Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো-
(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) নগ্নীভবন
(ঘ) পুঞ্জিত ক্ষয়।
উত্তরঃ (খ) পর্যায়ন
১.২ যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে বলে-
(ক) গ্রাবরেখা
(খ) হিমরেখা
(গ) হিমশৈল
(ঘ) এরিটি।
উত্তরঃ (খ) হিমরেখা
১.৩ বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস-
(ক) কার্বনডাই অক্সাইড
(খ) মিথেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) ক্লোরোফ্লুরো কার্বন।
উত্তরঃ (ক) কার্বনডাই অক্সাইড
১.৪ মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয়-
(ক) সমোষ্ণ রেখা
(খ) সমবর্ষণ রেখা
(গ) সমপ্রেষ রেখা
(ঘ) সমোচ্চ রেখা।
উত্তরঃ (খ) সমবর্ষণ রেখা
১.৫ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হলো—
(ক) পৃথিবীর আবর্তন
(খ) বাষ্পীভবনের তারতম্য
(গ) সমুদ্র জলের লবণতা
(ঘ) ভূ–আলোড়ন।
উত্তরঃ (ক) পৃথিবীর আবর্তন
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে দেখা যায়—
(ক) গৌণ জোয়ার
(খ) প্রগৌণ জোয়ার
(গ) ভরা জোয়ার
(ঘ) ভাটা।
উত্তরঃ (ক) গৌণ জোয়ার
১.৭ কোনটি জৈব বর্জ্য –
(ক) প্লাস্টিক
(খ) কাঁচ
(গ) ধানের খড়
(ঘ) কম্পিউটার।
উত্তরঃ (গ) ধানের খড়
১.৮ ভারতের বৃহত্তম হিমবাহ হলো-
(ক) বল্টারো
(খ) গঙ্গোত্রী
(গ) বিয়াফো
(ঘ) সিয়াচেন।
উত্তরঃ (ঘ) সিয়াচেন
১.৯ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো—
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) ফোয়ারা।
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.১০ আম্রবৃষ্টি দেখা যায়—
(ক) উত্তর ভারতে
(খ) পূর্ব ভারতে
(গ) দক্ষিণ ভারতে
(ঘ) পশ্চিম ভারতে।
উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১১ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো-
(ক) জলসেচ
(খ) ঝুম চাষ
(গ) ফালি চাষ
(ঘ) পশুচারণ।
উত্তরঃ (গ) ফালি চাষ
১.১২ ভারতের সবুজ বিপ্লবের প্রভাব বেশী দেখা যায় এমন একটি ফসল হলো—
(ক) ধান
(খ) গম
(গ) মিলেট
(ঘ) চা।
উত্তরঃ (খ) গম
১.১৩ ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো—
(ক) NH–7
(খ) NH–6
(গ) NH–2
(ঘ) NH–5।
উত্তরঃ (গ) NH-2
১.১৪ ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো—
(ক) কালো
(খ) বাদামি
(গ) লাল
(ঘ) নীল।
উত্তরঃ (খ) বাদামি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনকস বলে।
উত্তরঃ অ
Note : মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্গ বলে।
২.১.২ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।
উত্তরঃ শু
২.১.৩ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
উত্তরঃ শু
২.১.৪ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে থেরিস বলে।
উত্তরঃ অ
Note : মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়।
২.১.৫ কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল।
উত্তরঃ শু
২.১.৬ স্ক্রাবার–এর সাহায্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যায়।
উত্তরঃ শু
২.১.৭ উপগ্রহচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
উত্তরঃ অ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ নদীখাতে সৃষ্ট গর্তকে ______ বলে।
উত্তরঃ মন্থকূপ
২.২.২ গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমির নাম ______।
উত্তরঃ কেম (Kame)
২.২.৩ ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণাবাত ______ নামে পরিচিত।
উত্তরঃ হারিকেন (Hurricane)
২.২.৪ পশ্চিমবঙ্গে ভারত ও নেপালের সীমানায় রয়েছে ______ শৈলশিলা।
উত্তরঃ সিঙ্গালিলা
২.২.৫ ______ কে ভারতের কমলালেবুর শহর বলে।
উত্তরঃ মহারাষ্ট্রের নাগপুরকে
২.২.৬ কঠিন বর্জ্য দ্বারা অবনমিত ভূভাগ ভরাটকরণকে ______ বলে।
উত্তরঃ ল্যান্ড ফিল (Land Fill)
২.২.৭ পতিত জমির রং উপগ্রহ চিত্রে ______ রঙের হয়।
উত্তরঃ ধূসর
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
উত্তরঃ জলবিভাজিকা।
২.৩.২ বায়ুর গতিবেগ মাপার একক কি?
উত্তরঃ নট (knot)
২.৩.৩ জাপান উপকূল দিয়ে শীতল যে সমুদ্র স্রোত বয়ে যায় তার নাম কি?
উত্তরঃ ওয়াশিয়ো স্রোত।
২.৩.৪ কুমায়ুন হিমালয়ে হ্রদগুলি কী নামে পরিচিত?
উত্তরঃ তাল।
২.৩.৫ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ লুনি নদী
২.৩.৬ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।
২.৩.৭ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের কলকাতায়।
২.৩.৮ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?
উত্তরঃ টাটা আয়রন এণ্ড স্টিল কোম্পানি (Tata Iron and Steel Company – TISCO)
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ কারেওয়া | ১। কান্দালা বন্দর |
২.৪.২ উচ্চ ফলনশীল ধান বীজ | ২। গুরগাঁও |
২.৪.৩ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্ৰ | ৩। জাফরান |
২.৪.৪ ভারতের শুল্ক মুক্ত বন্দর | ৪। রত্না |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ কারেওয়া | ৩। জাফরান |
২.৪.২ উচ্চ ফলনশীল ধান বীজ | ৪। রত্না |
২.৪.৩ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্ৰ | ২। গুরগাঁও |
২.৪.৪ ভারতের শুল্ক মুক্ত বন্দর | ১। কান্দালা বন্দর |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 699.