Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ অমৃতকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে এনেছিল-
(ক) ইসাব
(খ) কালিয়া
(গ) সাজাদ
(ঘ) মুনিয়া।
উত্তরঃ (খ) কালিয়া
১.২ হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর-
(ক) আমবাগানে
(খ) ফুলবাগানে
(গ) কলাবাগানে
(ঘ) লিচুবাগানে।
উত্তরঃ (ঘ) লিচুবাগানে
১.৩ ‘আমি বাৰু ভাৰ ধর্মভীরু মানুষ’– বক্তা হ’ল—
(ক) তলওয়ারকর
(খ) গিরীশ মহাপাত্র
(গ) নিমাইবাবু
(ঘ) জগদীশবাবু।
উত্তরঃ (খ) গিরীশ মহাপাত্র
১.৪ ‘আমরা ফিরেছি ______, শূন্যস্থানে বসবে।
(ক) ঘরে ঘরে
(খ) শাসকের দ্বারে
(গ) দোরে দোরে
(ঘ) নিজেদের ঘরে।
উত্তরঃ (গ) দোরে দোরে
১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’- কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
(ক) পাতার পোশাক
(খ) ভূতুম ভগবান
(গ) যারা বৃষ্টিতে ভিজেছিল
(ঘ) পাগলী তোমার জন্য।
উত্তরঃ (ক) পাতার পোশাক
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ‘কে বধিল কবে প্রিয়াজে’– প্রিয়ানুজ হলেন–
(ক) কুম্ভকর্ণ
(খ) ইন্দ্রজিৎ
(গ) বীরবাহু
(ঘ) লঙ্কাধিপতি।
উত্তরঃ (গ) বীরবাহু
১.৭ চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে–
(ক) কলম দিয়ে
(খ) তুলি দিয়ে
(গ) পালক দিয়ে
(ঘ) ব্রোঞ্জের শলাকা দিয়ে।
উত্তরঃ (খ) তুলি দিয়ে
১.৮ পরিভাষার উদ্দেশ্য হ’ল-
(ক) ভাষা সংক্ষেপ করা
(খ) অর্থ সুনির্দিষ্ট করা
(গ) ভাষা সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ভাষা সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা
১.৯ ‘অল্প বিদ্যা ভয়ংকরী’– এটি একটি—
(ক) উপমা
(খ) প্রবাদ
(গ) ব্যঞ্জনা
(ঘ) লক্ষণা।
উত্তরঃ (খ) প্রবাদ
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে—
(ক) তৎপুরুষ সমাসে
(খ) দ্বিগু সমাসে
(গ) কর্মধারয় সমাসে
(ঘ) বহুব্রীহি সমাসে।
উত্তরঃ (ঘ) বহুব্রীহি সমাসে
১.১১ তির্যক বিভক্তির উদাহরণ-
(ক) র
(খ) এ
(গ) কে
(ঘ) থেকে।
উত্তরঃ (খ) এ
১.১২ একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে, সেই কর্মকে বলে—
(ক) সমধাতুজ কর্ম
(খ) কর্ম ধাতু
(গ) উপবাক্যীয় কর্ম
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সমধাতুজ কর্ম
১.১৩ ‘বারোমাসে’ এক বছর হয়। রেখাঙ্কিত পদ কীসের উদাহরণ ?–
(ক) হেতুময়করণ
(খ) কালজ্ঞাপককরণ
(গ) কালাধিকরণ
(ঘ) যন্ত্রাত্মককরণ।
উত্তরঃ (খ) কালজ্ঞাপককরণ
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ ‘জয়ধ্বনি’ যে সমাসের উদাহরণ –
(ক) তৎপুরুষ
(খ) নিত্য
(গ) অলোপ
(ঘ) কর্মধারয়।
উত্তরঃ (ঘ) কর্মধারয়
১.১৫ বাক্যের যথাযথ পদবিন্যাসকে বলে-
(ক) যোগ্যতা
(খ) আসত্তি
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) বিধেয়।
উত্তরঃ (খ) আসত্তি
১.১৬ অল্প পুথির কর্ম কী ? – অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণির ?–
(ক) নির্দেশক
(খ) অনুজ্ঞাবাচক
(গ) প্রশ্নসূচক
(ঘ) বিস্ময়সূচক।
উত্তরঃ (গ) প্রশ্নসূচক
১.১৭ ভাববাচ্যে প্রাধান্য থাকে-
(ক) কর্তার
(খ) ক্রিয়ার
(গ) কর্মের
(ঘ) বাক্যের।
উত্তরঃ (খ) ক্রিয়ার
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 378
Nice
You are welcome.
Please share this website and keep visiting us.
Thanks and Regards.