Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246

ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে—

() দোয়াব

() জলবিভাজিকা

() উপত্যকা

() বদ্বীপ

উত্তরঃ (খ) জলবিভাজিকা

 

১.২ মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত উচ্চভূমির চূড়াকে বলা হয়—

(ক) নুনাটাকস 

() লোব

() স্নাউট

() আইস ক্যাপ

উত্তরঃ (ক) নুনাটাকস

 

১.৩ শান্তমণ্ডল বলা হয়—

() ট্রপোস্ফিয়ারকে

() স্ট্যাটোস্ফিয়ারকে

() আয়নোস্ফিয়ারকে

() মেসোস্ফিয়ারকে

উত্তরঃ (খ) স্ট্যাটোস্ফিয়ারকে

 

১.৪ গর্জনশীল চল্লিশা হল-

() ৪০° উত্তর অক্ষাংশ

(খ) ৪০° দক্ষিণ অক্ষাংশ

() ৪০° পূর্ব দ্রাঘিমা

() ৪০° পশ্চিম দ্রাঘিমা

উত্তরঃ (ক) ৪০° দক্ষিণ অক্ষাংশ

 

১.৫ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক

() ব্যস্তানুপাতিক

() সমানুপাতিক

() ধনাত্মক

() সম্পর্কযুক্ত নয়

উত্তরঃ (ক) ব্যস্তানুপাতিক

 

১.৬ মরা কোটাল হয়

() পূর্ণিমা তিথিতে

() একাদশীতে

() অমাবস্যা তিথিতে

() শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে

উত্তরঃ (ঘ) শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে

 

১.৭ ফ্লাই অ্যাশ কী প্রকার বর্জ্যের উদাহরণ

() গৃহস্থালি

() কৃষিজ

() শিল্প

() চিকিৎসা

উত্তরঃ (গ) শিল্প

 

১.৮ সিন্ধু সমভূমির নবীন পলি গঠিত সমভূমিকে-

() ধায়া

() খোশ

() বেট

() ভাবর বলে

উত্তরঃ (গ) বেট

 

১.৯ অসমে কালবৈশাখী কি নামে পরিচিত-

() কালবৈশাখী

() বরদৈছিলা

() আম্রবৃষ্টি

() পশ্চিমী ঝঞ্ঝা। 

উত্তরঃ (খ) বরদৈছিলা

 

১.১০ পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত-

() অম্লধর্মী

() লবনাক্ত

() ক্ষারকীয়

() অতিক্ষারকীয়

উত্তরঃ (ক) অম্লধর্মী

 

১.১১ ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত

() চিকমাগালুরে

() দিল্লিতে

() জোড়হাটে

() কোয়েম্বাটোরে

উত্তরঃ (গ) জোড়হাটে

 

১.১২ ভারতের প্রধান প্রশাসনিক শহর হল

() কোলকাতা

() চেন্নাই

() মুম্বাই

() দিল্লি

উত্তরঃ (ঘ) দিল্লি

 

১.১৩ ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত

() চেন্নাই

() আমেদাবাদ

() হায়দরাবাদ

() বেঙ্গালুরু

উত্তরঃ (ঘ) বেঙ্গালুরু

 

১.১৪ ডিগ্রি শিটের RF হল-

(ক) 1 : 50,000

(খ) 1 : 2,50,000

(গ) 1 : 1,00,000

(ঘ) 1 : 10,00,000

উত্তরঃ (খ) 1 : 2,50,000

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ সুবর্ণরেখা নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত

উত্তরঃ 

Note: কাঞ্চি নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত

 

২.১.২ ফনএকপ্রকার শীতল স্থানীয় বায়ু

উত্তরঃ 

 

২.১.৩ পৃথিবী চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে পেরিজি অবস্থান বলে

উত্তরঃ 

 

২.১.৪ ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ

উত্তরঃ 

 

২.১.৫ গোমতী হল গঙ্গা নদীর ডানতীরের একটি উপনদী

উত্তরঃ 

 

২.১.৬ একটি অবিশুদ্ধ কাঁচামাল হল কয়লা

উত্তরঃ শু

 

২.১.৭ SPOT হল ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ

উত্তরঃ শু

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ ______ হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক।

উত্তরঃ জে ডব্লিউ পাওয়েল (John Wesley Powell)

 

২.২.২ শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ ______ হয়

উত্তরঃ কম  

 

২.২.৩ নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল ল্যাব্রাডার স্রোত ও ______ স্রোতের মিলনে কুয়াশা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়

উত্তরঃ উষ্ণ উপসাগরীয় 

 

২.২.৪ কৃষিজাত বর্জ্য এক প্রকার ______ বর্জ্য

উত্তরঃ জৈব 

 

২.২.৫ ______ ভারতের উচ্চতম গিরিপথ।

উত্তরঃ ডুঙরিলা বা মানা 

 

২.২.৬ কোনো দেশের ভূমির মোট আয়তনের ______ শতাংশে বনভূমি থাকা উচিত

উত্তরঃ ৩৩

 

২.২.৭ ভারতের দীর্ঘতম সড়ক পথের প্রস্তাবিত নতুন নম্বর হল ______ ।

উত্তরঃ NH-44

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ নিউমূর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা 

 

২.৩.২ বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের কোন ঢালে দেখা যায়?

উত্তরঃ অনুবাত 

 

২.৩.৩ তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী?

উত্তরঃ পারমাণবিক বিদ্যুৎ 

 

২.৩.৪ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ গুরুশিখর 

 

২.৩.৫ ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি?

উত্তরঃ ইন্দিরা গান্ধি খাল। 

 

২.৩.৬ ICAR-এর পুরো নাম কী?

উত্তরঃ The Indian Council of Agricultural Research

 

২.৩.৭ দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম কী?

উত্তরঃ চেন্নাই 

 

২.৩.৮ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়?

উত্তরঃ বাদামি 

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল ১। নবীন পলিমাটি
২.৪.২ আম্রবৃষ্টি ২। মরু উদ্ভিদ
২.৪.৩ খাদার ৩। শিলং
২.৪.৪ ক্যাকটাস ৪। দক্ষিণ ভারত

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল ৩। শিলং
২.৪.২ আম্রবৃষ্টি ৪। দক্ষিণ ভারত
২.৪.৩ খাদার ১। নবীন পলিমাটি
২.৪.৪ ক্যাকটাস ২। মরু উদ্ভিদ

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246.

6 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 246”
    1. অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
      ধন্যবাদ আমাদের জানানোর জন্য। উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।

  1. 2.1.1 এর উত্তর টা ভুল আছে
    2.2.2 এর উত্তর টা ভুল আছে।

    1. ধন্যবাদ জানানোর জন্য। তবে ২.২.১ এর উত্তরটি ঠিক আছে আর ২.২.২ এর উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।

  2. Please promote my website. It is so important news channel for every people.
    This website is very good website. So I say about my website on this website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!