Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নদেরচাঁদ স্টেশন মাস্টারি করেছে –
(ক) চার বছর
(খ) পাঁচ বছর
(গ) সাত বছর
(ঘ) দশ বছর।
উত্তরঃ (ক) চার বছর
১.২ তেওয়ারি বর্মা-নাচ দেখতে গিয়েছিল –
(ক) রেঙ্গুন
(খ) ফয়ায়
(গ) ভামো
(ঘ) প্রোম।
উত্তরঃ (খ) ফয়ায়
১.৩ পাগলরূপী হরিদাকে বাসের যে ড্রাইভার ধমক দিয়েছিল। তার নাম –
(ক) কাশীনাথ
(খ) কালিনাথ
(গ) অনাদি
(ঘ) ভবতোষ।
উত্তরঃ (ক) কাশীনাথ
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ ‘ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী‘ মহাবলী হলেন –
(ক) মেঘনাদ
(খ) লক্ষ্মণ
(গ) রাবণ কুসুমদাম রোষে মহাবলী
(ঘ) সীতাপতি।
উত্তরঃ (ক) মেঘনাদ
১.৫ ‘সিন্ধুতীরে’ যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া –
(ক) পদ্মাবতী
(খ) তোহফা
(গ) সপ্তপয়কর
(ঘ) সতীময়না।
উত্তরঃ (ক) পদ্মাবতী
১.৬ ‘তোমায় নিয়ে বেড়াবে গান’ –
(ক) নদীতে, দেশগাঁয়
(খ) পর্বতে
(গ) জঙ্গলে
(ঘ) সমুদ্রে।
উত্তরঃ (ক) নদীতে, দেশগাঁয়
১.৭ অষ্টাদশ শতকে একজন লেখক চারখণ্ড রামায়ণ কপি করে পেতেন –
(ক) সাত টাকা
(খ) পাঁচ টাকা
(গ) দশ টাকা
(ঘ) আট টাকা।
উত্তরঃ (ক) সাত টাকা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ রবীন্দ্রনাথ বেশি বয়সে সম্মানিত হয়েছিলেন বিশ্বময় যে কারণে –
(ক) চিত্রশিল্পী হিসাবে
(খ) কবি হিসাবে
(গ) লেখক হিসাবে
(ঘ) নাট্যকার হিসাবে।
উত্তরঃ (ক) চিত্রশিল্পী হিসাবে
১.৯ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষাসমিতি নিযুক্ত করেছিল-
(ক) ১৯৩৬ সালে
(খ) ১৯৩৭ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৭৩ সালে।
উত্তরঃ (ক) ১৯৩৬ সালে
১.১০ আমরা ফিরেছি দোরে দোরে।- চিহ্নিত পদদ্বয়
(ক) করণে বীপ্সা
(খ) অধিকরণে বীপ্সা
(গ) কর্মে বীপ্সা
(ঘ) সম্বন্ধপদ।
উত্তরঃ (খ) অধিকরণে বীপ্সা
১.১১ ব্যাকরণে ‘দ্বন্দ্ব‘ শব্দটি গৃহীত হয়েছে –
(ক) মিলন অর্থে
(খ) সংঘাত অর্থে
(গ) ঝগড়া অর্থে
(ঘ) কলহ অর্থে।
উত্তরঃ (ক) মিলন অর্থে
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলে –
(ক) রূপক কর্মধারয়
(খ) মধ্যপদলোপী কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়।
উত্তরঃ (ক) রূপক কর্মধারয়
১.১৩ ‘একটু হেঁটে গেলে যেখানে বাজার সেখানেই আমার বাড়ি’- বাক্যটি হ’ল-
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য।
উত্তরঃ (খ) জটিল বাক্য
১.১৪ বাঁশী বাজে বৃন্দাবনে- বাচ্যটি হ’ল–
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য।
উত্তরঃ (গ) কর্মকর্তৃবাচ্য
১.১৫ ভূগোলে পড়া গেছে- কর্তৃবাচ্যের রূপ হ’ল –
(ক) ভূগোলে পড়েছি
(খ) ভূগোলে পড়া হয়েছে
(গ) ভূগোলে পড়ব
(ঘ) ভূগোলের দ্বারা পড়া গেছে।
উত্তরঃ (ক) ভূগোলে পড়েছি
১.১৬ বাক্য নির্মাণের শর্ত হ’ল –
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি।
উত্তরঃ (ক) তিনটি
১.১৭ আকাশে ছাগল চড়ছে। – বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে –
(ক) যোগ্যতা
(খ) আসত্তি
(গ) আসক্তি
(ঘ) আকাঙ্ক্ষা।
উত্তরঃ (ক) যোগ্যতা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 815
স্যার 1.2 উত্তরে বানান ভূল আছে।ওটা হবে ফয়ায় ফারায় নয়