Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 145

Madhyamik ABTA Test Paper 2023 History Page 145

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ভারতে চিপকো আন্দোলন ছিল–

(ক) শ্রমিক আন্দোলন

(খ) পরিবেশ আন্দোলন

(গ) কৃষক আন্দোলন

(ঘ) ভাষা আন্দোলন।

উত্তরঃ (খ) পরিবেশ আন্দোলন

 

১.২ পৃথিবীর প্রাচীন খেলার নাম–

(ক) কাবাডি

(খ) জুডো

(গ) মানাকালী

(ঘ) হকি।

উত্তরঃ (গ) মানাকালী

 

১.৩ হিন্দু কলেজের বর্তমান নাম–

(ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

(খ) সুরেন্দ্রনাথ কলেজ

(গ) রামমোহন কলেজ

(ঘ) বিদ্যাসাগর কলেজ।

উত্তরঃ (ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

 

১.৪ “গ্রামবার্তা প্রকাশিকা” প্রকাশ করেন-

(ক) হরিনাথ মজুমদার

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) হরিশচন্দ্র মুখার্জি।

উত্তরঃ (ক) হরিনাথ মজুমদার

 

১.৫ বাংলার নবজাগরণ ছিল

(ক) ব্যক্তি কেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক

(গ) কলকাতা কেন্দ্রিক

(ঘ) গ্রাম কেন্দ্রিক।

উত্তরঃ (গ) কলকাতা কেন্দ্রিক

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.৬ দারউল-হারবকথার অর্থ হল-

() ইসলামের দেশ

() শান্তির দেশ

() শত্রুর দেশ

() মহাজনের এলাকা

উত্তরঃ (গ) শত্রুর দেশ

 

১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন  নেতা হলেন-

(ক) দেবী সিংহ

(খ) জোয়া ভগত

(গ) চিরাগ আলি

(ঘ) বিদ্যাধর মহাপাত্র।

উত্তরঃ (গ) চিরাগ আলি

 

১.৮ “Eighteen Fifty Seven” গ্রন্থের লেখক কে ?-

(ক) সুরেন্দ্রনাথ সেন

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বঙ্কিমচন্দ্র

(ঘ) শরৎচন্দ্র।

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন

 

১.৯ “The Government of India Act” আইনটি পাশ হয়-

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ

 

১.১০ ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার

(ক) অ্যালবার্ট হলে

(খ) ডিরোজিও হলে

(গ) টাউন হলে

(ঘ) বেকার হলে।

উত্তরঃ (ক) অ্যালবার্ট হলে

 

১.১১ ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন-

(ক) হ্যালহেড

(খ) সুবেশচন্দ্র মজুমদার

(গ) চার্লস উইলকিনস

(ঘ) অগাস্টাস হিকি।

উত্তরঃ (গ) চার্লস উইলকিনস

 

১.১২গোলদীঘির গোলামখানা” নামে পরিচিত ছিল-

(ক) বসু বিজ্ঞান মন্দির

(খ) কলকাতা বিজ্ঞান কলেজ

(গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সস্টিটিউট

(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।

 

১.১৩ “লাঙ্গল” পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল ?

(ক) স্বরাজ্য দল

(খ) যুগান্তর দল

(গ) বাংলার শ্রমিক কৃষক দল

(ঘ) ভারতের কমিউনিস্ট দল-এর।

উত্তরঃ (ঘ) ভারতের কমিউনিস্ট দল-এর।

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১৪ তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি হল-

(ক) নীল

(খ) পাট

(গ) আম

(ঘ) ধান।

উত্তরঃ (ক) নীল

 

১.১৫ “ভারতের নাইটেঙ্গল” নামে পরিচিত ছিলেন-

(ক) কল্পনা দত্ত

(খ) তরু দত্ত

(গ) সরোজিনী নাইডু

(ঘ) মাতঙ্গিনী হাজরা।

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু

 

১.১৬ ‘বাংলায় অরন্ধন’ দিবস পালিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দ-

(ক) ১৫ অক্টোবর

(খ) ১৭ ডিসেম্বর

(গ) ১৮ ডিসেম্বর

(ঘ) ১৬ অক্টোবর।

উত্তরঃ (ঘ) ১৬ অক্টোবর

 

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম-

(ক) অনুশীলন সমিতি

(খ) গদর দল

(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।

উত্তরঃ (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 

১.১৮  “ছেড়ে আসা গ্রাম” কোথাকার ছেড়ে আসা গ্রাম ?

(ক) ভারতের

(খ) বাংলাদেশের

(গ) পাকিস্তানের

(ঘ) ভুটানের।

উত্তরঃ (খ) বাংলাদেশের

 

১.১৯ দেশীয় রাজ্য ছিল না –

(ক) রোমের

(খ) ভূপালের

(গ) হায়দ্রাবাদের

(ঘ) জয়পুরের।

উত্তরঃ (ঘ) জয়পুরের

 

১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল-

() গোদাবরী উপত্যকায়

() দক্ষিণ ওড়িষ্যায়

() কাথিয়াবাড় উপদ্বীপে

() মালাবার উপকূলে। 

উত্তরঃ (ক) গোদাবরী উপত্যকায়

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী ?

উত্তরঃ A Nation in Making

 

২.১.২ “সত্যার্থ প্রকাশ” -এর রচয়িতা কে ছিলেন ?

উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী 

 

২.১.৩ “ধরতি আবানামে কে পরিচিত ?

উত্তরঃ বীরসা মুন্ডা 

 

২.১.৪ একা আন্দোলন কবে, কোথায় শুরু হয়েছিল?

উত্তরঃ ১৯২১ সালের শেষ এবং ১৯২২ সালের শুরুর মধ্যবর্তী সময়ে উত্তরপ্রদেশে 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ “নর্মদা বাঁচাওআন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর

উত্তরঃ ঠিক

 

২.২.২ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনপ্রতিষ্ঠা করেন

উত্তরঃ ভুল

Note : স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

 

২.২.৩ মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন

উত্তরঃ ঠিক

 

২.২.৪ প্রমথনাথ বসু ছিলেন পদার্থ বিজ্ঞানী। 

উত্তরঃ ভুল

Note : প্রমথনাথ বসু ছিলেন একজন ভূতত্ত্ববিদ

 

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ কালীপ্রসন্ন সিংহ ১. ১৯৩২ খ্রিস্টাব্দ
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল ২. বিপিনচন্দ্র পাল
২.৩.৩ সত্তর বৎসর ৩. কৃষক আন্দোলন
২.৩.৪ সাম্প্রদায়িক বাঁটোয়ারা ৪. হুতোম প্যাঁচার নকশা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ কালীপ্রসন্ন সিংহ ৪. হুতোম প্যাঁচার নকশা
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল ৩. কৃষক আন্দোলন
২.৩.৩ সত্তর বৎসর ২. বিপিনচন্দ্র পাল
২.৩.৪ সাম্প্রদায়িক বাঁটোয়ারা ১. ১৯৩২ খ্রিস্টাব্দ

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ ১৮৫৭ খ্রিস্টাব্দ-এর বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর।

২.৪.২ এলাহাবাদ

২.৪.৩ সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র ভাগলপুর

২.৪.৪ কোলকাতা।

উত্তরঃ

Madhyamik ABTA Test Paper 2023 History Page 145

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা-১ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে

ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে

ব্যাখ্যা-৩ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে

উত্তরঃ ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে

 

২.৫.২ বিবৃতি: জাতীয়তাবাদের বীজ বপন করে “বর্তমান ভারত” গ্রন্থটি।

ব্যাখ্যা-১ গ্রন্থটিতে পাশ্চাত্য সভ্যতার নানাদিক তুলে ধরা হয়েছে

ব্যাখ্যা-২ গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে

ব্যাখ্যা-৩ গ্রন্থটিতে ভারতের ভুলভ্রান্তি তুলে ধরা হয়

উত্তরঃ ব্যাখ্যা-২ গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে

 

২.৫.৩ বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা-১ কারণ, এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ

ব্যাখ্যা-২ কারণ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা

ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না

উত্তরঃ ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না

 

২.৫.৪ বিবৃতি: ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদাদের নাম স্মরণীয়।

ব্যাখ্যা-১ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য

ব্যাখ্যা-২ ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য

ব্যাখ্যা-৩ স্ট্যানলি জাকসনকে গুলি করে হত্যা করার জন্য। 

উত্তরঃ ব্যাখ্যা-২ ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145, Madhyamik ABTA Test Paper 2023 History Page 145

26 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 145”
    1. অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
      অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের এবং অনন্য ছাত্র-ছাত্রীদের সুবিধা করার জন্য। উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।

      1. ১। তিন কাঠিয়া ব্যবস্থার উত্তরটা নীল হবে মনে হচ্ছে ।

        প্লিজ জানাবেন ।

          1. বড় প্রশ্ন গুলো কোথায়? Kindly বড়ো প্রশ্ন গুলোর উত্তর গুলোও বার করে দিন

        1. VxcxvvzgzbcvbhanzjzyxhgztsgvdbbxvzbznbxbxbbxbsbgdvdbndbxvvdccsnhsnsbbdbdjnsbxbbznzmznbxvzbbzbxvbsnndnxzjnsnshsnnebdgbdbxnnxjjjjkskksmdmmmNzbxb

  1. বড়ো প্রশ্ন কোথায়?? kindly বড়ো প্রশ্নের উত্তর করে দিন…

  2. বড়ো প্রশ্নের উত্তর গুলো কোথায় পাওয়া যাবে?

  3. Mara name to sunay hoga nahya suna hoga to sunlo my name is ankur apune ka he apune ka phayachan ha to Jane ee lo apune ka full name ha ankur Patra apune ka two harhami dost ha ak atanu Ghosh or ak raktim mondal dhone

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!