Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 517

Madhyamik ABTA Test Paper 2023 History Page 517

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-

(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে

 

১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন-

(ক) চলচ্চিত্রের সঙ্গে

(খ) ক্রীড়াজগতের সঙ্গে

(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে

(ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।

উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে

 

১.৩ গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো-

(ক) যশোর থেকে

(খ) রানাঘাট থেকে

(গ) কুষ্ঠিয়া থেকে

(ঘ) বারাসাত থেকে।

উত্তরঃ (গ) কুষ্ঠিয়া থেকে

 

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(ক) ড. এম জে ব্রামলি

(খ) ড. এইচ এইচ গুডিভ

(গ) ড. এন ওয়ালিশ

(ঘ) ড. জে গ্রান্ট।

উত্তরঃ (ক) ড. এম জে ব্রামলি

 

১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল-

(ক) চিরাগ আলি

(খ) হায়দর আলি

(গ) মীর নিসার আলি

(ঘ) তোরাপ আলি।

উত্তরঃ (গ) মীর নিসার আলি

 

১.৭ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন–

(ক) রানী কর্নাবতী

(খ) রানি শিরোমণি

(গ) দেবী চৌধুরানী

(ঘ) রানি দুর্গাবতী।

উত্তরঃ (গ) দেবী চৌধুরানী

 

১.৮ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ)১৮৭৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

 

১.৯ বর্তমান ভারতগ্রন্থটি রচনা করেন-

(ক) অক্ষয়কুমার দত্ত

(রাজনারায়ণ বসু

() স্বামী বিবেকানন্দ

() রমেশচন্দ্র মজুমদার

উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ

 

১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

(ক) সংগীত শিল্পী

(খ) নাট্যকার

(গ) কবি

(ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী।

উত্তরঃ (ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী

 

১.১১ ভারতের ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন-

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স।

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন-

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৩ ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন-

(ক) মাদারি পাসি

(খ) ড. আম্বেদকর

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) বাবা রামচন্দ্র।

উত্তরঃ (ক) মাদারি পাসি

 

১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল-

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

 

১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল-

(ক) বোম্বাই-এ

(খ) পাঞ্জাবে

(গ) মাদ্রাজে

(ঘ) গুজরাটে।

উত্তরঃ (ঘ) গুজরাটে

 

১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল-

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

 

১.১৭ মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়োআন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে-

() তমলুক

() সুতাহাটা

() বরিশাল

() পুরুলিয়া

উত্তরঃ () তমলুক

 

১.১৮ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন-

(ক) বীণা দাস

(খ) কল্পনা দত্ত

(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(ঘ) সুনীতি চৌধুরী।

উত্তরঃ (ক) বীণা দাস

 

১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়-

(ক) কাশ্মীর

(খ) হায়দরাবাদ

(গ) জুনাগড়

(ঘ) জয়পুর।

উত্তরঃ (গ) জুনাগড়

 

১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়-

() ১৯৫৩ খ্রিস্টাব্দে

() ১৯৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ গোরা উপন্যাসটি কে রচনা করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

 

২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ মহাফেজ খানায় 

 

২.১.৩ বাংলায় কোন শতককে ‘নবজারগরণের শতক’ বলা হয়?

উত্তরঃ উনিশ শতককে 

 

২.১.৪ কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1800 খ্রিস্টাব্দ 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ ভুল

 

২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।

উত্তরঃ ভুল

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১. হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.২ নবগোপাল মিত্র ২. কৃষক আন্দোলন
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল ৩. হিন্দু মেলা
২.৩.৪ ড্রিংক ওয়াটার বেথুন ৪. বঙ্গদর্শন

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৪. বঙ্গদর্শন
২.৩.২ নবগোপাল মিত্র ৩. হিন্দু মেলা
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল ২. কৃষক আন্দোলন
২.৩.৪ ড্রিংক ওয়াটার বেথুন ১. হিন্দু বালিকা বিদ্যালয়

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা

২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা।

২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দরাবাদ।

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিস্টাব্দে)।

ব্যাখ্যা-১ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে

ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে

ব্যাখ্যা-৩ ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে

উত্তরঃ ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে

 

২.৫.২ বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।

ব্যাখ্যা-১ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা

ব্যাখ্যা-২ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা

ব্যাখ্যা-৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা

উত্তরঃ ব্যাখ্যা-১ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা

 

২.৫.৩ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা

ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা

ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা

উত্তরঃ ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা

 

২.৫.৪ বিবৃতি: গান্ধীজী জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।

ব্যাখ্যা-১ গান্ধীজী ছিলেন জমিদারদের প্রতিনিধি

ব্যাখ্যা-২ গান্ধীজী হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন

ব্যাখ্যা-৩ গান্ধীজী শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন

উত্তরঃ ব্যাখ্যা-২ গান্ধীজী হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517, Madhyamik ABTA Test Paper 2023 History Page 517

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!