Thu. Mar 13th, 2025

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499

    বিভাগ-‘ক’

    ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

    ১.১ নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহিঃধৌত সমভূমিকে বলে-

    () কেম

    () এসকার

    () ভ্যালি ট্রেন

    () ড্রামলিন

    উত্তরঃ (গ) ভ্যালি ট্রেন

     

    ১.২ লবণাবৃত প্লায়াকে বলে-

    () স্যালিনা

    () ওয়াদি

    () রেগ

    () কুম

    উত্তরঃ (ক) স্যালিনা

     

    ১.৩ ভারতের প্রধান জলবিভাজিকা হল-

    () আরাবল্লী পর্বত

    () হিমালয় পর্বত

    () পশ্চিমঘাট পর্বত

    () বিন্ধ্য পর্বত

    উত্তরঃ (ঘ) বিন্ধ্য পর্বত

     

    ১.৪ ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল-

    () সমুদ্র তরঙ্গ

    () বায়ুপ্রবাহ

    () হিমবাহ 

    () নদী প্রবাহ

    উত্তরঃ (ঘ) নদী প্রবাহ

     

    ১.৫ চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে-

    () পেরিজি

    () অ্যাপোজি

    () সিজিগি

    () লিপোজি

    উত্তরঃ (ক) পেরিজি

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ১.৬ আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়া হল—

    () সেবল ব্যাঙ্ক

    () মিডল ব্যাঙ্ক

    () গ্রান্ড ব্যাঙ্ক

    () জর্জেস ব্যাঙ্ক

    উত্তরঃ (গ) গ্রান্ড ব্যাঙ্ক

     

    ১.৭ কঠিন পৌর বর্জ্য পদার্থকে শহর থেকে দূরে কোন স্থানে সরিয়ে এনে মাটি চাপা দেওয়ার পদ্ধতিকে বলে—

    () কম্পোস্টিং

    () স্ক্যাবার

    () ডাফিং

    () স্যানিটারি ল্যান্ডফিল

    উত্তরঃ (ঘ) স্যানিটারি ল্যান্ডফিল

     

    ১.৮ যে সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনগঠিত হয়—

    () ১৯৫৩ সালে

    () ১৯৯৪ সালে

    () ১৯৫৪ সালে

    () ১৯৫৬ সালে

    উত্তরঃ (ক) ১৯৫৩ সালে

     

    ১.৯ কাশ্মীর উপত্যকার বৃহত্তম স্বাদ জলের হ্রদ-

    () ডাল

    () উলার

    () প্যাংগং

    () দিদওয়ানা

    উত্তরঃ (খ) উলার

     

    ১.১০ কালবৈশাখীর ঝড় অসমে পরিচিত-

    () নরওয়েস্টার নামে

    () বরদৈচ্ছিলা নামে

    () লু নামে

    () আঁধি নামে

    উত্তরঃ (খ) বরদৈচ্ছিলা নামে

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ১.১১ গভীর নালার মাধ্যমে মৃত্তিকা ক্ষয়কে বলে-

    () গালিক্ষয় 

    () র‍্যাভাইন ক্ষয়

    () রিল ক্ষয়

    () শিট ক্ষয়

    উত্তরঃ (ক) গালিক্ষয় 

     

    ১.১২ বিশ্বে চা উৎপাদনে ভারতের স্থান-

    () প্রথম

    () দ্বিতীয়

    () তৃতীয়

    () চতুর্থ

    উত্তরঃ (খ) দ্বিতীয়

     

    ১.১৩ পূর্ব ভারতের শেফিল্ড বলা হয়-

    () জামসেদপুর

    () হায়দ্রাবাদ

    () হাওড়া

    () চেন্নাইকে

    উত্তরঃ (গ) হাওড়া

     

    ১.১৪ ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হল—

    () GMS

    () GOMS

    () INSAT

    () METEOSAT

    উত্তরঃ (গ) INSAT

     

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    বিভাগ-‘খ’

    ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

    ২.১.১ বাজাদা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

    উত্তরঃ

    Note : পেডিমেন্টের নিচের অংশে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বাহিত হয়ে সুক্ষ্ম বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে প্রায় সমভূমির ন্যায় ভুমিরূপ সৃষ্টি হয়, তাকে বাজাদা (Bajada) বলে।

     

    ২.১.২ বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে

    উত্তরঃ শু

     

    ২.১.৩ উষ্ণতম মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে হবে

    উত্তরঃ শু

     

    ২.১.৪ উষ্ণ ল্যাব্রাডর স্রোত এবং উপসাগরীয় স্রোতের প্রভাবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর তৈরি হয়

    উত্তরঃ শু

     

    ২.১.৫ পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে থাকে

    উত্তরঃ

    Note : পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ সূর্যের মাঝখানে থাকে

     

    ২.১.৬ বর্জ্যের পূর্ণ ব্যবহারে বর্জ্যের পরিমাণ কমে

    উত্তরঃ শু

     

    ২.১.৭ ক্যানসার চর্মরোগ বর্ধক ধাতু হল ক্রোমিয়াম

    উত্তরঃ শু

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

    ২.২.১ পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হল ______ ।

    উত্তরঃ ক্ষয়কার্য 

     

    ২.২.২ Basket of egg topography বলা হয় ______ অধ্যুষিত অঞ্চলকে।

    উত্তরঃ ড্রামলিন

    Note : ড্রামলিন সর্বদা ঝাঁকে ঝাঁকে দেখা যায় ৷ আকাশ থেকে বা অনেক উঁচু স্থান থেকে ড্রামলিন গুলিকে দেখতে “ডিম ভর্তি ঝুড়ির” মত লাগে ৷ তাই ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকেbasket of egg topography” বলে।

     

    ২.২.৩ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে ______ পরিমাপ হয়।

    উত্তরঃ আর্দ্রতা 

     

    ২.২.৪ আম্রবৃষ্টি কর্ণাটকে ______ নামে পরিচিত।

    উত্তরঃ চেরি ব্লসম/কফি বৃষ্টি

     

    ২.২.৫ ভারতের অরণ্য গবষেণাগারও ______ অবস্থিত

    উত্তরঃ দেরাদুনে 

     

    ২.২.৬ ডিজিটাল আলোকচিত্রের সব থেকে ক্ষুদ্রতম অংশ হল ______

    উত্তরঃ পিক্সেল 

     

    ২.২.৭ উপগ্রহ চিত্রে গভীর অরণ্যের রং হয় ______।

    উত্তরঃ ঘন লাল 

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

    ২.৩.১ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

    উত্তরঃ আনাইমুদি 

     

    ২.৩.২ পর্বতের ঢাল বেয়ে যে উষ্ণ বায়ু উপরে ওঠে তাকে কী বায়ু বলে?

    উত্তরঃ অ্যানাবেটিক বায়ু

     

    ২.৩.৩ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম লেখো

    উত্তরঃ গ্র্যান্ড ব্যাঙ্ক।

     

    ২.৩.৪ বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলে?

    উত্তরঃ পয়ঃনিষ্কাশন প্রণালী

     

    ২.৩.৫ তরাই শব্দের অর্থ কী?

    উত্তরঃ  “তরাই” শব্দের অর্থ হল পর্বতের পাদদেশের আর্দ্রভূমি

     

    ২.৩.৬ ভারতের কেন্দ্রীয় ধান গবষেণাগার কোথায় আছে?

    উত্তরঃ ওড়িশার কটকে অবস্থিত।

     

    ২.৩.৭ প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ু মণ্ডলের কোন স্তরকে?

    উত্তরঃ ওয়োনোস্ফিয়ার স্তরকে। 

     

    ২.৩.৮ আবহাওয়ার পূর্বাভাস কীসের মাধ্যমে পাওয়া যায়?

    উত্তরঃ ব্যারোমিটারের সাহায্যে। 

     

    ২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

    বামদিকডানদিক
    ২.৪.১ গম ১। কোচি 
    ২.৪.২ রেল ইঞ্জিন ২। সোনালিকা 
    ২.৪.৩ আরব সাগরের রানি৩। IRS
    ২.৪.৪ উপগ্ৰহ৪। চিত্তরঞ্জন

    উত্তরঃ 

    বামদিকডানদিক
    ২.৪.১ গম ২। সোনালিকা 
    ২.৪.২ রেল ইঞ্জিন ৪। চিত্তরঞ্জন
    ২.৪.৩ আরব সাগরের রানি১। কোচি 
    ২.৪.৪ উপগ্ৰহ৩। IRS

     


    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499.

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499.

    2 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 499”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!