Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 890

Madhyamik ABTA Test Paper 2023 History Page 890

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন –

(ক) সুফিয়া কামাল

(খ) মণিকুন্তলা সেন

(গ) দক্ষিণারঞ্জন বসু

(ঘ) সরলাদেবী।

উত্তরঃ (ঘ) সরলাদেবী

 

১.২ ১৯১১ খ্রিস্টাব্দে আই এফ এ শিল্ড জেতে –

(ক) মোহনবাগান ক্লাব

(খ) ইস্টবেঙ্গল ক্লাব

(গ) মহামেডান স্পোর্টিং।

উত্তরঃ (ক) মোহনবাগান ক্লাব

 

১.৩ কোল বিদ্রোহের নেতা ছিলেন –

(ক) বিরসা মুণ্ডা

(খ) সুই মুণ্ডা

(গ) ডোমন মাঝি

(ঘ) নুরুল উদ্দিন।

উত্তরঃ (খ) সুই মুণ্ডা

 

১.৪ নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়ে –

(ক) বারাসত

(খ) ছোটোনাগপুর

(গ) কৃষ্ণনগর

(ঘ) কলকাতা।

উত্তরঃ (গ) কৃষ্ণনগর

 

১.৫ প্রথম বাঙালি প্রকাশক হলেন –

(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(খ) পঞ্চানন কর্মকার

(গ) মদনমোহন তর্কালঙ্কার।

উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য

 

১.৬ বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দে –

(ক) ১৬ অক্টোবর

(খ) ২৪ অক্টোবর

(গ) ২৬ অক্টোবর

(ঘ) ৩১ অক্টেবর।

উত্তরঃ (ক) ১৬ অক্টোবর

 

১.৭ ( -এর প্রথম সভাপতি ছিলেন

() দেওয়ান চমনলাল

(লালা লাজপত রায়

() বি পি ওয়াদিয়া

উত্তরঃ প্রশ্ন অসম্পূর্ন 

 

১.৮ হুইটলি কমিশন কবে গঠিত হয় –

(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

 

১.৯ বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন –

(ক) কাদম্বিনী গাঙ্গুলি

(খ) চন্দ্রমুখী বসু

(গ) স্বর্ণকুমারী দেবী।

উত্তরঃ (ক) কাদম্বিনী গাঙ্গুলি

 

১.১০ ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন –

(ক) বাসন্তি দেবী

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) সুনীতী দেবী।

উত্তরঃ (খ) সরলাদেবী চৌধুরানী

 

১.১১ পুনা চুক্তি স্বাক্ষরিত হয় –

(ক) ১৯২৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৩২ খ্রিস্টাব্দে

 

১.১২ ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের –

(ক) ১৮ জুলাই

(খ) ২৬ জুলাই

(গ) ১৫ আগস্ট।

উত্তরঃ (ক) ১৮ জুলাই

 

১.১৩ ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্যের নাম –

(ক) আসাম

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) কেরালা

(ঘ) পশ্চিমবঙ্গ।

উত্তরঃ (খ) অন্ধ্রপ্রদেশ

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন?

উত্তরঃ জগদীশচন্দ্র বসু

 

২.১.২ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়?

উত্তরঃ 13 April 1919

 

২.১.৩ আজাদ হিন্দ ফৌজ এর নারী বাহিনীর প্রধান কে ছিলেন?

উত্তরঃ লক্ষ্মী সেহগল

 

২.১.৪ নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৯৫০ সালে ৮ এপ্রিল

 

২.১.৫ ভারতের বিপ্লববাদের জননীকাকে বলা হয়?

উত্তরঃ ভিকাজী রুস্তম কামা

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন।

উত্তরঃ ভুল

 

২.২.২ বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন শ্রীহরিচাঁদ ঠাকুর।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ ছেড়ে আসা গ্রামএকটি স্মৃতিকথা মূলক সাহিত্য

উত্তরঃ ঠিক

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ মিরাট ষড়যন্ত্র মামলা ১. বল্লভভাই প্যাটেল
২.৩.২ বারদৌলি সত্যাগ্রহ  ২. ব্যামসে ম্যাকডোনাল্ড  
২.৩.৩ সাম্প্রদায়িক বাটোয়ারা ৩. মহাত্মা গান্ধী
২.৩.৪ হরিজন আন্দোলন ৪. মজুফ্ফর আহমদ 
  ৫. ড. বি আর আম্বেদকর

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ মিরাট ষড়যন্ত্র মামলা ৪. মজুফ্ফর আহমদ 
২.৩.২ বারদৌলি সত্যাগ্রহ  ১. বল্লভভাই প্যাটেল
২.৩.৩ সাম্প্রদায়িক বাটোয়ারা ২. ব্যামসে ম্যাকডোনাল্ড 
২.৩.৪ হরিজন আন্দোলন ৩. মহাত্মা গান্ধী
 

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ দিল্লি

২.৪.২ দেশীয় রাজ্য হায়দরাবাদ

২.৪.৩ বোম্বাই

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : উনিশ শতকের নবজাগরণ, গণজাগরণ ছিল না।

ব্যাখ্যা-১ ধর্মীয় সংস্কার এদেশে ফলপ্রসূ হয়নি।

ব্যাখ্যা-২ শহর কেন্দ্রীক ধর্মসমাজ সংস্কার সাধারণ মানুষকে স্পর্শ করেনি

ব্যাখ্যা-৩ ব্রিটিশরা একে স্বীকৃতি দেয়নি

উত্তরঃ ব্যাখ্যা-২ শহর কেন্দ্রীক ধর্মসমাজ সংস্কার সাধারণ মানুষকে স্পর্শ করেনি

 

২.৫.২ বিবৃতি: ভারতে নারী আন্দোলন সফল হয়নি।

ব্যাখ্যা-১ নারী আন্দোলন স্বতন্ত্র ধারায় গড়ে ওঠেনি

ব্যাখ্যা-২ নারীরা এগিয়ে আসেনি

ব্যাখ্যা-৩ সংগঠনের অভাব ছিল

উত্তরঃ ব্যাখ্যা-৩ সংগঠনের অভাব ছিল

 

২.৫.৩ বিবৃতি: দেশভাগের সঙ্গে সঙ্গে উদ্বাস্তু সমস্যা তীব্র হয়ে ওঠে।

ব্যাখ্যা-১ পাঞ্জাব বাংলায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গাএর প্রধান কারণ

ব্যাখ্যা-২ পাকিস্তান সরকার হিন্দুদের ভারতে চলে যেতে বাধ্য করে

ব্যাখ্যা-৩ পূর্ববাংলার হিন্দুরা পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়

উত্তরঃ ব্যাখ্যা-৩ পূর্ববাংলার হিন্দুরা পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890, Madhyamik ABTA Test Paper 2023 History Page 890

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!