Thu. Jan 9th, 2025 5:32:33 PM

Madhyamik ABTA Test Paper 2023 History Page 577

Madhyamik ABTA Test Paper 2023 History Page 577

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১  ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন—

(ক) জুরগেন কোকা

(খ) মার্ক ব্লখ

(গ) জি এম ড্রেভেলিয়ান

(ঘ) লুসিয়েন কেভর।

উত্তরঃ (গ) জি এম ড্রেভেলিয়ান

 

১.২ কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে—

(ক) সামরিক ইতিহাস

(খ) খেলাধুলার ইতিহাস

(গ) স্থানীয় ইতিহাস

(ঘ) পরিবেশের ইতিহাস।

উত্তরঃ (গ) স্থানীয় ইতিহাস

 

১.৩ ‘নীলদর্পণ” নাটকের ইংরেজি অনুবাদ করেন—

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) দীনবন্ধু মিত্র

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) জেমস মিল।

উত্তরঃ (ক) মাইকেল মধুসূদন দত্ত

 

১.৪ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন—

(ক) ডাঃ এম জে ব্রামলি

(খ) ডাঃ এইচ এইচ গুডিব

(গ) ডঃ এন ওয়ালিস

(ঘ) ডঃ জে গ্রান্ট।

উত্তরঃ (ক) ডাঃ এম জে ব্রামলি

 

১.৫ জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন—

(ক) আলেকজান্ডার ডাফ

(খ) ডেভিড হেয়ার

(গ) উইলিয়াম কেরি

(ঘ) বিটন।

উত্তরঃ (ক) আলেকজান্ডার ডাফ

 

১.৬ ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ হল-

(ক) জমিদারদের জমি

(খ) খাস জমি

(গ) অতিরিক্ত খাজনা যুক্ত জমি

(ঘ) পাহাড়ের প্রান্তদেশ।

উত্তরঃ (ঘ) পাহাড়ের প্রান্তদেশ

 

১.৭ নীল বিদ্রোহ শুরু হয়—

(ক) ১৮০৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

 

১.৮ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচনা করেন—

(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

১.৯ মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়—

(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর

(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর।

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর

 

১.১০ ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

 

১.১১ ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন–

(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দ্বারকানাথ ঠাকুর।

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

১.১২ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল-

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

 

১.১৩ তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল-

(ক) হায়দ্রাবাদে

(খ) যুক্তপ্রদেশে

(গ) মাদ্রাজে

(ঘ) বাংলায়।

উত্তরঃ (ঘ) বাংলায়

 

১.১৪ মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়-

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে

 

১.১৫ ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়-

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে

(খ) ১৯২১ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯২৯ খ্রিস্টাব্দে

 

১.১৬ ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন –

(ক) সরলাদেবী চৌধুরানী

(খ) কল্পনা দত্ত

(গ) বাসন্তী দেবী

(ঘ) লীলা নাগ।

উত্তরঃ (ক) সরলাদেবী চৌধুরানী

 

১.১৭ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন–

(ক) কল্পনা দত্ত

(খ) লীলা নাগ

(গ) বাসন্ত দেবী

(ঘ) বীনা দাস।

উত্তরঃ (খ) লীলা নাগ

 

১.১৮ ‘দলিত’-এর বিকল্প হিসাবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন-

(ক) বি আর আম্বেদকর

(খ) মাহাত্মা গান্ধী

(গ) যোগেন্দ্রনাথ মণ্ডল

(ঘ) ই ভি রামস্বামী নাইকার।

উত্তরঃ (খ) মাহাত্মা গান্ধী

 

১.১৯ কলকাতায় ‘প্রত্যক্ষ সংগ্রাম’ সংঘটিত হয়—

(ক) ১৯৪৬-এর ১৫ই আগস্ট

(খ) ১৯৪৬-এর ১৬ই আগস্ট

(গ) ১৯৪৭-এর ১৫ই আগস্ট

(ঘ) ১৯৪৭-এর ১৬ই আগস্ট।

উত্তরঃ (খ) ১৯৪৬-এর ১৬ই আগস্ট

 

১.২০ গোয়া ভারতভুক্ত হয়—

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ জীবনের ঝরাপাতাপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উত্তরঃ ভারতী পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়

 

২.১.২ বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলন গড়ে তোলেন?

উত্তরঃ নববৈষ্ণব আন্দোলন

 

২.১.৩ রানী শিরোমণি কে ছিলেন ?

উত্তরঃ  চুয়াড় বিদ্রোহের নেত্রী 

 

২.১.৪ বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার।

উত্তরঃ ভুল

 

২.২.২ ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিলেন ফিলিপ স্প্যাট।

উত্তরঃ ভুল

 

২.২.৩ ‘গোলামগিরি’ গ্রন্থের রচয়িতা জ্যোতিরাও ফুলে।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ বল্লভভাই প্যাটেলকে লৌহমানব’ বলা হয়।

উত্তরঃ ঠিক

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ১. ডেভিড হেয়ার
২.৩.২  স্কুল বুক সোসাইটি ২. ১৮৫৭ খ্রিস্টাব্দে
২.৩.৩ আনন্দমঠ ৩. রণজিৎ গুহ 
২.৩.৪ মহাবিদ্রোহ ৪. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ৩. রণজিৎ গুহ 
২.৩.২  স্কুল বুক সোসাইটি ১. ডেভিড হেয়ার
২.৩.৩ আনন্দমঠ ৪. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
২.৩.৪ মহাবিদ্রোহ ২. ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ চুয়াড় বিদ্রোহের একটি অঞ্চল।

২.৪.২ ঢাকা।

২.৪.৩ মীরাট

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।

ব্যাখ্যা-১ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল

ব্যাখ্যা-২ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে

ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল

উত্তরঃ ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল

 

২.৫.২ বিবৃতি: ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে

ব্যাখ্যা-১ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দুমুসলিমখ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা

ব্যাখ্যা-২ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিকসামাজিকসাংস্কৃতিক উন্নতি সাধন করা

ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা

উত্তরঃ ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা

 

২.৫.৩ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট বড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল বিপ্লীদের দমন করা

ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা

ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা

উত্তরঃ ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা

 

২.৫.৪ বিবৃতি: সরলাদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন

ব্যাখ্যা-১ বিদেশী পণ্য বিক্রির জন্য

ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য

ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য

উত্তরঃ ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577, Madhyamik ABTA Test Paper 2023 History Page 577

4 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 577”
    1. অনেক ধন্যবাদ সঠিক উত্তরটি জানানোর জন্য। উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।

      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
{}
Nothing to preview
Insert
error: Content is protected !!