Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরী হয়, তা হলো-
(ক) পর্যায়ন
(খ) ক্ষয়ীভবন
(গ) আবহবিকার
(ঘ) নগ্নীভবন।
উত্তরঃ (ক) পর্যায়ন
১.২ পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো-
(ক) জ্যাকবসভ্যান
(খ) সিয়াচেন
(গ) হুবার্ড
(ঘ) ল্যাম্বার্ট।
উত্তরঃ জ্যাকবসভ্যান
১.৩ পাখির পায়ের মতো আকৃতির ব–দ্বীপ দেখা যায়—
(ক) সিন্ধু
(খ) নীল
(গ) হোয়াংহো
(ঘ) মিসিসিপি নদীর মোহনায়।
উত্তরঃ (ঘ) মিসিসিপি নদীর মোহনায়
১.৪ চলমান বালিয়াড়িকে বলে—
(ক) ওয়াদি
(খ) শটস
(গ) ধ্রিয়ান
(ঘ) প্লায়া।
উত্তরঃ (গ) ধ্রিয়ান
১.৫ একটি স্থানীয় বায়ুর নাম হলো-
(ক) মৌসুমী
(খ) লু
(গ) টর্নেডো
(ঘ) পশ্চিমা বায়ু।
উত্তরঃ (খ) লু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ পর্বতের প্রতিবাত চালে যে ধরনের বৃষ্টিপাত দেখা যায়—
(ক) ঘূর্ণবৃষ্টি
(খ) পরিচলন বৃষ্টি
(গ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
(ঘ) অরণ্য বৃষ্টি।
উত্তরঃ (গ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
১.৭ ইউট্রোফিকেশন শব্দটি যে দূষণের সাথে সম্পর্কিত—
(ক) বায়ু
(খ) মাটি
(গ) জল
(ঘ) পরিবেশ।
উত্তরঃ (গ) জল
১.৮ ভারতের নবগঠিত রাজ্যটি হলো-
(ক) তেলেঙ্গানা
(খ) ঝাড়খণ্ড
(গ) উত্তরাখণ্ড
(ঘ) ছত্তিশগড়।
উত্তরঃ (ক) তেলেঙ্গানা
১.৯ কোন মালভূমি অঞ্চলকে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল বলে–
(ক) ছোটনাগপুর
(খ) মেঘালয়
(গ) তেলেঙ্গানা
(ঘ) ডেকান ট্র্যাপ।
উত্তরঃ (ঘ) ডেকান ট্র্যাপ
১.১০ হীরাকুঁদ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত-
(ক) দামোদর
(খ) মহানদী
(গ) শতদ্রু
(ঘ) ইরাবতী।
উত্তরঃ (খ) মহানদী
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১১ কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়—
(ক) পর্ণমোচী
(খ) সাভানা
(গ) ম্যানগ্রোভ
(ঘ) মরু উদ্ভিদ।
উত্তরঃ (গ) ম্যানগ্রোভ
১.১২ সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো—
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরল
(গ) মেঘালয়
(ঘ) তালিনাডু।
উত্তরঃ (খ) কেরল
১.১৩ উদীয়মান শিল্প হলো—
(ক) পেট্রোরসায়ন
(খ) কার্পাসবয়ন
(গ) লৌহ- ইস্পাত
(ঘ) মোটরগাড়ি শিল্প।
উত্তরঃ (ক) পেট্রোরসায়ন
১.১৪ টোপোগ্রাফিকাল মানচিত্রে সমোন্নতি রেখার রং কি–
(ক) লাল
(খ) বাদামী
(গ) কালো
(ঘ) হলুদ।
উত্তরঃ (খ) বাদামী
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলো হলো মন্থকূপ।
উত্তরঃ শু
২.১.২ পশ্চিমা বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত।
উত্তরঃ অ
Note : আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত।
২.১.৩ চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে।
উত্তরঃ শু
২.১.৪ বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।
উত্তরঃ শু
২.১.৫ আর্সেনিক দূষণ হলো একপ্রকার জলদূষণ।
উত্তরঃ শু
২.১.৬ হেক্টর প্রতি ধান উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম।
উত্তরঃ অ
Note : হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম।
২.১.৭ ট্রপোগ্রাফিকাল ডিগ্রি শিটের RF হলো— ১:২৫০০০০ ।
উত্তরঃ শু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ পেডিমেন্ট ও প্লায়ার মাঝে ______ গঠিত হয়।
উত্তরঃ বাজাদা
২.২.২ ভারত মহাসাগরের উত্তর অংশের সমুদ্রস্রোত সাধারণত ______ বায়ু দ্বারা প্রভাবিত।
উত্তরঃ মৌসুমী
২.২.৩ বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হলো ______।
উত্তরঃ অবাত কম্পোস্টিং
২.২.৪ ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলটি হলো ______ ।
উত্তরঃ মৌসিনরাম
২.২.৫ উত্তর ভারতর ______ স্থানে বৃহদায়তন মোটরগাড়ি শিল্প গড়ে উঠেছে।
উত্তরঃ গুড়গাঁও
২.২.৬ ______ শহরের মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত।
উত্তরঃ বেঙ্গালুরু
২.২.৭ ______ –এর মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা সম্ভব।
উত্তরঃ কৃত্রিম উপগ্রহ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ বর্হিজাত প্রক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কোনটি?
উত্তরঃ সূর্য
২.৩.২ নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
উত্তরঃ J.W.Powel. (জে ডাব্লিউ পাওয়েল)
২.৩.৩ হিমসিঁড়ির বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে কী বলে?
উত্তরঃ প্যাটার্নস্টার হ্রদ।
২.৩.৪ কোন বায়ুকে ‘সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ‘ বলা হয়?
উত্তরঃ মৌসুমী বায়ু।
২.৩.৫ তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে মূলত নির্গত হয়?
উত্তরঃ পারমাণবিক বিদ্যুৎ শিল্প।
২.৩.৬ ভারতের উচ্চতম বাঁধটির নাম কি?
উত্তরঃ তেহেরা (Tehra) বাঁধ।
Note : তেহেরা (Tehra) বাঁধ ভারতের সবচেয়ে লম্বা বাঁধ, এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের অষ্টম উচ্চতম বাঁধ। এর উচ্চতা – 261 মিটার। এটি উত্তরাখণ্ডের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর একটি বহুমুখী শিলা এবং মাটি ভরাট বাঁধ।
২.৩.৭ কোন রাজ্যকে ‘দক্ষিণের ধানের ভাণ্ডার‘ বলে।
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৮ উপগ্রহ দ্বারা গৃহীত চিত্রের রঙ–এর সঙ্গে বাস্তব রঙের পার্থক্যকে এক কথায় কি বলে?
উত্তরঃ False Colour Composite ( FCC )
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ স্যাডল পিক | (১) শুল্কমুক্ত বন্দর |
২.৪.২ আঁধি | (২) বিজ্ঞান নগরী |
২.৪.৩ কান্ডালা | (৩) রাজস্থান |
২.৪.৪ বেঙ্গালুরু | (৪) আন্দামান |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ স্যাডল পিক | (৪) আন্দামান |
২.৪.২ আঁধি | (৩) রাজস্থান |
২.৪.৩ কান্ডালা | (১) শুল্কমুক্ত বন্দর |
২.৪.৪ বেঙ্গালুরু | (২) বিজ্ঞান নগরী |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 720.
very good site
Thank you for the compliment.
Thanks and Regards.