Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘এ দেশের কিছু হবে না’-বক্তা হলেন
(ক) তপনের বাবা
(খ) তপনের মেজকাকা
(গ) তপনের মা
(ঘ) তপনের ছোটমেসো
উত্তরঃ (ঘ) তপনের ছোটমেসো
১.২ ‘অদল-বদল’ শব্দের অর্থ হ’ল–
(ক) বিনিময়
(খ) সদলবলে
(গ) দলাদলি করা
(ঘ) কোনটাই নয়।
উত্তরঃ (ক) বিনিময়
১.৩ রেলস্টেশন থেকে ব্রিজের দূরত্ব ছিল-
(ক) এক মাইল
(খ) দুই মাইল
(গ) তিন মাইল
(ঘ) চার মাইল।
উত্তরঃ (ক) এক মাইল
১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
(ক) লীলাবতী
(খ) পদ্মাবতী
(গ) রঞ্জাবতী
(ঘ) ময়নামতী।
উত্তরঃ (খ) পদ্মাবতী
১.৫ ‘মেঘনাদবধ’ কাব্যের সর্গসংখ্যা-
(ক) সাতটি
(খ) আটটি
(গ) নয়টি
(ঘ) দশটি।
উত্তরঃ (গ) নয়টি
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ‘প্রলয়োল্লাস’ কবিতায় যাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে-
(ক) ছেলের দলের
(খ) সমাজসেবীদের
(গ) পরাধীন দেশের নাগরিকদের
(ঘ) ব্রিটিশদের।
উত্তরঃ (গ) পরাধীন দেশের নাগরিকদের
১.৭ একটি কলমের দাম ধার্য হয়েছিল-
(ক) আড়াই হাজার টাকা
(খ) আড়াই হাজার ডলার
(গ) আড়াই হাজার পাউন্ড
(ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (গ) আড়াই হাজার পাউন্ড
১.৮ ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ গ্রন্থের লেখক যে ছদ্মনামে লিখতেন
(ক) শ্রীপান্থ
(খ) ভানুসিংহ
(গ) বনফুল
(ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (ঘ) কোনটিই নয়।
১.৯ বাংলা জ্যামিতি গ্রন্থটির রচয়িতা-
(ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(খ) ব্রহ্মমোহন মল্লিক
(গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (খ) ব্রহ্মমোহন মল্লিক
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ দাদা আজ লম্বা ঘুম ঘুমিয়েছে— চিহ্নিত পদটি যে প্রকার কর্মকারকের উদাহরণ
(ক) মুখ্য কর্ম
(খ) গৌণ কর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) বাক্যাংশ কর্ম।
উত্তরঃ (গ) সমধাতুজ কর্ম
১.১১ পথে পেয়েছি— চিহ্নিত পদটি যে কারকের উদাহরণ
(ক) অপাদানকারক
(খ) অধিকরণকারক
(গ) কর্মকারক
(ঘ) করণকারক।
উত্তরঃ (খ) অধিকরণকারক
১.১২ সমাসে প্রাধান্য পায়-
(ক) ধ্বনি
(খ) পদক্রম
(গ) বানানবিধি
(ঘ) অর্থ।
উত্তরঃ (ঘ) অর্থ।
১.১৩ ‘মায়েঝিয়ে’ যে সমাসের উদাহরণ
(ক) অলোপ–তৎপুরুষ
(খ) তৎপুরুষ
(গ) অলোপ দ্বন্দ্ব
(ঘ) দ্বন্দ্ব।
উত্তরঃ (গ) অলোপ দ্বন্দ্ব
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ অর্থ সম্পর্কযুক্ত পদগুলির পারস্পরিক নৈকট্যকে বলে—
(ক) আকাঙ্ক্ষা
(খ) আসত্তি
(গ) পদবাচ্যতা
(ঘ) যোগ্যতা।
উত্তরঃ (খ) আসত্তি
১.১৫ ইচ্ছাসূচক বাক্যের অপর নাম—
(ক) নির্দেশক
(খ) অনুজ্ঞাসূচক
(গ) প্রার্থনাসূচক
(ঘ) প্রশ্নবোধক।
উত্তরঃ (গ) প্রার্থনাসূচক
১.১৬ যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে-
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (ঘ) কর্মকর্তৃবাচ্য।
১.১৭ ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হ’ল-
(ক) ভাববাচ্যে কর্মপদ থাকে
(খ) ভাববাচ্যে কর্মপদ থাকে না
(গ) ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়
(ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (গ) ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 227
All subject of abta class 10 question answers for. Full page. Me
Give me Full answer pages
Full page answer for bengali please
Give me full page answers
Please give full page answers