Sat. Dec 21st, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 50

Madhyamik ABTA Test Paper 2023 History Page 50

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের রচয়িতা হলেন-

() রামচন্দ্র গুহ

() মাধব গ্যাডগিল

() রাচেল কারসন

() রিচার্ড গ্রোভ

উত্তরঃ (গ) রাচেল কারসন

 

১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-

() ফরাসিরা

() ইংরেজরা

() ওলন্দাজরা

() পর্তুগীজরা

উত্তরঃ (খ) ইংরেজরা

 

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

() উমেশচন্দ্র দত্ত

() গিরিশচন্দ্র ঘোষ

() হরিশচন্দ্র মুখার্জি 

() কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত

 

১.৪ ‘তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন

() রামমোহন রায়

() দেবেন্দ্রনাথ ঠাকুর

() কেশবচন্দ্র সেন

() বিজয়কৃষ্ণ গোস্বামী

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

 

১.৫ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময় ?

() ওয়ারেন হেস্টিংস

() লর্ড কর্ণওয়ালিশ

() উইলিয়াম বেন্টিঙ্ক

() লর্ড ডালহৌসি

উত্তরঃ (গ) উইলিয়াম বেন্টিঙ্ক

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়—

() ১৮৫৯ খ্রিস্টাব্দে

() ১৮৬০ খ্রিস্টাব্দে

() ১৮৬৫ খ্রিস্টাব্দে

() ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.৭ কাকে ‘বিদ্রোহীদের রাজা’ বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয় ?

() ঈশানচন্দ্র রায়

() শম্ভুনাথ পাল

() অনুপ নারায়ণ

() কৃপানাথ

উত্তরঃ (ক) ঈশানচন্দ্র রায়

 

১.৮ ১৮৫৭বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন-

() ফারুকসিয়র

() দ্বিতীয় শাহ আলম

() দ্বিতীয় বাহাদুর শাহ

() জান্দাহার শাহ

উত্তরঃ (গ) দ্বিতীয় বাহাদুর শাহ

 

১.৯ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন-

() রাধাকান্ত দেব

() রামমোহন রায়

() সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

() নবগোপাল মিত্র

উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র।

 

১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন-

() রবীন্দ্রনাথ ঠাকুর

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() গগণেন্দ্রনাথ ঠাকুর

() সত্যেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১১ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন—

() প্রফুল্লচন্দ্র রায়

() জগদীশচন্দ্র বসু

(গ) নীলরতন সরকার

() মহেন্দ্রলাল সরকার

উত্তরঃ (ঘ) মহেন্দ্রলাল সরকার।

 

১.১২ ‘ইতিহাসমালা’ রচনা করেন-

() ডেভিড হেয়ার

() উইলিয়াম কেরি

() আলেকজান্ডার ডাফ

() উইলিয়াম জোনস

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি

 

১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়-

() ১৯৩১ খ্রিস্টাব্দে

() ১৯৩২ খ্রিস্টাব্দে

() ১৯৩৩ খ্রিস্টাব্দে

() ১৯৩৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১৪ আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত-

() রম্পা বিদ্রোহ

(খ) একা আন্দোলন

() বকস্ত আন্দোলন

() তানা ভগত আন্দোলন

উত্তরঃ (ক) রম্পা বিদ্রোহ

 

১.১৫ ‘হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন-

() মুজফ্ফর আহমদ

() মানবেন্দ্রনাথ রায়

() এস ডাঙ্গে

() ভগৎ সিং।

উত্তরঃ (ঘ) ভগৎ সিং

 

১.১৬ বীরাষ্টমী ব্রত সূচনা করেন-

() সরোজিনী নাইডু

() সরলাদেবী চৌধুরানী

() অ্যানি বেশান্ত

() কমলাদেবী চট্টোপাধ্যায়

উত্তরঃ (খ) সরলাদেবী চৌধুরানী

 

১.১৭ ধারাসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন-

() বাসন্ত দেবী

() কল্পনা দত্ত

() সরোজিনী নাইডু

() লীলা নাগ

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু

 

১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন-

() বি আর আম্বেদকর

() জ্যোতিরাও ফুলে

() রামস্বামী নায়কর

() শ্রী নারায়ণ গুরু

উত্তরঃ (খ) জ্যোতিরাও ফুলে

 

১.১৯ ‘মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন-

() বিপান চন্দ্র

() হিরন্ময় বন্দ্যোপাধ্যায়

() জ্যোতির্ময় সেনগুপ্ত

() প্রফুল্ল চক্রবর্তী

উত্তরঃ (ঘ) প্রফুল্ল চক্রবর্তী

 

১.২০ ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্যটি ছিল

() কাশ্মীর 

() হায়দ্রাবাদ

() জুনাগড়

() ত্রিবাঙ্কুর। 

উত্তরঃ (খ) হায়দ্রাবাদ

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি ?

উত্তরঃ সমাচার দর্পন 

 

২.১.২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ উইলিয়াম জোনস 

 

২.১.৩ সুই মুণ্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন ?

উত্তরঃ কোল বিদ্রোহের নেতা 

 

২.১.৪ ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি ? 

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার

উত্তরঃ ঠিক

 

২.২.২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউ পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়

উত্তরঃ ঠিক

 

২.২.৩ বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন . রাজেন্দ্র প্রসাদ। 

উত্তরঃ ভুল

Note : বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন সর্দ্দার বল্লভভাই প্যাটেল। 

 

২.২.৪ ১৯৪৬১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয়

উত্তরঃ ঠিক

 

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ ক্রিকেট খেলা  ১. মধুসূদন গুপ্ত 
২.৩.২ শব ব্যবচ্ছেদ ২. স্বামী বিবেকানন্দ
২.৩.৩ সংস্কৃত প্রেস  ৩. ইংরেজ
২.৩.৪ বর্তমান ভারত  ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ ক্রিকেট খেলা  ৩. ইংরেজ
২.৩.২ শব ব্যবচ্ছেদ ১. মধুসূদন গুপ্ত 
২.৩.৩ সংস্কৃত প্রেস  ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
২.৩.৪ বর্তমান ভারত  ২. স্বামী বিবেকানন্দ

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.৩ সিপাহি বিদ্রোহের কেন্দ্র কানপুর

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 

উত্তরঃ

Madhyamik ABTA Test Paper 2023 History Page 50

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : উনিশ শতক ছিল বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ।

ব্যাখ্যা-১ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়

ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য আদর্শে উদ্বুদ্ধ নব্য প্রজন্মের উন্মেষ ঘটে।

ব্যাখ্যা-৩ সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে

উত্তরঃ ব্যাখ্যা-৩ সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে

 

২.৫.২ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে (১৯০৫) কৃষকরা তেমন সক্রিয় ছিল না।

ব্যাখ্যা-১ ব্রিটিশদের অত্যাচারের ভয়ে তারা অংশ নেয়নি

ব্যাখ্যা-২ আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না

ব্যাখ্যা-৩ সামাজিক ভেদাভেদের জন্য তারা আন্দোলনে সামিল হয়নি

উত্তরঃ ব্যাখ্যা-২ আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না

 

২.৫.৩ বিবৃতি : কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল।

ব্যাখ্যা-১ শিক্ষক আন্দোলন দমন করতে

ব্যাখ্যা-২ ব্যবসায়ীদের আন্দোলন বন্ধ করতে

ব্যাখ্যা-৩ ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে

উত্তরঃ ব্যাখ্যা-৩ ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে

 

২.৫.৪ বিবৃতি : বিশ শতকে দলিত শ্রেণি রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে।

ব্যাখ্যা-১ দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে

ব্যাখ্যা-২ দলিতরা তাদের সামাজিক মর্যাদা অধিকার লাভকে গুরুত্ব দেয়

ব্যাখ্যা-৩ দলিতরা ভোটাধিকার লাভ করে। 

উত্তরঃ ব্যাখ্যা-২ দলিতরা তাদের সামাজিক মর্যাদা অধিকার লাভকে গুরুত্ব দেয়

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, Madhyamik ABTA Test Paper 2023 History Page 50, 

19 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 50”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!