Thu. Mar 13th, 2025

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224

    ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

    Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

    বিভাগ-‘ক’

    ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

    ১.১ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল-

    () নদী

    () বায়ু

    () হিমবাহ

    () সমুদ্র তরঙ্গ

    উত্তরঃ (ক) নদী

     

    ১.২ সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে-

    () হিমদ্রোনী

    () ঝুলন্ত উপত্যকা

    () ফিয়র্ড

    () করি

    উত্তরঃ (গ) ফিয়র্ড

     

    ১.৩ প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়—

    () ট্রপোস্ফিয়ারকে

    () স্ট্র্যাটোস্ফিয়ারকে

    () ওজোনোস্ফিয়ারকে

    () মেসোস্ফিয়ারকে

    উত্তরঃ (গ) ওজোনোস্ফিয়ারকে

     

    ১.৪ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক

    () ব্যস্তানুপাতিক

    () সমানুপাতিক

    () ধনাত্মক

    () সম্পর্কযুক্ত নয়

    উত্তরঃ (ক) ব্যস্তানুপাতিক

     

    ১.৫ শৈবাল সাগর দেখা যায়

    () আটলান্টিক

    () ভারত

    () সুমেরু

    () কুমেরু মহাসাগরে

    উত্তরঃ (ক) আটলান্টিক

     

    ১.৬ পৃথিবী যখন চন্দ্র সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে

    () সংযোগ

    () পেরিজি

    () প্রতিযোগ

    () অ্যাপোজি

    উত্তরঃ (গ) প্রতিযোগ

     

    ১.৭ জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায়, তার নাম

    () ল্যান্ডফিল

    () এল পি জি

    () বায়োগ্যাস

    () দুর্গন্ধনাশক গ্যাস

    উত্তরঃ (গ) বায়োগ্যাস

     

    ১.৮ ভারতের পশ্চিম উপকূলের উপহ্রদগুলি হল

    () তাল

    () ধান্দ

    () কয়াল

    () লেগুন

    উত্তরঃ (গ) কয়াল

     

    ১.৯ যে নদীর প্রবাহপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত তা হল-

    () কৃষ্ণা

    () কাবেরী

    () গোদাবরী

    () সুবর্ণরেখা

    উত্তরঃ (খ) কাবেরী

     

    ১.১০ আম্রবৃষ্টি দেখা যায়

    () উত্তর ভারতে

    () পূর্ব ভারতে

    () দক্ষিণ ভারতে

    () পশ্চিম ভারতে

    উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে

     

    ১.১১ স্থানান্তর কৃষিকে ভারতে বলা হয়-

    () তামরাই

    () লাদাং

    (গ) ঝুম

    (রোকা

    উত্তরঃ (গ) ঝুম

     

    ১.১২ ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় 

    () মহারাষ্ট্রে

    () পশ্চিমবঙ্গে 

    () গুজরাতে

    () তামিলনাড়ুতে

    উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গে 

     

    ১.১৩ হীরক চতুভুজ বিষয়টি যে পরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত—

    () সড়ক

    () রেল

    () জলপথ

    () রজ্জুপথ

    উত্তরঃ (খ) রেল

     

    ১.১৪ সূর্য সমলর উপগ্রহগুলি-

    () পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে

    () পশ্চিম থেকে পূর্বে ঘুরছে

    () উওর থেকে দক্ষিণে ঘুরছে

    () দক্ষিণ থেকে উত্তরে ঘুরছে

    উত্তরঃ (খ) পশ্চিম থেকে পূর্বে ঘুরছে

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    বিভাগ-‘খ’

    ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

    ২.১.১ জলপ্রপাতের নীচে সৃষ্ট গর্তকে বলে প্রপাতকূল

    উত্তরঃ শু

     

    ২.১.২ মেসোস্ফিয়ারের নীচের অংশকে বলে আয়নোস্ফিয়ার

    উত্তরঃ 

     

    ২.১.৩ লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়

    উত্তরঃ 

     

    ২.১.৪ গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি হল কম্পোস্টিং

    উত্তরঃ 

     

    ২.১.৫ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত

    উত্তরঃ শু

     

    ২.১.৬ ভারতের একটি শীতল মরু মালভূমি হল লাডাক

    উত্তরঃ শু

     

    ২.১.৭ ভারতের রূঢ় বলা হয় ভিলাইকে। 

    উত্তরঃ 

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

    ২.২.১ বরফহীন পর্বত শিখরকে ______ বলে।

    উত্তরঃ নুনাটকস্

     

    ২.২.২ বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় ______ % 

    উত্তরঃ ১০০%

     

    ২.২.৩ উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে ______ 

    উত্তরঃ হিমপ্রাচীর 

     

    ২.২.৪ ফ্লাই অ্যাশ এক ধরনের ______ বর্জ্য

    উত্তরঃ কঠিন 

     

    ২.২.৫ ______ হল ভারতের বৃহত্তম হিমবাহ

    উত্তরঃ সিয়াচেন 

     

    ২.২.৬ উচ্চ গঙ্গা সমভূমির নতুন পলিমাটিকে ______ বলে

    উত্তরঃ খাদার 

     

    ২.২.৭ কোনো Soft Copy-ক্ষুদ্রতম অংশকে ______ বলে।

    উত্তরঃ পিক্সেল 

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

    ২.৩.১ শিলাময় মরুভূমিকে কী বলে?

    উত্তরঃ হামাদা 

     

    ২.৩.২ তুষার ভক্ষক কোন বায়ুকে বলে?

    উত্তরঃ চিনুক 

     

    ২.৩.৩ পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে?

    উত্তরঃ প্রতিযোগ অবস্থান 

     

    ২.৩.৪ ভারতের নবতম রাজ্য কোনটি?

    উত্তরঃ তেলেঙ্গানা 

     

    ২.৩.৫ রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ?

    উত্তরঃ পার্বত্য 

     

    ২.৩.৬ ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো

    উত্তরঃ কান্দালা 

     

    ২.৩.৭ ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?

    উত্তরঃ সিকিম 

     

    ২.৩.৮ Survey of India-এর সদর দপ্তর কোথায়?

    উত্তরঃ দেরাদুন 

     

    ২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

    বামদিকডানদিক
    ২.৪.১ গুরুশিখর১। পুসা
    ২.৪.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার২। টর্নেডো
    ২.৪.৩ স্যাডেল পিক৩। আরাবল্লী পর্বত
    ২.৪.৪ ক্রান্তীয় ঘূর্ণবাত৪। আন্দামান

    উত্তরঃ 

    বামদিকডানদিক
    ২.৪.১ গুরুশিখর৩। আরাবল্লী পর্বত
    ২.৪.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার১। পুসা
    ২.৪.৩ স্যাডেল পিক৪। আন্দামান
    ২.৪.৪ ক্রান্তীয় ঘূর্ণবাত২। টর্নেডো

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224.

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224.

    One thought on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 224”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!