সব্যসাচী চক্রবর্তী
(গ) সব্যসাচী মল্লিক
(ঘ) নিমাই বাবু।
উত্তরঃ (গ) সব্যসাচী মল্লিক
১.৪ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন দেখতে পারল না –
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত হলুদ দেবতারা।
উত্তরঃ (ঘ) শান্ত হলুদ দেবতারা
১.৫ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল –
(ক) রুদ্র সমুদ্রের বাহু
(খ) ভয়ঙ্কর সমুদ্রের বাহু
(গ) ডাকাতের দল
(ঘ) প্রলয় সমুদ্রের বাহু।
উত্তরঃ (ক) রুদ্র সমুদ্রের বাহু
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ‘অভিষেক’ কবিতাটি কবি মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া –
(ক) মেঘনাদবধ কাব্য
(খ) বীরাঙ্গনা কাব্য
(গ) ব্রজাঙ্গনা কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী।
উত্তরঃ (ক) মেঘনাদবধ কাব্য
১.৭ ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে রচনা হয় –
(ক) উৎকট
(খ) ভালো
(গ) নিম্নমানের
(ঘ) অর্থযুক্ত।
উত্তরঃ (ক) উৎকট
১.৮ যার পোশাকি নাম ‘স্টাইলাস’ – কার পোশাকি নাম ? –
(ক) কুইল
(খ) নল–খাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্জের শলাকা।
উত্তরঃ (ঘ) ব্রোঞ্জের শলাকা
১.৯ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম –
(ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ।
উত্তরঃ (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ অনুসর্গের অপর নাম –
(ক) উপসর্গ
(খ) পরসর্গ
(গ) সমধাতুজ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) পরসর্গ
১.১১ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা – চিহ্নিত পদটি
(ক) কর্তৃকারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক।
উত্তরঃ (ঘ) অধিকরণ কারক
১.১২ ব্যাসবাক্যের অপর নাম –
(ক) সমাসবদ্ধ বাক্য
(খ) বিগ্রহ বাক্য
(গ) সমস্যমান বাক্য
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বিগ্রহ বাক্য
১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ ?
(ক) কর্মধারয় সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস।
উত্তরঃ (গ) বহুব্রীহি সমাস
১.১৪ ‘আজকের দিনটা বেশ কাটলো’ – গঠনগত দিক থেকে বাক্যটি হ’ল –
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) যৌগিক বাক্য।
উত্তরঃ (ক) সরল বাক্য
১.১৫ ‘সবার মঙ্গল হোক’– অর্থানুসারে বাক্যটি হ’ল –
(ক) নির্দেশক বাক্য
(খ) প্রার্থনাসূচক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) অনুজ্ঞাসূচক বাক্য।
উত্তরঃ (খ) প্রার্থনাসূচক বাক্য
১.১৬ কর্মবাচ্যের কর্তাকে বলে –
(ক) ব্যাতিহার কর্তা
(খ) কর্ম কর্তা
(গ) উক্ত কর্তা
(ঘ) অনুক্ত কর্তা।
উত্তরঃ (ঘ) অনুক্ত কর্তা
১.১৭ ‘তোরা সব জয়ধ্বনি কর’– এটি কোন বাচ্যের উদাহরণ –
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (ক) কর্তৃবাচ্য
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and Learning Science
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 105
Ami mithu Saha apnerder uttor gulo vison gorouto punno .Apnader request korchi please 🥺🥺🥺🥺 Tara tari test paper solve kourun please 🥺
Cjcicogixuxcyduf6
Apni ektu questions er answer gulo send korle valo hoto
Apni ektu questions er answer gulo send korle valo hoto
Utor gula sob tik acha kintu agular mode asba too🙄🙄
obossoi asbe. valo kore bhuje porasona koro.
dhonyobad.