Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 329

Madhyamik ABTA Test Paper 2023 History Page 329

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ সামাজিক ইতিহাসের স্বর্ণ যুগ বলা হয়-

() ১৯৬০দশককে

() ১৯৭০দশককে

() ১৯৮০দশককে

() ১৯৯০দশককে

উত্তরঃ (ক) ১৯৬০-র দশককে

 

১.২ কবাডির পরিবর্তে জাতীয় খেলার মর্যাদা পায়-

() ক্রিকেট

() ফুটবল

() হকি

() ভলিবল

উত্তরঃ (গ) হকি

 

১.৩ বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক-

() ক্ষেত্রমোহন দত্ত

() বসন্তকুমার দত্ত

() আনন্দকুমার দত্ত

() উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ () উমেশচন্দ্র দত্ত

 

১.৪ হিন্দু পেট্রিয়টের প্রথম মালিক-

() মধুসূদন দত্ত

() গিরিশচন্দ্র ঘোষ

() হরিশ্চন্দ্র মুখার্জি

() হারানচন্দ্র মুখার্জি

উত্তরঃ () গিরিশচন্দ্র ঘোষ

 

১.৫ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যার সময়ে—

() রবার্ট ক্লাইভ

() ওয়ারেন হেস্টিংস

() লর্ড ওয়েলেসলি

() জোনাথান ডানকান

উত্তরঃ () ওয়ারেন হেস্টিংস

 

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন প্রণয়ন হয়-

() ১৮৬৫ খ্রিস্টাব্দ

() ১৮৬৭ খ্রিস্টাব্দ

() ১৮৭২ খ্রিস্টাব্দ

() ১৯২৭ খ্রিস্টাব্দ

উত্তরঃ () ১৮৬৫ খ্রিস্টাব্দ

 

১.৭ পাইকান জমি যে কাজের বিনিময়ে পাওয়া যেত-

(ক) পালকি বহন

(খ) পাইকারি বাজার

(গ) সৈনিকের কাজ

(ঘ) পঠন-পাঠনের কাজ।

উত্তরঃ (গ) সৈনিকের কাজ

 

১.৮ ১৮৫৭এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধবলেছেন–

() ভি ভি  সাভারকার

() শশীভূষণ চৌধুরী

() গৌতম ভদ্র

() রণজিৎ গুহ

উত্তরঃ () ভি ভি  সাভারকার

 

১.৯ মহারানির ঘোষণাপত্রটি প্রথম পাঠ করা (১৮৫৮) হয়—

() কলকাতায় ভিক্টোরিয়া হলে

() দিল্লিতে

() লক্ষ্ণৌতে

() এলাহাবাদে

উত্তরঃ () এলাহাবাদে

 

১.১০ জমিদার সভার ল্যান্ড হোল্ডার্স সোসাইটিনাম দেন-

() দ্বারকানাথ ঠাকুর

() প্রসন্নকুমার ঠাকুর

() রাধাকান্ত দেব

() রাজেন্দ্রলাল মিত্র

উত্তরঃ () দ্বারকানাথ ঠাকুর

 

১.১১ ১৮৩৫ খ্রিস্টাব্দে ছাপাখানার প্রাক্ আধুনিক যুগ শুরু হয়— কারণ—

() চার্লস মেটকাফ ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করেন

(খ) লাইনো টাইপ শুরু হয়

() রঙিন অক্ষর ছাপা হয়

() ছবি ছাপার ব্যবস্থা হয়

উত্তরঃ () রঙিন অক্ষর ছাপা হয়

 

১.১২ শিশু শিক্ষাবইটি রচনা করে বিখ্যাত হন-

() ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(গ) বিশ্বন্তর দেব

() উপেন্দ্রকিশোর

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

 

১.১৩ ভারতে প্রথম মে দিবস পালন করেন–

() মুজফ্ফর আহমদ

(খ) সিঙ্গারভেল্লু

() শ্রীপাদ অমৃত ডাঙ্গে

() মানবেন্দ্রনাথ রায়

উত্তরঃ (খ) সিঙ্গারভেল্লু

 

১.১৪ মেদিনীপুরে ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ যার নেতৃত্বে গড়ে ওঠে—

(ক) সুশীল ধাড়া

(খ) মাতঙ্গিনী হাজরা

(গ) অজয় মুখার্জি

(ঘ) সতীশ সামন্ত।

উত্তরঃ (ঘ) সতীশ সামন্ত

 

১.১৫ অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টিযার সভাপতিত্বে গড়ে ওঠে—

() আর এস নিম্বকার

() মুজফ্ফর আহমদ

() নজরুল ইসলাম

() পি সি যোশি

উত্তরঃ () আর এস নিম্বকার

 

১.১৬ লক্ষ্মীর ভাণ্ডারগড়ে তোলেন-

() হীরাবাই টাটা

() অমৃতা কাউর

() ভগিনী নিবেদিতা

() সরলাদেবী চৌধুরানী

উত্তরঃ () সরলাদেবী চৌধুরানী

 

১.১৭ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন—

() সরোজিনী নাইডু

() উর্মিলা দেবী

() বাসন্তী দেবী

(ঘ) নেলী সেনগুপ্ত

উত্তরঃ () সরোজিনী নাইডু

 

১.১৮ ভারতের বুলবুল নামে পরিচিত-

() সরোজিনী নাইডু

() অরুণা আসফ আলি

() পারুল মুখার্জি

() জ্যোতিকণা দত্ত

উত্তরঃ () সরোজিনী নাইডু

 

১.১৯ ভারতের লৌহ মানব বলে পরিচিত-

() সুভাষচন্দ্র বসু

() জহরলাল নেহরু

() চিত্তরঞ্জন দাস

() বল্লভভাই প্যাটেল

উত্তরঃ () বল্লভভাই প্যাটেল

 

১.২০ পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলনের জন্ম নেয় যার থেকে-

() খাজনা বৃদ্ধি

() ক্যানেল কর

() জমিদারি ব্যবস্থা

() খাদ্য সঙ্কট

উত্তরঃ () খাদ্য সঙ্কট

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ‘ম্যাডনেস এ্যান্ড সিভিলাইজেশন’ কার লেখা?

উত্তরঃ মিশেল ফুকো

 

২.১.২ কে নিজেকে কাঙালবলে উল্লেখ করতেন?

উত্তরঃ হরিনাথ মজুমদার

 

২.১.৩ কোন শহরকে কেন্দ্র করে জঙ্গল মহলজেলা গঠন করা হয়

উত্তরঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার মেজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত এলাকা বিচ্ছিন্ন করে জঙ্গলমহল জেলা গঠিত হয়।

 

২.১.৪ হিন্দু মেলার প্রথম সম্পাদক কে?

উত্তরঃ গণেন্দ্রনাথ ঠাকুর

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১  উপেন্দ্রকিশোর ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন।

উত্তরঃ ঠিক

 

২.২.২ মাদারী পাশী বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দেন।

উত্তরঃ ভুল

Note : চরমপন্থী নেতা মাদারী পাশী একা আন্দোলনে নেতৃত্ব দেন।

 

২.২.৩ স্বর্ণকুমারী দেবী ‘সখী সমিতি’ গঠন করেন।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ দেশ ভাগের ফলে ভারতের প্রায় এক কোটি মানুষকে বাস্তুহারা হতে হয়েছিল।

উত্তরঃ ভুল

Note : দেশ ভাগের ফলে ভারতের এক থেকে দুই কোটি মানুষকে বাস্তুহারা হতে হয়েছিল।

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ প্রথম অলিম্পিক গেমস ১. ভারত সভা
২.৩.২ ম্যাগনাকার্টা     ২. কোল
২.৩.৩ চাইবাসার যুদ্ধ ৩. উডের ডেসপ্যাচে
২.৩.৪ জাতীয় ভাণ্ডার ৪. গ্রিস

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ প্রথম অলিম্পিক গেমস ৪. গ্রিস
২.৩.২ ম্যাগনাকার্টা     ৩. উডের ডেসপ্যাচে
২.৩.৩ চাইবাসার যুদ্ধ ২. কোল
২.৩.৪ জাতীয় ভাণ্ডার ১. ভারত সভা

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ চুয়াড় বিদ্রোহের কেন্দ্র জঙ্গল মহল

২.৪.২ মুণ্ডা বিদ্রোহের কেন্দ্র ছোটোনাগপুর।

২.৪.৩ দেশীয় রাজ্য জুনাগড়।

২.৪.৪ জম্মু ও কাশ্মীর।

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে ভারতের বিস্তীর্ণ অংশে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যা-১ ব্রিটিশরা যুদ্ধ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল

ব্যাখ্যা-২ ব্রিটিশরা ব্যবসা বাণিজ্যে খুব পটু ছিল

ব্যাখ্যা-৩ ব্রিটিশরা ভারতের শাসক প্রভাবশালী অংশকে সুকৌশলে ব্যবহার করতে পেরেছিল

উত্তরঃ ব্যাখ্যা-৩ ব্রিটিশরা ভারতের শাসক প্রভাবশালী অংশকে সুকৌশলে ব্যবহার করতে পেরেছিল

 

২.৫.২ বিবৃতি: উনিশ শতকের শেষভাগ থেকে ভারতে জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়।

ব্যাখ্যা-১ দেশীয় শাসকরা সংঘবদ্ধ হয়

ব্যাখ্যা-২ ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের চরিত্র উপলব্ধি করতে পারে

ব্যাখ্যা-৩ ব্রিটিশদের শাসন ব্যবস্থায় শিথিলতা আসে

উত্তরঃ ব্যাখ্যা-২ ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের চরিত্র উপলব্ধি করতে পারে

 

২.৫.৩ বিবৃতি: বাংলা তথা ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটে।

ব্যাখ্যা-১ প্রচুর আধুনিক স্কুল কলেজ গড়ে ওঠে

ব্যাখ্যা-২ ব্রিটিশরা আধুনিক শিক্ষার পক্ষে ছিল

ব্যাখ্যা-৩ যুগের প্রয়োজনে

উত্তরঃ ব্যাখ্যা-১ প্রচুর আধুনিক স্কুল কলেজ গড়ে ওঠে

 

২.৫.৪ বিবৃতি: সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অভ্যন্তরে ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেন।

ব্যাখ্যা-১ সুভাষচন্দ্র বসুর বাম মানসিকতার জন্য

ব্যাখ্যা-২ বামপন্থীরা সুভাষচন্দ্র বসুকে প্রভাবিত করায়

ব্যাখ্যা-৩ কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ সুভাষচন্দ্র বসুর পথকে মেনে নিতে না পারায় 

উত্তরঃ ব্যাখ্যা-৩ কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ সুভাষচন্দ্র বসুর পথকে মেনে নিতে না পারায় 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329, Madhyamik ABTA Test Paper 2023 History Page 329

5 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 329”
  1. 2.2.2)মাদারী পাশি বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দেন। ভুল হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!