Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 661

Madhyamik ABTA Test Paper 2023 History Page 661

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসীরা

(ঘ) পর্তুগীজরা।

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.২ সাব-অলটার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন—

(ক) ম্যাক্স ওয়েবার

(খ) ফার্নান্দ ব্রদেল

(গ) ডেভিড আরনল্ড

(ঘ) রণজিৎ গুহ।

উত্তরঃ (ঘ) রণজিৎ গুহ

 

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশির কুমার ঘোষ

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত

 

১.৪ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ যে ক্ষেত্রে দেওয়া হয়—

(ক) নৃত্য

(খ) সিনেমা

(গ) নাটক

(ঘ) সংগীত।

উত্তরঃ (খ) সিনেমা

 

১.৫ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়—

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

১.৬ ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) রাধাকান্ত দেব

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) শিবনাথ শাস্ত্রী।

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন

 

১.৭ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল-

(ক) রাজা রামমোহন রায়

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ড্রিংওয়াটার বিটন।

উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৮ বনাঞ্চল বিশারদ ডেইট্রিক যে দেশের মানুষ ছিলেন, সেটি হল-

(ক) জার্মানির

(খ) ইটালির

(গ) আমেরিকার

(ঘ) ইংল্যান্ডের।

উত্তরঃ (ক) জার্মানির

 

১.৯ বিরসা মুণ্ডার সেনাপতি ছিলেন–

(ক) সুই মুণ্ডা

(খ) গয়া মুণ্ডা

(গ) সিধু

(ঘ) কানু।

উত্তরঃ (খ) গয়া মুণ্ডা

 

১.১০ Eighteen Fifty Seven গ্রন্থটির রচয়িতা-

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) তারাচাঁদ

(গ) সুরেন্দ্রনাথ সেন

(ঘ) শশীভূষণ চৌধুরী।

উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ সেন

 

১.১১ Indian Society of Oriental Art এর প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) গুণেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

 

১.১২ ‘মহাজন সভা’ প্রতিষ্ঠিত হয়—

(ক) কলকাতা শহরে

(খ) বোম্বাই শহরে

(গ) ঢাকা শহরে

(ঘ) মাদ্রাজ শহরে।

উত্তরঃ (ঘ) মাদ্রাজ শহরে

 

১.১৩ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়-

(ক) বাংলায়

(খ) মাদ্রাজে

(গ) গোয়ায়

(ঘ) বোম্বাইতে।

উত্তরঃ (গ) গোয়ায়

 

১.১৪ ‘U Roy & Sons ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৮২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

 

১.১৫ রবীন্দ্রনাথ ঠাকুর যে ধরনের শিক্ষাব্যবস্থার পক্ষপাতী ছিলেন তা হল-

(ক) আশ্রমিক

(খ) গৃহকেন্দ্রিক

(গ) পাঠ্যক্রম নির্ভর

(ঘ) কঠোর অনুশাসন ভিত্তিক।

উত্তরঃ (ক) আশ্রমিক

 

১.১৫ বাংলার বিশ্বকর্মানামে পরিচিত-

() রাজেন্দ্রনাথ মুখার্জি

(খ) ব্রাডফোর্ড লেসলি

() মার্টিন

() তারকনাথ পালিত

উত্তরঃ () রাজেন্দ্রনাথ মুখার্জি

 

১.১৬ ভারতে প্রথম ‘মে দিবসপালিত হয়-

() ১৯২০ খ্রিস্টাব্দে লা মে

() ১৯২৩ খ্রিস্টাব্দে লা মে

() ১৯২৫ খ্রিস্টাব্দে লা মে

(ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে ১লা মে।

উত্তরঃ () ১৯২৩ খ্রিস্টাব্দে লা মে

 

১.১৭ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন-

(ক) লীলা নাগ (রায়)

(খ) বাসন্তী দেবী

(গ) কল্পনা দত্ত

(ঘ) বীণা দাস।

উত্তরঃ (ক) লীলা নাগ (রায়)

 

১.১৮ ভারতের ‘লৌহমানব’ বলা হয়-

(ক) মহাত্মা গান্ধী

(খ) সর্দার বল্লভভাই প্যাটেল

(গ) মহম্মদ আলি জিন্নাহ

(ঘ) রাজেন্দ্র প্রসাদ।

উত্তরঃ (খ) সর্দার বল্লভভাই প্যাটেল

 

১.১৯ বাংলায় ‘নমঃ শূদ্র আন্দোলন শুরু করেন-

(ক) যোগেন্দ্রনাথ মণ্ডল

(খ) গুরুচাঁদ ঠাকুর

(গ) হরিচাঁদ ঠাকুর

(ঘ) প্রমথরঞ্জন ঠাকুর।

উত্তরঃ (গ) হরিচাঁদ ঠাকুর

 

১.২০ ‘উদ্বাস্তু সমস্যা’ সমাধানে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হল –

(ক) গান্ধি-আরউইন চুক্তি

(খ) পুনা চুক্তি

(গ) নেহরু-লিয়াকৎ চুক্তি

(ঘ) পঞ্চশীল চুক্তি।

উত্তরঃ (গ) নেহরু-লিয়াকং চুক্তি

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?

উত্তরঃ মুনসি প্রেমচাঁদ

 

২.১.২ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ মহাফেজখানায় (দিল্লিতে অবস্থিত)

 

২.১.৩ বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

উত্তরঃ  উনিশ 

 

২.১.৪ AITUC -এর প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ লালা লাজপত রায় 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তরঃ ভুল

 

২.২.২ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইওরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।

উত্তরঃ ভুল

 

২.২.৩ চুয়াড়রা ছিল জঙ্গল মহলের অধিবাসী

উত্তরঃ ঠিক

 

২.২.৪ ভারতমাতাচিত্রটি এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ভুল

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ হিন্দু কলেজ ১. রাজাবাজার বিজ্ঞান কলেজ
২.৩.২ নীল বিদ্রোহ ২. রাধাকান্ত দেব
২.৩.৩ রশিস আলি ৩. দিগম্বর বিশ্বাস
২.৩.৪ তারকনাথ পালিত ৪. আজাদহিন্দ ফৌজ

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ হিন্দু কলেজ ২. রাধাকান্ত দেব
২.৩.২ নীল বিদ্রোহ ৩. দিগম্বর বিশ্বাস
২.৩.৩ রশিস আলি ৪. আজাদহিন্দ ফৌজ
২.৩.৪ তারকনাথ পালিত ১. রাজাবাজার বিজ্ঞান কলেজ

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.২ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ

২.৪.৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের কেন্দ্র বারাকপুর

২.৪.৪ ডাণ্ডি

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে।

ব্যাখ্যা-১ ছিল বক্তিগত আন্দোলন

ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন

ব্যাখ্যা-৩ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন

উত্তরঃ ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন

 

২.৫.২ বিবৃতি: নীলচাষিরা নীলচাষ করতে অনিচ্ছা প্রকাশ করে।

ব্যাখ্যা-১ নীলচাষ ছিল অলাভজনক

ব্যাখ্যা-২ নীলচাষ করার মতো অবশিষ্ট সময় নীলচাষিদের ছিল না

ব্যাখ্যা-৩ নীলচাষ করলে জমির উর্বরতা হ্রাস পেত

উত্তরঃ ব্যাখ্যা-১ নীলচাষ ছিল অলাভজনক

 

২.৫.৩ বিবৃতি: ভারত ছাড়ো আন্দোলন ছিল –

ব্যাখ্যা-১ এই আন্দোলনে শ্রমিক শ্রেণি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে

ব্যাখ্যা-২ দেশের মহিলারা আন্দোলন করেননি

ব্যাখ্যা-৩ ভারতের কম্যুনিস্ট পার্টি এই আন্দোলনকে পূর্ণমাত্রায় সমর্থন করে

উত্তরঃ ব্যাখ্যা-১ এই আন্দোলনে শ্রমিক শ্রেণি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে

 

২.৫.৪ বিবৃতি: গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি।

ব্যাখ্যা-১ গান্ধীজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চাননি

ব্যাখ্যা-২ অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধীজি ঘৃণা করতেন

ব্যাখ্যা-৩ জাতিভেদ প্রথা তীব্র হওয়ার আশঙ্কায় গান্ধীজি দলিতদের সকল দাবি মেনে নেননি

উত্তরঃ ব্যাখ্যা-৩ জাতিভেদ প্রথা তীব্র হওয়ার আশঙ্কায় গান্ধীজি দলিতদের সকল দাবি মেনে নেননি

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661, Madhyamik ABTA Test Paper 2023 History Page 661

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!