Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল-
(ক) নদীপ্রবাহ
(খ) অগ্ন্যুদগম
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ।
উত্তরঃ (খ) অগ্ন্যুদগম
১.২ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়-
(ক) ক্যানিয়ন
(খ) V-আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ।
উত্তরঃ (ক) ক্যানিয়ন
১.৩ মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে-
(ক) পিরামিড চূড়া
(খ) হিমশৈল
(গ) গৌর
(ঘ) নুনাটক্স।
উত্তরঃ (ঘ) নুনাটক্স
১.৪ মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলে–
(ক) শট্স
(খ) ওয়াদি
(গ) থ্রিয়ান
(ঘ) প্লায়া।
উত্তরঃ (গ) থ্রিয়ান
১.৫ কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে-
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) এস্কোস্ফিয়ার
(গ) ম্যাগনেটোস্ফিয়ার
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
উত্তরঃ (গ) ম্যাগনেটোস্ফিয়ার
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ২৪ ঘণ্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার–ভাটা হয়-
(ক) তিনবার
(খ) চারবার
(গ) দুইবার
(ঘ) একবার।
উত্তরঃ (খ) চারবার
১.৭ কোনটি জৈব বর্জ্য-
(ক) প্লাস্টিক
(খ) কাচ
(গ) ধানের খড়
(ঘ) কম্পিউটার যন্ত্রাংশ।
উত্তরঃ (গ) ধানের খড়
১.৮ আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গ রাজ্যের নাম-
(ক) রাজস্থান
(খ) মধ্যপ্রদেশ
(গ) বিহার
(ঘ) সিকিম
উত্তরঃ
১.৯ ময়দান কথাটির অর্থ হল-
(ক) পাহাড়ি অঞ্চল
(খ) তরঙ্গায়িত উচ্চভূমি
(গ) সমভূমি
(ঘ) পার্বত্য ভূমি।
উত্তরঃ (খ) তরঙ্গায়িত উচ্চভূমি
১.১০ সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল-
(ক) নর্মদা
(খ) কৃষ্ণা
(গ) গোদাবরী
(ঘ) কাবেরী।
উত্তরঃ (ক) নর্মদা
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১১ ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে–
(ক) শীত
(খ) গ্রীষ্ম
(গ) শরৎ
(ঘ) বর্ষা ঋতুতে।
উত্তরঃ (ক) শীত
১.১২ পার্বত্য অঞ্চলে মাটি হল-
(ক) পড়সল
(খ) সিরোজেম
(গ) পিট
(ঘ) লালমাটি।
উত্তরঃ (ক) পড়সল
১.১৩ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য-
(ক) সুন্দরবন
(খ) ডুয়ার্স
(গ) ভিতর কণিকা
(ঘ) সিমলা।
উত্তরঃ (গ) ভিতর কণিকা
১.১৪ পিক্সেল–এর মান কিসের ওপর নির্ভর করে-
(ক) ক্যামেরা
(খ) সেন্সর
(গ) কৃত্রিম উপগ্রহ
(ঘ) পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা
উত্তরঃ (ঘ) পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ ক্যানিয়ন V আকৃতির হয়।
উত্তরঃ অ
Note : ক্যানিয়ন ইংরাজীর ‘I’ আকৃতির হয়।
২.১.২ অশ্ব অক্ষাংশ দেখা যায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে।
উত্তরঃ অ
Note : অশ্ব অক্ষাংশ দেখা যায় উত্তর গোলার্ধের কর্কটীয় শান্তবলয়ে।
২.১.৩ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি।
উত্তরঃ শু
Note : সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। কারণ পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব সূর্য অপেক্ষা অনেক কম। তাই পৃথিবী ও চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি।
২.১.৪ গ্লোবাল শিল্প বলা হয় তথ্যপ্রযুক্তি শিল্পকে।
উত্তরঃ শু
২.১.৫ ভারতের কটন পলিশ কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাই শহরকে।
২.১.৬ দরিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক।
উত্তরঃ অ
Note : ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ ব্রহ্মপুত্র নদেই সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ ______।
উত্তরঃ মাজুলী
২.২.২ এসকার হিমবাহের ______ কাজের ফলে সৃষ্ট।
উত্তরঃ সঞ্চয়
২.২.৩ মরু অঞ্চলে সৃষ্ট ক্ষুদ্র লবণহ্রদকে ______ বলে।
উত্তরঃ প্লায়া
২.২.৪ আর্সেনিক দূষণে ______ রোগ হয়।
উত্তরঃ ব্ল্যাকফুট
২.২.৫ ______ কৃষ্ণ মৃত্তিকার অন্যতম বাণিজ্যিক ফসল।
উত্তরঃ কার্পাস বা তুলো
২.২.৬ পাঞ্জাব সমভূমির পলি মাটির নাম ______ ।
উত্তরঃ বেট
২.২.৭ ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ______ ।
উত্তরঃ ভিলাই
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কী?
উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।
২.৩.২ প্রতীপ ঘূর্ণাবাতের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে?
উত্তরঃ উচ্চচাপ
২.৩.৩ দুটি ই–বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ মোবাইলের ব্যাটারি, কম্পিউটারের UPS প্রভৃতি।
২.৩.৪ কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
২.৩.৫ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ ওড়িশার কটকে অবস্থিত।
২.৩.৬ ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরু শহরকে।
২.৩.৭ ভারতের বৃহত্তম জাতীয় ও আন্তর্জাতিক বিমান বন্দর কোনটি?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
২.৩.৮ একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও।
উত্তরঃ ফোটোগ্রাফিক ক্যামেরা
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল | ১। আসাম |
২.৪.২ দেরাদুন | ২। ভারতের ম্যাঞ্চেস্টার |
২.৪.৩ বরদৈচ্ছিলা | ৩। অনুবাত ঢাল |
২.৪.৪ আমেদাবাদ | ৪। শিবালিক হিমালয়। |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ বৃষ্টিচ্ছায় অঞ্চল | ৩। অনুবাত ঢাল |
২.৪.২ দেরাদুন | ৪। শিবালিক হিমালয়। |
২.৪.৩ বরদৈচ্ছিলা | ১। আসাম |
২.৪.৪ আমেদাবাদ | ২। ভারতের ম্যাঞ্চেস্টার |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 541.
2.4 এর উত্তর ভুল আছে
Ashis Ghosh, konta?