Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন

() মরগ্যান

() ডেভিস

() চেম্বারলিন

() পেঙ্ক

উত্তরঃ (গ) চেম্বারলিন

 

১.২ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 

() ৩৬ গুণ

() ৬৪ গুণ

() ১২ গুণ

() ৭২ গুণ

উত্তরঃ (খ) ৬৪ গুণ

 

১.৩ অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমি রূপ হল

() প্লাবন ভূমি

() এসকার

() গিরিখাত

() স্বাভাবিক বাঁধ

উত্তরঃ (গ) গিরিখাত

 

১.৪ নদীর তলদেশের সাথে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে-

() দ্রবণ ক্ষয় 

() বুদবুদ ক্ষয়

() অবঘর্ষ ক্ষয়

() জলপ্রবাহ ক্ষয়।

উত্তরঃ (গ) অবঘর্ষ ক্ষয়

 

১.৫ পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়-

(ক) পিরামিড চূড়ার উপস্থিতিতে

(খ) ক্রেভাসের উপস্থিতিতে

(গ) রসেমতানের উপস্থিতিতে 

() এসকারের উপস্থিতিতে

উত্তরঃ (খ) ক্রেভাসের উপস্থিতিতে

 

১.৬ বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হল-

() ফ্ল্যাটোস্ফিয়ার

() আয়নোস্ফিয়ার

() মেসোস্ফিয়ার

(ঘ) এক্সোস্ফিয়ার।

উত্তরঃ (গ) মেসোস্ফিয়ার

 

১.৭ ময়লা বা বর্জ্য পদার্থ ধোয়া জলকে বলা হয়-

() ল্যান্ডফিল

() লিচেট

() স্ক্র্যাবার

() চেম্বার

উত্তরঃ (খ) লিচেট

 

১.৮ পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয়-

() বরদৈচ্ছিলা

() আম্রবৃষ্টি

() লু

() আধি

উত্তরঃ (ঘ) আধি

 

১.৯ ভারতের নবীনতম রাজ্যটি হল-

() তেলেঙ্গানা

() কর্ণাটক

() ছত্তিশগড়

() তামিলনাডু

উত্তরঃ (ক) তেলেঙ্গানা

 

১.১০ ভারত চীনের সীমারেখাটির নাম—

() ডুরান্ড লাইন

() LOC

() ম্যাকমোহন লাইন

() র‍্যাডক্লিফ লাইন

উত্তরঃ (গ) ম্যাকমোহন লাইন

 

১.১১ কোন শহরকে ভারতের রূঢ় বলা হয় –

(ক) জামসেদপুর

() দুর্গাপুর

() ভিলাই

() হলদিয়া

উত্তরঃ (খ) দুর্গাপুর

 

১.১২ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?

() সিকিম

() অরুণাচল প্রদেশ

() রাজস্থান

() পাঞ্জাব

উত্তরঃ (খ) অরুণাচল প্রদেশ

 

১.১৩ ভারতের প্রাচীনতম মেট্রো কোথায় অবস্থিত?

() কলকাতা

() মুম্বাই

() দিল্লি

() চেন্নাই

উত্তরঃ (ক) কলকাতা

 

১.১৪ মিলিয়ন শীটে ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাবিস্তার

() ১৫×১৫

() ৩০×৩০

() °×°

() °×°

উত্তরঃ (ঘ) ৪°×৪°

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ যে কোন বস্তু বা পদার্থই হল সম্পদ

উত্তরঃ

Note : কোন উপাদান বা উপকরণ যখন তার উপযোগীতাকে কার্যকর করে মানুষের অভাব মোচন করে বা চাহিদা পূরণ করে, তখন তাকে সম্পদ বলে।

 

২.১.২ প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা

উত্তরঃ শু

 

২.১.৩ সেলুলোজ একপ্রকার কাগজ শিল্পজাত বর্জ্যের উদাহরণ

উত্তরঃ শু

 

২.১.৪ নদীর মোহনায় জোয়ারভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক

উত্তরঃ

 

২.১.৫ পার্বত্য মৃত্তিকার অপর নাম হল পড়সল মৃত্তিকা

উত্তরঃ শু

 

২.১.৬ মাদুরাইকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়

উত্তরঃ

Note : কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়

 

২.১.৭ উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়

উত্তরঃ

Note : উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে বনভূমিকে বোঝানো হয়

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ পর্বতগাত্রে যে সীমারেখার নীচে বরফ গলে যায় তাকে ______ বলে।

উত্তরঃ হিমরেখা 

 

২.২.২ ইয়ার্দাং এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সূচালো আকৃতির হলে তাকে ______ বলে। 

উত্তরঃ নিডিল 

 

২.২.৩ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম হল _______ ।

উত্তরঃ হাইগ্রোমিটার 

 

২.২.৪ ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলা ______ বায়ু প্রবাহিত হয়।

উত্তরঃ সমুদ্রবায়ু 

 

২.২.৫ কোলেরু হ্রদ ______ উপকূলে রয়েছে

উত্তরঃ অন্ধ্র

 

২.২.৬ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা _______।

উত্তরঃ 940 জন 

 

 ২.২.৭ রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 

উত্তরঃ রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র পাচপদ্রায় অবস্থিত। 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি

উত্তরঃ লাক্ষাদ্বীপ 

 

২.৩.২ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?

উত্তরঃ জৈব অভঙ্গুর 

 

২.৩.৩ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো

উত্তরঃ বাদাম 

 

২.৩.৪ মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়?

উত্তরঃ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 

 

২.৩.৫ কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলে

উত্তরঃ ভার্ব

 

২.২.৬ এলনিনো শব্দের অর্থ কি?

উত্তরঃ ছোট্ট বালক বা যীশুর সন্তান।

Note : এল নিনো” হচ্ছে একটি স্প্যানিশ শব্দ, যার মানে “বালক” এবং নির্দেশ করা হয় “যীশুর ছেলে” বলে। 

 

২.২.৭ ভারতের মরুভূমি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রাজস্থানের যোধপুরে অবস্থিত।

 

২.২.৮ ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?

উত্তরঃ আর্যভট্ট

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ ওজন গ্যাস  ১। নুনাটস 
২.৪.২ বরফমুক্ত পর্বত শিখর ২। স্ট্র্যাটোস্ফিয়ার 
২.৪.৩ গারা বা গৌর  ৩। আউটসোর্সিং 
২.৪.৪ তথ্য প্রযুক্তি শিল্প ৪। ব্যাঙের ছাতা

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ ওজন গ্যাস  ২। স্ট্র্যাটোস্ফিয়ার 
২.৪.২ বরফমুক্ত পর্বত শিখর ১। নুনাটস 
২.৪.৩ গারা বা গৌর  ৪। ব্যাঙের ছাতা
২.৪.৪ তথ্য প্রযুক্তি শিল্প ৩। আউটসোর্সিং 

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375.

4 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 375”
  1. 2.2.6 e এল নিনো শব্দের অর্থ শিশু খ্রিষ্ট বা দুরন্ত বালক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!