Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 640

Madhyamik ABTA Test Paper 2023 History Page 640

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ অ্যানাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশিত হয় –

(ক) ইংল্যান্ডে

(খ) ফ্রান্সে

(গ) ভারতে

(ঘ) ইতালিতে।

উত্তরঃ (খ) ফ্রান্সে

 

 

১.২ ‘সত্তর বৎসর’ গ্রন্থের লেখক-

(ক) সরলাদেবী চৌধুরানি

(খ) বিপিনচন্দ্র পাল

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সুফিয়া কামাল।

উত্তরঃ (খ) বিপিনচন্দ্র পাল

 

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা ছিলেন—

(ক) চন্দ্রমুখী বসু

(খ) মানকুমারী বসু

(গ) কাদম্বিনী গাঙ্গুলি

(ঘ) সরোজিনী নাইডু।

উত্তরঃ (খ) মানকুমারী বসু

 

১.৪ কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি প্রদান করেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শিবনাথ শাস্ত্রী

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অক্ষয়কুমার দত্ত।

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

 

১.৫ উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন –

(ক) বিনয় ঘোষ

(খ) অনিল শীল

(গ) জওহরলাল নেহরু

(ঘ) কেশবচন্দ্র সেন।

উত্তরঃ (খ) অনিল শীল

 

১.৬ ‘খুঁৎকাঠি কথার অর্থ –

(ক) বিদ্রোহ

(খ) একক মালিকানা

(গ) যৌথ মালিকানা

(ঘ) বেগার শ্রম।

উত্তরঃ (গ) যৌথ মালিকানা

 

১.৭ ‘বাংলার ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন –

(ক) বিষ্ণুচরণ বিশ্বাস

(খ) রামরতন মল্লিক

(গ) বিশ্বনাথ সর্দার

(ঘ) রফিক মণ্ডল।

উত্তরঃ (ক) বিষ্ণুচরণ বিশ্বাস

 

১.৮ সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন-

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড রিপন

(ঘ) লর্ড বেন্টিঙ্ক।

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং

 

১.৯ ‘হিন্দু মেলা”র অপর নাম ছিল –

(ক) বৈশাখী মেলা

(খ) শ্রাবণ মেলা

(গ) চৈত্র মেলা

(ঘ) নন্দন মেলা।

উত্তরঃ (গ) চৈত্র মেলা

 

১.১০ রবীন্দ্রনাথের ‘গোরা” উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় –

(ক) প্রবাসী পত্রিকায়

(খ) দেশ পত্রিকায়

(গ) ভারতী পত্রিকায়

(ঘ) যুগান্তর পত্রিকায়।

উত্তরঃ (ক) প্রবাসী পত্রিকায়

 

১.১১ ‘ছাপাখানার জনক” বলা হয় –

(ক) সুরেশচন্দ্র মজুমদারকে

(খ) পঞ্চানন কর্মকারকে 

(গ) চার্লস উইলকিনসকে

(ঘ) গুটেনবার্গকে।

উত্তরঃ (ঘ) গুটেনবার্গকে

 

১.১২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) সোমেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৩ বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দে –

(ক) ২০ জুলাই

(খ) ১০ অক্টোবর

(গ) ১৬ অক্টোবর

(ঘ) ১৬ নভেম্বর।

উত্তরঃ (গ) ১৬ অক্টোবর

 

১.১৪ ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মুজাফ্ফর আহমদ

(গ) এস এস মিরাজফর

(ঘ) অরবিন্দ ঘোষ।

উত্তরঃ (খ) মুজাফ্ফর আহমদ

 

১.১৫ তেভাগাআন্দোলনের একজন নেত্রী হলেন 

(ক) জয়া ঘোষ

(খ) সাবিত্রী পাল

(গ) মল্লিকা হালদার

(ঘ) সুদীপা সেন।

উত্তরঃ (ঘ) সুদীপা সেন

 

১.১৬ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) কল্পনা দত্ত

(খ) লীলা নাগ

(গ) বাসন্তী দেবী

(ঘ) বীণা দাস।

উত্তরঃ (খ) লীলা নাগ

 

১.১৭ ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন –

(ক) কৃষ্ণকুমার মিত্র

(খ) পুলিনবিহারী বসু

(গ) শচীন্দ্রপ্রসাদ বসু

(ঘ) সতীশচন্দ্র বসু।

উত্তরঃ (খ) পুলিনবিহারী বসু

 

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন –

(ক) জ্যোতিরাও ফুলে

(খ) শ্রী নারায়ণ গুরু

(গ) গান্ধীজি

(ঘ) ড. আম্বেদকর।

উত্তরঃ (গ) গান্ধীজি

 

১.১৯ ভারতের ‘লৌহ মানব’ বলা হয় –

(ক) জওহরলাল নেহরুকে

(খ) মতিলাল নেহরুকে

(গ) বল্লভভাই প্যাটেলকে

(ঘ) ভি পি মেননকে।

উত্তরঃ (গ) বল্লভভাই প্যাটেলকে

 

১.২০ হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়

(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি

() ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি

() ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি

(১৯৫১ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি।

উত্তরঃ () ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ জীবনের ঝরাপাতাগ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

উত্তরঃ সরলা দেবী চৌধুরানী।

 

২.১.২ কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮৩৫ সালে

 

২.১.৩ কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো

উত্তরঃ বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিন্দরাই মানকি

 

২.১.৪ সূর্য সেন কোন্ বিপ্লবী সংগঠনটি তৈরি করেছিলেন?

উত্তরঃ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ কলকাতায় ‘প্রতাপাদিত্য উৎসব’ চালু করেন সরলাদেবী চৌধুরানি।

উত্তরঃ ঠিক

 

২.২.২ ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বোস।

উত্তরঃ ভুল

 

২.২.৩ বিহারে কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিদ্যানন্দ

উত্তরঃ ঠিক

 

২.২.৪ পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন

উত্তরঃ ভুল

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ লাঙল ১. ইলবার্ট বিল
২.৩.২ গ্রামবার্তা প্রকাশিকা ২. নজরুল ইসলাম
২.৩.৩ লর্ড রিপন ৩. ডন সোসাইটি
২.৩.৪ সতীশচন্দ্র মুখোপাধ্যায় ৪. হরিনাথ মজুমদার

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ লাঙল ২. নজরুল ইসলাম
২.৩.২ গ্রামবার্তা প্রকাশিকা ৪. হরিনাথ মজুমদার
২.৩.৩ লর্ড রিপন ১. ইলবার্ট বিল
২.৩.৪ সতীশচন্দ্র মুখোপাধ্যায় ৩. ডন সোসাইটি

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সিপাহী বিদ্রোহের কেন্দ্র- ঝাঁসি।

২.৪.২ বিহারের কৃষক আন্দোলনের কেন্দ্র- চম্পারন।

২.৪.৩ পোর্তুগিজ উপনিবেশ গোয়া

২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : স্বদেশি আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি।

ব্যাখ্যা-১ কংগ্রেস কৃষকদের আন্দোলনে সামিল করার উদ্যোগ নেয়নি।

ব্যাখ্যা-২ কৃষকরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত ছিলেন

ব্যাখ্যা-৩ কৃষকদের ব্রিটিশ দমন করেছিলেন আন্দোলন করতে।

উত্তরঃ ব্যাখ্যা-১ কংগ্রেস কৃষকদের আন্দোলনে সামিল করার উদ্যোগ নেয়নি।

 

২.৫.২ বিবৃতি: নেতাজী কংগ্রেস দল ত্যাগ করেছিলেন ত্রিপুরী অধিবেশনের পর।

ব্যাখ্যা-১ গান্ধিজী নেতাজির বিরোধিতা করেছিলেন

ব্যাখ্যা-২ নেতাজি দেশের বাইরে থেকে আন্দোলন করতে চেয়েছিলেন

ব্যাখ্যা-৩ নেতাজিকে কংগ্রেসের সকল সদস্য পছন্দ করতেন না

উত্তরঃ ব্যাখ্যা-৩ নেতাজিকে কংগ্রেসের সকল সদস্য পছন্দ করতেন না

 

২.৫.৩ বিবৃতি: ব্রিটিশ সরকার শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে ‘রয়্যাল কমিশন’ গঠন করে ১৯২৮ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা-১ শ্রমিকরা ব্রিটিশ সরকারকে সমর্থন করেছিলেন

ব্যাখ্যা-২ শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করেছিলেন

ব্যাখ্যা-৩ ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলন দমন করতে চেয়েছিলেন

উত্তরঃ ব্যাখ্যা-২ শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করেছিলেন

 

২.৫.৪ বিবৃতি: ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার জারি করে ১৯০৫ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা-১ এসময় ছাত্ররা স্বদেশি আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিল

ব্যাখ্যা-২ সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনকে উৎসাহিত করা

ব্যাখ্যা-৩ এসময় ছাত্ররা ব্রিটিশ সরকারের বিদ্যালয় পরিত্যাগ করেছিল

উত্তরঃ ব্যাখ্যা-১ এসময় ছাত্ররা স্বদেশি আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিল

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640, Madhyamik ABTA Test Paper 2023 History Page 640

5 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 640”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!