Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে—
(ক) আবহবিকার
(খ) আরোহণ
(গ) পুঞ্জিতক্ষয়
(ঘ) অবরোহণ।
উত্তরঃ (খ) আরোহণ
১.২ পলল ব্যজনী গড়ে ওঠে—
(ক) পার্বত্য উচ্চভূমিতে
(খ) পর্বত পাদদেশে
(গ) নিম্নগতিতে
(ঘ) বদ্বীপ অঞ্চলে।
উত্তরঃ (খ) পর্বত পাদদেশে
১.৩ ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে বলে—
(ক) ড্রামলিন
(খ) কেম
(গ) কেটল
(ঘ) আগামুখ
উত্তরঃ (ক) ড্রামলিন
১.৪ পেডিমেন্ট অঞ্চলের অনুচ্চ টিলা হল—
(ক) মোনাডনক
(খ) প্যানফ্যান
(গ) পেনিপ্লেন
(ঘ) ইনসেলবার্জ।
উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ
১.৫ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলে-
(ক) হ্যারিকেন
(খ) টাইফুন
(গ) টর্নেডো
(ঘ) সাইক্লোন।
উত্তরঃ (ক) হ্যারিকেন
১.৬ একটি শীতল স্থানীয় বায়ু হল–
(ক) চিনুক
(খ) লু
(গ) বোরা
(ঘ) আঁধি
উত্তরঃ (গ) বোরা
১.৭ একটি তেজস্ক্রিয় বর্জ্য হল–
(ক) ইউনেরিয়াম
(খ) কয়লা
(গ) পারদ
(ঘ) পচা ফুল ফল।
উত্তরঃ (ক) ইউনেরিয়াম
১.৮ ভারতের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায়–
(ক) ২৩১৪ কিমি
(খ) ৩২১৪ কিমি
(গ) ৩২২৪ কিমি
(ঘ) ১২২৪ কিমি।
উত্তরঃ (খ) ৩২১৪ কিমি
১.৯ ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত-
(ক) হিমালয়ে
(খ) কারাকোরামে
(গ) উত্তরাখন্ডে
(ঘ) পিরপাঞ্জলে।
উত্তরঃ (খ) কারাকোরামে
১.১০ মালাবার উপকূলের অগভীর হ্রদ কী নামে পরিচিত?
(ক) ডাল
(খ) লেগুন
(গ) রান
(ঘ) কয়াল।
উত্তরঃ (ঘ) কয়াল
১.১১ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক আগ্রণী রাজ্যটি হল-
(ক) পশ্চিমবঙ্গ
(খ) তামিলনাডু
(গ) মহারাষ্ট্র
(ঘ) রাজস্থান।
উত্তরঃ (খ) তামিলনাডু
১.১২ ভারতে য প্রাকৃতিক স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সর্বাধিক তা হলো-
(ক) আর্দ্র পর্ণমোচী
(খ) শুষ্ক পর্ণমোচী
(গ) ক্রান্তীয় চিরহরিৎ
(ঘ) সরলবর্গীয়।
উত্তরঃ (ক) আর্দ্র পর্ণমোচী
১.১৩ কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়—
(ক) তথ্যপ্রযুক্তি
(খ) বস্ত্রবয়ন
(গ) পাট
(ঘ) পেট্রোরসায়ন।
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন
১.১৪ মিলিয়ন শিট এর বিস্তৃতি হল-
(ক) ১৫‘×১৫‘
(খ) ৩০’×৩০‘
(গ) ১°×১°
(ঘ) 8°×8°
উত্তরঃ (ঘ) 8°×8°
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মত দেখতে।
উত্তরঃ অ
২.১.২ হিমসিঁড়িতে জল জমে প্যাটার্নস্টার হ্রদের সৃষ্টি হয়।
উত্তরঃ শু
২.১.৩ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে প্রতিযোগ বলে।
উত্তরঃ শু
২.১.৪ ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়।
উত্তরঃ অ
২.১.৫ রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো ধান্দ।
উত্তরঃ অ
২.১.৬ ভারতের সর্বপ্রথম মুম্বাই–এ মেট্রোরেল চালু হয়।
উত্তরঃ অ
২.১.৭ ল্যাটেরাইট মাটি তুলা চাষের উপযোগী।
উত্তরঃ অ
২.১.৮ ‘ভারতের ডেট্রয়েট’ বলা হয় চেন্নাইকে ।
উত্তরঃ শু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ জার্মান শব্দ ‘লোয়েস’এর অর্থ ______ ।
উত্তরঃ পতিত হওয়া
২.২.২ জেট বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডলের ______ স্তরের ঊর্ধ্বসীমায়।
উত্তরঃ ট্রপোস্ফিয়ার
২.২.৩ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল ______ ।
উত্তরঃ মিথেন
২.২.৪ এল–নিনো শব্দটির অর্থ ______ ।
উত্তরঃ ‘বালক’ বা ‘যীশুর ছেলে’
২.২.৫ মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হল ______ ।
উত্তরঃ মালচিং পদ্ধতির ব্যবহার
২.২.৬ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে ______।
উত্তরঃ পিক্সেল
২.২.৭ ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত ______।
উত্তরঃ কলকাতায়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ শিলাময় মরুভূমি কী নামে পরিচিত ?
উত্তরঃ হামাদা
২.৩.২ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে ?
উত্তরঃ প্রপাতকূপ
২.৩.৩ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।
উত্তরঃ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
২.৩.৪ ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কী ?
উত্তরঃ রাজস্থান
২.৩.৫ ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো।
উত্তরঃ বিশাখাপত্তনাম
২.৩.৬ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত ?
উত্তরঃ ১০০০ : ৯৪০
২.৩.৭ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে ?
উত্তরঃ কোয়েম্বাটোর
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ দেরাদুন | ১। কৃষ্ণমৃত্তিকা |
২.৪.২ ব্ৰহ্মপুত্ৰ | ২। মিয়েন্ডার |
২.৪.৩ কার্পাস চাষ | ৩। শিবালিক হিমালয় |
২.৪.৪ নদীবাঁক | ৪। ধানসিঁড়ি |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ দেরাদুন | ৩। শিবালিক হিমালয় |
২.৪.২ ব্ৰহ্মপুত্ৰ | ৪। ধানসিঁড়ি |
২.৪.৩ কার্পাস চাষ | ১। কৃষ্ণমৃত্তিকা |
২.৪.৪ নদীবাঁক | ২। মিয়েন্ডার |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 172.
I like this Google.Com
Thank you..
this is our website link.
https://learningscience.co.in/
Tebd<ghh⁷]dr-
1.6 ans=বোরা হবে.(গ)
Sir amar akta proshno chilo
Apni diyechen land fill theke utporno gas ammonia kintu abar proshno alo tokhon uttor diyechen methane.
Aktu check kore dekhun amar anurodh
Thankyou
duto answer thik hobe. methane, ammonia, carbon di-oxide … egulo uttor tumi likhte paro.
dhonyobad.
Hiiii
Bolchi j 2 number 3 number answers gulo dile vlo hoto