Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
(ক) দশ টাকা আটআনা
(খ) আট টাকা দশআনা
(গ) দশ টাকা দশআনা
(ঘ) আট টাকা আটআনা।
উত্তরঃ (খ) আট টাকা দশআনা
১.২ দেয়ার সাগর! পরকে সেজেদি, নিজে খাইনে।’- বক্তা হলেন–
(ক) অপূর্ব
(খ) নিমাইবাবু
(গ) জগদীশবাবু
(ঘ) রামদাস।
উত্তরঃ (গ) জগদীশবাবু
১.৩ অমৃত লুকিয়েছিল-
(ক) খেলার মাঠে
(খ) পোড়ো বাড়িতে
(গ) ঘন জঙ্গলে
(ঘ) ইসাবের বাবার গোয়াল ঘরে।
উত্তরঃ (ঘ) ইসাবের বাবার গোয়াল ঘরে
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হ’ল–
(ক) লোরচন্দ্রণী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তোফা।
উত্তরঃ (খ) পদ্মাবতী
১.৫ ‘সাজিলা শূর, শমীবৃক্ষ মূলে’- শমীবৃক্ষ মূলে সেজেছিল –
(ক) মেঘনাদ
(খ) বীরবাহু
(গ) বিরাটপুত্র
(ঘ) অর্জুন।
উত্তরঃ (ঘ) অর্জুন
১.৬ ‘গান দাঁড়াল ঋষিবালক/মাথায় গোঁজা’–
(ক) পাখির পালক
(খ) সবুজ পালক
(গ) রঙিন পালক
(ঘ) ময়ূর পালক।
উত্তরঃ (ঘ) ময়ূর পালক
১.৭ ‘সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন’– তার পোশাকি নাম –
(ক) রিজার্ভার
(খ) স্টাইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট।
উত্তরঃ (খ) স্টাইলাস
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’— কথাটি বলেছিলেন –
(ক) জয়দেব
(খ) কালিদাস
(গ) ভবভূতি
(ঘ) ধোয়ী।
উত্তরঃ (খ) কালিদাস
১.৯ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল-
(ক) ১৯৩০ সালে
(খ) ১৯৩২ সালে
(গ) ১৯৩৪ সালে
(ঘ) ১৯৩৬ সালে।
উত্তরঃ (ঘ) ১৯৩৬ সালে
১.১০ অনুসর্গের অপর নাম
(ক) প্রত্যয়
(খ) পরসর্গ
(গ) ব্যুৎপত্তি
(ঘ) অব্যয়
উত্তরঃ (খ) পরসর্গ
১.১১ বাঘে গোরুতে একঘাটে জল খায়- এখানে ‘বাঘে গোরুতে’–
(ক) প্রযোজক কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) ব্যতিহার কর্তা।
উত্তরঃ (খ) সহযোগী কর্তা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’– এখানে ‘জলে’ পদটি—
(ক) অপাদানকারক
(খ) কর্মকারক
(গ) করণকারক
(ঘ) অধিকরণকারক।
উত্তরঃ (গ) করণকারক
১.১৩ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হ’ল-
(ক) অব্যয়ীভাব
(খ) তৎপুরুষ
(গ) দ্বিগু
(ঘ) বহুব্রীহি।
উত্তরঃ (খ) তৎপুরুষ
১.১৪ ‘দেশান্তর’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হ’ল –
(ক) দেশের অন্তর
(খ) অন্তরে দেশ যার
(গ) দেশের সদৃশ
(ঘ) অন্য দেশ।
উত্তরঃ (ঘ) অন্য দেশ
১.১৫ খাঁটি গোরুর দুধ খেতে হবে- এই বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির যেটি লঙ্ঘিত হয়েছে-
(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) আসত্তি
(ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (গ) আসত্তি
১.১৬ বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রোগা দেখাইল।-
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য।
উত্তরঃ (গ) যৌগিক বাক্য
১.১৭ ‘বাংলা ভাষাকে ভোলা যাবে না” – এই বাক্যটি হ’ল–
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (গ) ভাববাচ্য
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 864