Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 286

Madhyamik ABTA Test Paper 2023 History Page 286

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল—

() ইংল্যান্ডে

() গ্রিসে

() ভারতে

(ঘ ফ্রান্সে

উত্তরঃ () গ্রিসে

 

১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হল-

() বঙ্গদর্শন

() বামাবোধিনী

() সোমপ্রকাশ

() সমাচার চন্দ্রিকা

উত্তরঃ () সোমপ্রকাশ

 

১.৩ এশিয়াটিক সোসাইটিপ্রতিষ্ঠা করেন—

(ক) উইলিয়াম কেরি

() উইলিয়াম ওয়ার্ড

() উইলিয়াম বেন্টিঙ্ক

(ঘ) উইলিয়াম জোন্স

উত্তরঃ (ঘ) উইলিয়াম জোন্স

 

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-

() লর্ড ক্যানিং

() লর্ড ডালহৌসি

() লর্ড লিটন

() লর্ড রিপন

উত্তরঃ () লর্ড ক্যানিং

 

১.৫ তিন আইন পাশ হয়-

() ১৮৭২ খ্রিস্টাব্দে

() ১৮৭৩ খ্রিস্টাব্দে

() ১৮৭৪ খ্রিস্টাব্দে

() ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ () ১৮৭২ খ্রিস্টাব্দে

 

১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-

() চুয়াড় বিদ্রোহে

() কোল বিদ্রোহে

() সাঁওতাল বিদ্রোহে

() মুণ্ডা বিদ্রোহে

উত্তরঃ () কোল বিদ্রোহে

 

১.৭ বাংলার নানা সাহেবনামে পরিচিত-

() তিতুমির

() দীগম্বর বিশ্বাস

() রামরতন মল্লিক

() ঈশানচন্দ্র রায়

উত্তরঃ () রামরতন মল্লিক

 

১.৮ মহারানীর ঘোষণাপত্র’টি রচনা করেন-

() ডিসরেলি

() ক্যানিং

() আউট্রাম

() ডারবি

উত্তরঃ () ডারবি

 

১.৯ সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন-

() রামগোপাল ঘোষ

() প্যারিচাঁদ মিত্র

() রামতনু লাহিড়ী

() নবগোপাল মিত্র

উত্তরঃ () রামতনু লাহিড়ী

 

১.১০ ‘গোরা উপন্যাসটি প্রথমে প্রকাশিত হয়-

() দেশ পত্রিকায়

() প্রবাসী পত্রিকায়

() অমৃতবাজার পত্রিকায়

() উদ্বোধন পত্রিকায়

উত্তরঃ () প্রবাসী পত্রিকায়

 

১.১১ ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে-

() ইংরেজরা

() পর্তুগীজরা

() ফরাসিরা

() জার্মানরা

উত্তরঃ () পর্তুগীজরা

 

১.১২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-

() জওহরলাল নেহরু

() রবীন্দ্রনাথ ঠাকুর

() রথীন্দ্রনাথ ঠাকুর

() সত্যেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ () রথীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৩ বখস্ত আন্দোলন শুরু হয়েছিল- 

() বিহারে

() উড়িষ্যায়

() পাঞ্জাবে

() রাজস্থানে

উত্তরঃ () বিহারে

 

১.১৪ সর্বভারতীয় কিষান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়—

(ক) মাদ্রাজে

() লক্ষ্ণৌ

() বোম্বাই

(ঘ) দিল্লিতে

উত্তরঃ () লক্ষ্ণৌ

 

১.১৫ কংগ্রেস সমাজতন্ত্রী দলপ্রতিষ্ঠিত হয়—

() ১৯৩০ খ্রিস্টাব্দে

() ১৯৩২ খ্রিস্টাব্দে

() ১৯৩৪ খ্রিস্টাব্দে

() ১৯৩৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ () ১৯৩৪ খ্রিস্টাব্দে

 

১.১৬ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন-

() সতীশচন্দ্র মুখোপাধ্যায়

() সতীশচন্দ্র সামন্ত

() সতীশচন্দ্র রায়

() সতীশচন্দ্র বসু

উত্তরঃ () সতীশচন্দ্র মুখোপাধ্যায়

 

১.১৭ ‘ভারতের বিপ্লববাদের জনক’ বলা হয়-

() বাসুদেব বলবন্ত ফাদককে

(খ) সূর্য সেনকে

() লালা হরদয়ালকে

() রাসবিহারী বসুকে

উত্তরঃ () বাসুদেব বলবন্ত ফাদককে

 

১.১৮ সত্যশোধক সমাজএর মুখপত্রের নাম-

() প্রবাসী

() দেশ

(গ) দীনমিত্র

() সঞ্জীবনী

উত্তরঃ (গ) দীনমিত্র

 

১.১৯ সেদিনের কথাগ্রন্থটি রচনা করেন-

() দক্ষিণারঞ্জন বসু

() মণিকুন্তলা সেন

() মহাশ্বেতা দেবী

() বুদ্ধদেব বসু

উত্তরঃ () মণিকুন্তলা সেন

 

১.২০ রাজ্য পুনর্গঠন কমিশন’- এর সভাপতি ছিলেন-

() ফজল আলি

() এস কে দেব

() কে এম পানিক্কর

() হৃদয়নাথ কুঞ্জরু

উত্তরঃ () ফজল আলি

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক কে ছিলেন?

উত্তরঃ ফ্রাঙ্ক ওরেল

 

২.১.২ কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরবলা হয়?

উত্তরঃ বীরশালিঙ্গম পান্তলু  

 

২.১.৩ কত খ্রিস্টাব্দে সন্ন্যাসীফকির বিদ্রোহ শুরু হয়?

উত্তরঃ ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ

 

২.১.৪ হিন্দুমেলার পত্রিকার নাম কী?

উত্তরঃ ন্যাশনাল পেপার 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক

উত্তরঃ ঠিক

 

২.২.২ মোপলা আন্দোলন ছিল শ্রমিক আন্দোলন

উত্তরঃ ভুল

Note :

 

২.২.৩ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিঘোষণা করেন র‍্যামসে ম্যাকডোনাল্ড

উত্তরঃ ঠিক

Note : 

 

২.২.৪ রাজাকারহল কাশ্মীরের একটি দাঙ্গা বাহিনী

উত্তরঃ ভুল

Note : বাংলা ভাষায়, রাজাকার হল একটি স্থানীয় গালি যা প্রধানত দেশদ্রোহীদের দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে এই অপমানজনক পরিভাষাটি পশ্চিমা পরিভাষা”জুডাস” (“দেশদ্রোহী”)-এর সমার্থক। শব্দটি ১৯৭১ সালের পূর্ব পাকিস্তানি আধাসামরিক বাহিনী “রাজাকার” থেকে এসেছে।

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বিদ্যোৎসাহিনী সভা ১. গৌরীশঙ্কর ভট্টাচার্য
২.৩.২ তত্ত্ববোধিনী সভা    ২. আনন্দমোহন বসু
২.৩.৩ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ৩. কালীপ্রসন্ন সিংহ
২.৩.৪ ভারত সভা  ৪. দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বিদ্যোৎসাহিনী সভা ৩. কালীপ্রসন্ন সিংহ
২.৩.২ তত্ত্ববোধিনী সভা    ৪. দেবেন্দ্রনাথ ঠাকুর
২.৩.৩ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ১. গৌরীশঙ্কর ভট্টাচার্য
২.৩.৪ ভারত সভা  ২. আনন্দমোহন বসু

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ চুয়াড় বিদ্রোহের প্রধান কেন্দ্র- মেদিনীপুর

২.৪.২ ফরাজি আন্দোলনের সূচনাস্থল- ফরিদপুর

২.৪.৩ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্রবারদৌলি

২.৪.৪ সূর্য সেন কর্তৃক অস্ত্রাগার লুণ্ঠনের স্থান- চট্টগ্রাম। 

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : ইতিহাস নিছক অতীতের গল্প নয়।

ব্যাখ্যা-১ ইতিহাস অতীতের লোককথা মাত্র

ব্যাখ্যা-২ ইতিহাস বিভিন্ন কালের চিত্রকলা

ব্যাখ্যা-৩ ইতিহাস প্রমাণিত উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ

উত্তরঃ ব্যাখ্যা-৩ ইতিহাস প্রমাণিত উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীতের বিবরণ

 

২.৫.২ বিবৃতি: শ্রীরামপুর ছাপাখানা মুদ্রন ইতিহাসে গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা-১ এর ফলে ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করা হয়েছিল।

ব্যাখ্যা-২ এর ফলে জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল

ব্যাখ্যা-৩ এর ফলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল

উত্তরঃ ব্যাখ্যা-৩ এর ফলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল

 

২.৫.৩ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা

ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা

ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা

উত্তরঃ ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা

 

২.৫.৪ বিবৃতি: বাংলার নমঃশূদ্ররা ‘দলিত’ আন্দোলনে শামিল হয়েছিলেন।

ব্যাখ্যা-১ তাঁরা সামাজিক অবস্থানের উন্নয়ন চেয়েছিলেন

ব্যাখ্যা-২ তাঁরা নিজেদের ব্রাহ্মণত্বের দাবি আদায় করতে চেয়েছিলেন

ব্যাখ্যা-৩ তাঁরা রাজনৈতিক ক্ষমতাসহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন 

উত্তরঃ ব্যাখ্যা-৩ তাঁরা রাজনৈতিক ক্ষমতাসহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন 

 

Madhyamik ABTA Test Paper 2023 History Page 286

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286, Madhyamik ABTA Test Paper 2023 History Page 286

 

Madhyamik ABTA Test Paper 2023 History Page 286

2 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 286”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!