Madhyamik ABTA Test Paper 2023 History Page 308
Madhyamik ABTA Test Paper 2023 History Page 308
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ মল্লিকা সারাভাই কিসের জন্য খ্যাতি লাভ করেছেন-
(ক) সংগীত
(খ) নৃত্য
(গ) চিত্রকলা
(ঘ) চলচ্চিত্র।
উত্তরঃ (খ) নৃত্য
১.২ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন-
(ক) রণজিৎ গুহ
(খ) সুমিত সরকার
(গ) বিপানচন্দ্র
(ঘ) রমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
১.৩ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল-
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দ
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দ
(গ) ১৯১৩ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দ
১.৪ উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল-
(ক) বিটন (বেথুন) স্কুল
(খ) স্কটিশচার্চ স্কুল
(গ) হেয়ার স্কুল
(ঘ) হিন্দু স্কুল।
উত্তরঃ (ক) বিটন (বেথুন) স্কুল
১.৫ ‘গ্রামবার্তা পত্রিকা‘ প্রকাশিত হত-
(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) বারাসত থেকে
(ঘ) কুষ্ঠিয়া থেকে।
উত্তরঃ (ঘ) কুষ্ঠিয়া থেকে
১.৬ ‘বারাসত বিদ্রোহ‘–এর সময় বাংলার গভর্নর ছিলেন-
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড ময়রা
(ঘ) লর্ড বেন্টিঙ্ক।
উত্তরঃ (ঘ) লর্ড বেন্টিঙ্ক
১.৭ খুৎকাটি প্রথা যে সমাজে প্রচলিত ছিল-
(ক) মুণ্ডা সমাজে
(খ) কোল সমাজে
(গ) সাঁওতাল সমাজে
(ঘ) চুয়াড় সমাজে।
উত্তরঃ (ক) মুণ্ডা সমাজে
১.৮ ‘বন্দেমাতরম্’ সংগীতটি রচিত হয়—
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.৯ বাংলার ‘মুকুটহীন রাজা‘ বলা হতো-
(ক) নবগোপাল মিত্রকে
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
(গ) আনন্দমোহন বসুকে
(ঘ) অরবিন্দ ঘোষকে।
উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
১.১০ কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রথীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল-
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদামঙ্গল।
উত্তরঃ (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯২১ খ্রিস্টাব্দে
১.১৩ একা আন্দোলন ঘটেছিল—
(ক) বঙ্গভঙ্গ–বিরোধী আন্দোলন পর্যায়ে
(খ) আইন অমান্য আন্দোলন পর্যায়ে
(গ) অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে
উত্তরঃ (গ) অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল (সোশ্যালিস্ট পার্টি) প্রতিষ্ঠিত হয়েছিল –
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) বোম্বাইতে
(ঘ) মাদ্রাজে।
উত্তরঃ (গ) বোম্বাইতে
১.১৫ ‘গিরনি কামগার ইউনিয়ন’ কোন্ শ্রমিকদের সংগঠন ছিল—
(ক) পাট শিল্প শ্রমিক
(খ) চা শিল্প শ্রমিক
(গ) রেলওয়ে শিল্প শ্রমিক
(ঘ) বস্ত্রশিল্প শ্রমিক।
উত্তরঃ (গ) রেলওয়ে শিল্প শ্রমিক
১.১৬ ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি‘–এর সম্পাদক ছিলেন-
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) আনন্দমোহন বসু।
উত্তরঃ (ক) শচীন্দ্রপ্রসাদ বসু
১.১৭ ‘ঝাঁসির রানি’ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন-
(ক) কল্পনা দত্ত
(খ) লক্ষ্মী স্বামীনাথন
(গ) লীলা নাগ
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
উত্তরঃ (খ) লক্ষ্মী স্বামীনাথন
১.১৮ ‘জাস্টিস পার্টি‘ গঠিত হয়েছিল-
(ক) ১৯১৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে
১.১৯ দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন—
(ক) মহাত্মা গান্ধী
(খ) লিয়াকত আলি
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) মহম্মদ আলি জিন্না।
উত্তরঃ (গ) বল্লভভাই প্যাটেল
১.২০ নীচের কোনটি দেশীয় রাজ্য ছিল না-
(ক) বম্বে
(খ) ভোপাল
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
উত্তরঃ (ক) বম্বে
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কোন্ গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
উত্তরঃ লর্ড ডালহৌসি
২.১.২ বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল?
উত্তরঃ ‘বয়কট’ কথার অর্থ হল বর্জন । ব্রিটিশ-বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট । বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা । তাহলে ব্রিটিশ পুঁজিপতিরা সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ সৃষ্টি করবে ।
২.১.৩ কোন্ প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল?
উত্তরঃ 1857 সালে মহাবিদ্রোহের প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল।
২.১.৪ ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব।
উত্তরঃ ভুল
২.২.২ ‘বীরাষ্টমী ব্রত’ শুরু করেন সরলাদেবী চৌধুরানী।
উত্তরঃ ঠিক
২.২.৩ সারদারঞ্জন রায় ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ তৈরি করেন।
উত্তরঃ ভুল
২.২.৪ হরিপুরা কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু।
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ গগনেন্দ্রনাথ ঠাকুর | ১. কৃষক প্রজাপার্টি |
২.৩.২ উইলিয়াম কেরি | ২. ব্যঙ্গ চিত্র |
২.৩.৩ ফজলুল হক | ৩. আজাদ হিন্দ ফৌজ |
২.৩.৪ রশিদ আলি | ৪. শ্রীরামপুর ছাপাখানা |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ গগনেন্দ্রনাথ ঠাকুর | ২. ব্যঙ্গ চিত্র |
২.৩.২ উইলিয়াম কেরি | ৪. শ্রীরামপুর ছাপাখানা |
২.৩.৩ ফজলুল হক | ১. কৃষক প্রজাপার্টি |
২.৩.৪ রশিদ আলি | ৩. আজাদ হিন্দ ফৌজ |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.২ মহাবিদ্রোহের কেন্দ্র – বারাকপুর।
২.৪.৩ দেশীয় রাজ্য মহীশূর।
২.৪.৪ চুয়াড় বিদ্রোহের এলাকা।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল-
ব্যাখ্যা-১ এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
ব্যাখ্যা-২ এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।
ব্যাখ্যা-৩ এই আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল।
উত্তরঃ ব্যাখ্যা-২ এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।
২.৫.২ বিবৃতি: আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছিল।
ব্যাখ্যা-১ কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়
ব্যাখ্যা-২ কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়।
ব্যাখ্যা-৩ আন্দোলনে কৃষিকর মুকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা-১ কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়
২.৫.৩ বিবৃতি: ১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাখ্যা-১ র্যামসে ম্যাকডোনাল্ড–এর ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা‘ তাঁরা মেনে নেন।
ব্যাখ্যা-২ লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের বিষয়ে তারা সহমত হন।
ব্যাখ্যা-৩ হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া তাঁরা মেনে নেন।
উত্তরঃ ব্যাখ্যা-৩ হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া তাঁরা মেনে নেন।
২.৫.৪ বিবৃতি: দুদুমিঞার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
ব্যাখ্যা-১ ব্রিটিশ সরকারের দমন নীতির আশ্রয় নেওয়ার কারণে।
ব্যাখ্যা-২ ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা-৩ দুদুমিঞার উত্তরাধিকারীগণ ধর্মসংস্কারে মনোনিবেশ করেছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা-১ ব্রিটিশ সরকারের দমন নীতির আশ্রয় নেওয়ার কারণে।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308, Madhyamik ABTA Test Paper 2023 History Page 308
১.৮ এবং ১.২০ ভুল আছে
১.৮> ১৮৭০ হবে
১.২০> বোম্বে হবে
Sar map koi ?