Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নদেরচাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে চেনে –
(ক) পাঁচ বছর
(খ) চার বছর
(গ) তিন বছর
(ঘ) দুই বছর
উত্তরঃ (খ) চার বছর
১.২ ইসাবের বাবা জাতিতে ছিলেন –
(ক) হিন্দু
(খ) বৌদ্ধ
(গ) পাঠান
(ঘ) মোঘল
উত্তরঃ (গ) পাঠান
১.৩ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।‘ — বক্তা হলেন –
(ক) কাশীনাথ
(খ) জগদীশবাবু
(গ) ভবতোষ
(ঘ) অনাদি
উত্তরঃ (ক) কাশীনাথ
১.৪ ‘অভিষেক’ শীর্ষক রচনাটি ‘মেঘনাদ বধ‘ কাব্যের কোন্ সর্গের অন্তর্গত? –
(ক) নবম
(খ) তৃতীয়
(গ) প্রথম
(ঘ) দ্বিতীয়।
উত্তরঃ (গ) প্রথম
১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতায় কবি আঁকান্তে ধরে বাঁচতে চাইছেন –
(ক) ঘাসপাতা
(খ) খড়কুটো
(গ) কলম
(ঘ) লতাপাতা
উত্তরঃ (খ) খড়কুটো
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ‘অতি মনোহর দেশ/নাহি তথা দুঃখ ক্লেশ’– দেশটি হ’ল –
(ক) কলিঙ্গদেশ
(খ) সিংহল
(গ) শ্যাম
(ঘ) সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠানভূমি।
উত্তরঃ (ঘ) সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠানভূমি
১.৭ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল –
(ক) ১৯৩২ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৪০ সালে।
উত্তরঃ (গ) ১৯৩৬ সালে
১.৮ ‘যার পোশাকি নাম স্টাইলাস।‘ কার পোশাকি নাম স্টাইলাস ? –
(ক) ব্রোঞ্জের শলাকা
(খ) খাগের কলম
(গ) পালকের কলম
(ঘ) নলখাগড়া।
উত্তরঃ (ক) ব্রোঞ্জের শলাকা
১.৯ ‘বাংলা ভাষায় বিজ্ঞান‘ রচনার লেখক তাঁর ছোটোবেলায় যে লেখকের জ্যামিতি বই পড়তেন, তিনি হ’লেন –
(ক) কেশবচন্দ্র নাগ
(খ) সৌরেন্দ্রনাথ দে
(গ) ব্রহ্মমোহন মল্লিক
(ঘ) ব্রজমোহন মল্লিক।
উত্তরঃ (গ) ব্রহ্মমোহন মল্লিক
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ নির্দেশক বসে নির্দিষ্ট শব্দের –
(ক) আগে
(খ) পরে
(গ) আগে বা পরে উভয় স্থানেই বসতে পারে
(ঘ) পৃথকভাবে বসে
উত্তরঃ (গ) আগে বা পরে উভয় স্থানেই বসতে পারে
১.১১ ব্যাসবাক্যের অপর নাম –
(ক) সমস্যমান পদ
(খ) খণ্ড বাক্য
(গ) নির্দেশক বাক্য
(ঘ) বিগ্রহ বাক্য
উত্তরঃ (ঘ) বিগ্রহ বাক্য
১.১২ বাক্য নির্মাণের শর্ত তিনটি হ’ল –
(ক) শব্দ, পদ ও বিভক্তি
(খ) আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
(গ) বিভক্তি, অনুসর্গ ও নির্দেশক
(ঘ) আগের কোনোটিই নয়।
উত্তরঃ (খ) আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
১.১৩ ‘রাবণকে হত্যা করা হয়েছে।’ – এটি কোন্ বাচ্য ? –
(ক) ভাববাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্ম–কর্তৃবাচ্য।
উত্তরঃ (গ) কর্মবাচ্য
১.১৪ বাঘে ধান খায়। বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে ? –
(ক) আকাঙ্ক্ষা
(খ) যোগ্যতা
(গ) আসত্তি
(ঘ) পদ্ধতি
উত্তরঃ (খ) যোগ্যতা
১.১৫ তুমি খেয়ে নিও। – বাক্যটি হ’ল –
(ক) বর্তমান অনুজ্ঞা
(খ) ভবিষ্যৎ অনুজ্ঞা
(গ) নির্দেশক বাক্য
(ঘ) বিস্ময়সূচক বাক্য।
উত্তরঃ (খ) ভবিষ্যৎ অনুজ্ঞা
১.১৬ ‘কর্মকর্তৃবাচ্যে’ কে কর্তা হয়ে সম্পাদন করে ? –
(ক) করণ
(খ) অপাদান
(গ) কর্ম
(ঘ) কর্তা
উত্তরঃ (গ) কর্ম
১.১৭ সমাস শব্দের অর্থ হল –
(ক) সংক্ষেপ
(খ) বিস্তার
(গ) সংযোগ
(ঘ) সমান
উত্তরঃ (ক) সংক্ষেপ
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and Learning Science
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 154
Anisa mabhamik data tast paper
All answer
We are trying.
Thank you and please keep visiting our website and share with your friends.
Sir please bengali grammar 8 marks e oubhie solve karkr dijie
Haan..Please Sir..Grammar Portion Tau Solve Kore Din..
All answers koro na sir
Bapan Rajowar