Madhyamik ABTA Test Paper 2023 History Page 621
Madhyamik ABTA Test Paper 2023 History Page 621
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ভারতীয় প্রেক্ষাপটে সামরিক ইতিহাস চর্চার সূত্রপাত করেন-
(ক) রমেশচন্দ্ৰ মজুমদার
(খ) নিখিল সরকার
(গ) যদুনাথ সরকার
(ঘ) চিত্রা দেব।
উত্তরঃ (গ) যদুনাথ সরকার
১.২ ‘আত্মচরিত নামক আত্মজীবনীটির লেখক-
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) দক্ষিণারঞ্জন বসু।
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৩ ‘হুতোম প্যাঁচার নকসা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
১.৪ নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন—
(ক) উইলিয়াম কেরি
(খ) ডেভিড হেয়ার
(গ) জন বেথুন
(ঘ) গৌরমোহন আঢ্য।
উত্তরঃ (ক) উইলিয়াম কেরি
১.৫ ‘নববিধান ব্রাহ্মসমাজ’ গঠন করতে কেশবচন্দ্রকে সাহায্য করেন-
(ক) প্রতাপচন্দ্র মজুমদার
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ (ক) প্রতাপচন্দ্র মজুমদার
১.৬ জঙ্গলমহল এলাকার বাসিন্দা ছিল–
(ক) চুয়াড়রা
(খ) কোলরা
(গ) সাঁওতালরা
(ঘ) মুণ্ডারা।
উত্তরঃ (ক) চুয়াড়রা
১.৭ নীল বিদ্রোহের সময় চাষীদের পক্ষে সওয়াল করেনি-
(ক) সংবাদ প্রভাকর
(খ) হিন্দু পেট্রিয়ট
(গ) তত্ত্ববোধিনী
(ঘ) সংবাদ আগমনি।
উত্তরঃ (ক) সংবাদ প্রভাকর
১.৮ মহারানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয়েছিল—
(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে’
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
১.৯ ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠার নেপথ্যে ছিলেন –
(ক) জি ভি যোশী
(খ) গোপাল হরি দেশমুখ
(গ) আত্মারাম পাণ্ডুরং
(ঘ) দাদাভাই নওরোজি।
উত্তরঃ (খ) গোপাল হরি দেশমুখ
১.১০ ‘আনন্দমঠ’ ছিল বঙ্কিমচন্দ্রের লেখা ____ তম ঐতিহাসিক উপন্যাস-
(ক) দ্বিতীয়
(খ) প্রথম
(গ) চতুর্থ
(ঘ) সপ্তম।
উত্তরঃ (খ) প্রথম
১.১১ ‘লাইনোটাইপ’ পদ্ধতিতে প্রথম যে পত্রিকা ছাপা হয়েছিল-
(ক) যুগান্তর
(খ) দি স্টেটসম্যান
(গ) দি টাইমস্ অফ বম্বে
(ঘ) আনন্দবাজার পত্রিকা।
উত্তরঃ (ঘ) আনন্দবাজার পত্রিকা
১.১২ ‘বেদান্ত সার’ নামে গ্রন্থটি লিখেছিলেন-
(ক উইলয়াম কেরি
(খ) উইলিয়াম রকসবার্গ
(গ) রামমোহন রায়
(ঘ) রাধানাথ শিকদার।
উত্তরঃ (গ) রামমোহন রায়
১.১৩ ‘ইয়ং কমরেডস্’ লিগ প্রতিষ্ঠা করেন-
(ক) ধরণী গোস্বামী
(খ) মানবেন্দ্র রায়
(গ) মুজাফ্ফর আহমদ
(ঘ) নজরুল ইসলাম।
উত্তরঃ (ক) ধরণী গোস্বামী
১.১৪ মেদিনীপুর জেলায় চৌকিদারী ট্যাক্স বন্ধ আন্দোলনের নেতা ছিলেন–
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) দ্বিজেন্দ্রলাল ব্যানার্জি।
উত্তরঃ (গ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৫ ভারতে সি পি আই প্রতিষ্ঠা হয়েছিল যে শহরে-
(ক) বোম্বাই
(খ) কানপুর
(গ) লক্ষ্ণৌ
(ঘ) কলকাতা।
উত্তরঃ (খ) কানপুর
১.১৬ ডিনামাইট ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত-
(ক) কনকলতা বড়ুয়া
(খ) বীণা দাস
(গ) লীলা নাগ (রায়)
(ঘ) কল্পনা দত্ত।
উত্তরঃ (ঘ) কল্পনা দত্ত
১.১৭ ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ দলের মুখপত্র ছিল-
(ক) বেণু
(খ) বাঁশরী
(গ) সৃজন
(ঘ) কালান্তর
উত্তরঃ (ক) বেণু
১.১৮ লবণ সত্যাগ্রহ শেষ হয়েছিল যে স্থানে-
(ক) থানে
(খ) কোলাবা
(গ) নাসিক
(ঘ) ডাণ্ডি।
উত্তরঃ (ঘ) ডাণ্ডি
১.১৯ চন্দননগর ভারতভুক্ত হয়েছিল-
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
১.২০ রাজ্য পুনর্গঠন আইন (১৯৫৬ খ্রিস্টাব্দ) অনুসারে ভারতের অঙ্গ রাজ্যের সংখ্যা নির্ধারিত হয়-
(ক) ১২টি
(খ) ১৮টি
(গ) ১৪টি
(ঘ) ১৬টি।
উত্তরঃ (গ) ১৪টি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘ছোটা হাজারি‘ শব্দটি কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত?
উত্তরঃ স্থানীয় ইতিহাস
২.১.২ কালীপ্রসন্ন সিংহের নাম কোন সভা স্থাপনের সঙ্গে যুক্ত ছিল?
উত্তরঃ বিদ্যুৎসাহী
২.১.৩ মহারানির ঘোষণাপত্র রচনার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ পামার স্ট্রং
২.১.৪ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ ‘নীলদর্পণ” প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে।
উত্তরঃ ঠিক
২.২.২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে ‘সীতারাম’ উপন্যাসে।
উত্তরঃ ভুল
২.২.৩ ‘বর্তমান ভারত’ প্রকাশিত হয়েছিল ১৯০৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ভুল
২.২.৪ ‘জীবনের ঝরাপাতা’ প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ উলঘুলান | ১. বম্বে |
২.৩.২ দ্বারকানাথ ঠাকুর | ২. বেঙ্গল ভলান্টিয়ার্স |
২.৩.৩ গিরনি কামগড় ইউনিয়ন | ৩. জমিদার সভা |
২.৩.৪ সত্য গুপ্ত | ৪. ভয়ঙ্কর বিশৃঙ্খলা |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ উলঘুলান | ৪. ভয়ঙ্কর বিশৃঙ্খলা |
২.৩.২ দ্বারকানাথ ঠাকুর | ৩. জমিদার সভা |
২.৩.৩ গিরনি কামগড় ইউনিয়ন | ১. বম্বে |
২.৩.৪ সত্য গুপ্ত | ২. বেঙ্গল ভলান্টিয়ার্স |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র- বারাসত
২.৪.২ কৃষক সত্যাগ্রহের কেন্দ্র- বারদৌলি
২.৪.৩ প্রীতিলতা ওয়াদ্দেদার এর আত্মত্যাগের স্থল চট্টগ্রাম।
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : ঊনবিংশ শতাব্দীতে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা-১ এই পত্রিকা ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করে।
ব্যাখ্যা-২ এই পত্রিকা থেকে কৃষক আন্দোলনের খবর পাওয়া যায়।
ব্যাখ্যা-৩ এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে।
২.৫.২ বিবৃতি: আচার্য প্রফুল্লচন্দ্র রায় ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠান করেন।
ব্যাখ্যা-১ এর দ্বারা তিনি নিজেকে একজন সুদক্ষ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
ব্যাখ্যা-২ এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান।
ব্যাখ্যা-৩ এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র করেন।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র করেন।
২.৫.৩ বিবৃতি: ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিকে নেতারা কৃষকদের সমস্যা নিয়ে মাথা ঘামাননি।
ব্যাখ্যা-১ তাঁরা এক্ষেত্রে ধীরে চলার নীতি গ্রহণ করেছিলেন।
ব্যাখ্যা-২ তাঁরা ঔনিবেশিক শাসকবর্গকে অসন্তুষ্ট করতে চাননি।
ব্যাখ্যা-৩ কৃষকরা তাঁদের কাছে ছিল গুরুত্বহীন।
উত্তরঃ ব্যাখ্যা-২ তাঁরা ঔনিবেশিক শাসকবর্গকে অসন্তুষ্ট করতে চাননি।
২.৫.৪ বিবৃতি: কলকাতায় ১৯০৬ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গড়ে ওঠে।
ব্যাখ্যা-১ এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন পরিচালনা করা।
ব্যাখ্যা-২ এর মূল উদ্দেশ্য ছিল শরীরচর্চা করা।
ব্যাখ্যা-৩ এর মূল উদ্দেশ্য ছিল সমাজসেবা করা ।
উত্তরঃ ব্যাখ্যা-১ এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন পরিচালনা করা।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621, Madhyamik ABTA Test Paper 2023 History Page 621
Very good question
My pleasure.
Thanks and Regards.
Very nice
My pleasure.
Thanks and Regards.