Madhyamik ABTA Test Paper 2023 History Page 221
Madhyamik ABTA Test Paper 2023 History Page 221
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়—
(ক) ১৯৩০-৪০ এর দশকে
(খ) ১৯৫০- ৫০ এর দশকে
(গ) ১৯৫০-৬০ এর দশকে
(ঘ) ১৯৬০-৭০ এর দশকে।
উত্তরঃ (ঘ) ১৯৬০-৭০ এর দশকে
১.২‘নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাম কোন্ খেলার সাথে যুক্ত?–
(ক) ফুটবল
(খ) হকি
(গ) ক্রিকেট
(ঘ) মল্লযুদ্ধ।
উত্তরঃ (ক) ফুটবল
১.৩ বিধবাবিবাহ আইন পাশ করেন-
(ক) লর্ড এলেনবরা
(খ) লর্ড ময়রা
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ক্যানিং।
উত্তরঃ (গ) লর্ড ডালহৌসি
১.৪ ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন‘ গঠিত হয়—
(ক) ১৯০২ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
১.৫ সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন-
(ক) নবকৃষ্ণ দেব
(খ) শ্রীশচন্দ্র দেব
(গ) নীহারকৃষ্ণ দেব
(ঘ) রাধাকান্ত দেব।
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ মুন্ডাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল-
(ক) হাজারিবাগ
(খ) রাঁচি
(গ) পালামৌ
(ঘ) চাঁইবাসা।
উত্তরঃ (খ) রাঁচি
১.৭ ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ‘ নামে পরিচিত ছিলেন-
(ক) রানী রাসমণি
(খ) রানী দুর্গাবাঈ
(গ) রানী শিরোমণি
(ঘ) রানী তারাবাঈ।
উত্তরঃ (গ) রানী শিরোমণি
১.৮ অবনীন্দ্রনাথ ঠাকুর ‘বঙ্গমাতা’ চিত্রটি অঙ্কন করেন-
(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৯০২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
১.৯ মহাবিদ্রোহে যোগ দেয়নি যে রাজ্যটি-
(ক) বিহার
(খ) উত্তর প্রদেশ
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) পাঞ্জাব।
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
১.১০ জমিদার সভার সভাপতি ছিলেন—
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) রাজনারায়ণ বসু
(গ) প্রসন্নকুমার ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব
১.১১ ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ‘ প্রতিষ্ঠা করেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
উত্তরঃ (খ) মহেন্দ্রলাল সরকার
১.১২ বিদ্যাসাগরের ‘বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়েছিল-
(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
১.১৩ রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়-
(ক) মালাবার অঞ্চলে
(খ) কোঙ্কন উপকূলে
(গ) উড়িষ্যা উপকূলে
(ঘ) গোদাবরী উপত্যকায়।
উত্তরঃ (ঘ) গোদাবরী উপত্যকায়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ ‘ফ্লাউড কমিশন‘ কোন্ বিদ্রোহের সাথে যুক্ত-
(ক) চম্পারণ
(খ) তেভাগা
(গ) তেলেঙ্গানা
(ঘ) কুম্ফা।
উত্তরঃ (খ) তেভাগা
১.১৫ ‘পতিদার যুবক মণ্ডল‘ গড়ে উঠেছিল-
(ক) বারদৌলিতে
(খ) সীতাপুরে
(গ) মির্জাপুরে
(ঘ) বারাবাকিতে।
উত্তরঃ (ক) বারদৌলিতে
১.১৬ ‘নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন-
(ক) উর্মিলাদেবী
(খ) বাসন্তীদেবী
(গ) কল্পন দত্ত
(ঘ) লীলা রায় (নাগ)।
উত্তরঃ (ক) উর্মিলাদেবী
১.১৭ ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি‘ যে ঘটনার সাথে যুক্ত ছিল—
(ক) অলিন্দ যুদ্ধ
(খ) ডান্ডি অভিযান
(গ) লাহোর ষড়যন্ত্র মামলা
(ঘ) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
উত্তরঃ (ঘ) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
১.১৮ মাহাদ মার্চ পরিচালিত হয়েছিল-
(ক) অস্পৃশ্যদের আইনসভায় আসন সংরক্ষণের জন্য
(খ) গ্রামের পুকুরের জল ব্যবহারের জন্য
(গ) মন্দিরে প্রবেশের জন্য
(ঘ) অস্পৃশ্যদের চাকরির সংরক্ষণের জন্য।
উত্তরঃ (খ) গ্রামের পুকুরের জল ব্যবহারের জন্য
১.১৯ গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়—
(ক) কাশ্মীর
(খ) হায়দরাবাদ
(গ) জুনাগড়
(ঘ) গোয়ালিয়র।
উত্তরঃ (গ) জুনাগড়
১.২০ উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য যে চুক্তি হয় তা হল-
(ক) গান্ধী–আরউইন চুক্তি
(খ) পুনা চুক্তি
(গ) নেহেরু–লিয়াকৎ চুক্তি
(ঘ) পঞ্চশীল চুক্তি।
উত্তরঃ (গ) নেহেরু–লিয়াকৎ চুক্তি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ আত্মচরিত
২.১.২ লালন ফকির কোন্ সম্প্রদায়ের সাধক ছিলেন?
উত্তরঃ বাউল
২.১.৩ রংপুর কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৮৩ সালে
২.১.৪ ‘জাতীয়তাবাদের গীতা‘ কোন্ গ্রন্থকে বলা হয় ?
উত্তরঃ আনন্দমঠ
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন জীববিজ্ঞানী ছিলেন
উত্তরঃ ভুল
২.২.২ মোপলা আন্দোলন একটি কৃষক আন্দোলন ছিল
উত্তরঃ ঠিক
২.২.৩ রসিদ আলি ছিলেন নৌবিদ্রোহের নেতা
উত্তরঃ ভুল
২.২.৪ বাংলার নারীদের মধ্যে বিপ্লবী ভাবধারা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ‘সখী সমিতি’।
উত্তরঃ ঠিক
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ বামাবোধিনী | ১. অযোধ্যা |
২.৩.২ কৃষ্ণদেব রায় | ২. কৃষক আন্দোলন |
২.৩.৩ হজরত মহল | ৩. মহিলা পত্রিকা |
২.৩.৪ বাবা রামচন্দ্ৰ | ৪. জমিদার |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ বামাবোধিনী | ৩. মহিলা পত্রিকা |
২.৩.২ কৃষ্ণদেব রায় | ৪. জমিদার |
২.৩.৩ হজরত মহল | ১. অযোধ্যা |
২.৩.৪ বাবা রামচন্দ্ৰ | ২. কৃষক আন্দোলন |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রধান কেন – জামশেদপুর
২.৪.২ দেশীয় রাজ্য – মহীশূর
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র – মীরাট
২.৪.৪ বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : অতীতকে তার মতোই তুলে ধরতে হবে।
ব্যাখ্যা-১ ইতিহাসের বিকৃতি কাম্য নয়।
ব্যাখ্যা-২ ইতিহাস প্রাণবন্ত।
ব্যাখ্যা-৩ ইতিহাস ইতিহাসবিদদের কথাই তুলে ধরে।
উত্তরঃ ব্যাখ্যা-২ ইতিহাস প্রাণবন্ত।
২.৫.২ বিবৃতি: ঊনবিংশ শতকে এক বিকল্প শিক্ষানীতি গড়ে উঠেছিল।
ব্যাখ্যা-১ প্রাচ্য শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্য।
ব্যাখ্যা-২ পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য।
ব্যাখ্যা-৩ বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-৩ বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
২.৫.৩ বিবৃতি: ব্রিটিশ আমলে সার্বজনীন শিক্ষার বিস্তার হয়নি, শিক্ষার মূল উদ্দেশ্য ছিল-
ব্যাখ্যা-১ জাতীয়তাবাদের বিকাশ।
ব্যাখ্যা-২ ইংরেজ অনুগত কেরানি শ্রেণি তৈরি করা।
ব্যাখ্যা-৩ শিক্ষার উদ্দেশ্য ছিল ভারতীয় ইতিহাস সংস্কৃতির পরিচয় ঘটানো।
উত্তরঃ ব্যাখ্যা-২ ইংরেজ অনুগত কেরানি শ্রেণি তৈরি করা।
২.৫.৪ বিবৃতি: কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেনি।
ব্যাখ্যা-১ সারা ভারতের কৃষকেরা বহুধা বিভক্ত ছিল।
ব্যাখ্যা-২ কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সুবিচার করেনি।
ব্যাখ্যা-৩ ভারতের সব রাজ্যে কৃষকশ্রেণির অস্তিত্ব ছিল না।
উত্তরঃ ব্যাখ্যা-১ সারা ভারতের কৃষকেরা বহুধা বিভক্ত ছিল।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221, Madhyamik ABTA Test Paper 2023 History Page 221
দারুন পরিবেশ। খুব ভালো সাহায্য করছে প্রস্তুতিতে
অসংখ্য ধন্যবাদ
Sir, M.C.Q
১.৩ ভুল আছে।
ওটা ঘ) লর্ড ক্যানিং হবে।
আর ১.১৯ ভুল আছে।
ওটা গ) জুনাগড়। হবে।
একটু দেখে নিন ।।।
Na ota thik ee a6e lord canning sign kore6ilo pore…kintu age lord dalhousie act ta pass kore6ilen…
The Widow Remarriage Act was passed by Lord Dalhousie in 1856.
1.18 খ হবে সঠিক উত্তর।
অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য। আপনার এই সহযোগিতা প্রতিটি ছাত্র-ছাত্রীদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ।
কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল আছে । যেমন -১.১৭ । আশা করি, আপনি এগুলো শুধরে দেবেন ।
ধন্যবাদ , স্যার। আমার ভুল মার্জনীয় ।
কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল আছে । যেমন -১.১৭ । আশা করি, আপনি এগুলো শুধরে দেবেন ।
ধন্যবাদ .
Sir,map pointing gulo kothai??
Thank you sir
You are welcome.
Thanks and Regards.
১.৭
ভুল আছে ;
শুধরে নেওয়া যাক
স্যার।
Are ota right a6e karn bidhaba bibaha pas korar kotha bole6ilo লড্ ক্যানিং but bidhoba bibah আইন পাশ করেন লড ডালহৌসি believe na hole test book dekhenao na hole tomader tuition sir ba mam k bole dekho
কিছু কিছু answer bhul hote pare bole sbta bhul ta na shreya di
Thank you sir.
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards.