Madhyamik ABTA Test Paper 2023 History Page 99
Madhyamik ABTA Test Paper 2023 History Page 99
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ নারী দিবস হিসাবে পালিত হয়-
(ক) ৫ মার্চ
(খ) ৫ জুলাই
(গ) ৮ মার্চ
(ঘ) ৮ জুলাই।
উত্তরঃ (গ) ৮ মার্চ
১.২ আধুনিক ইতিহাসচর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান-
(ক) স্মৃতিকথা
(খ) সরকারি নথিপত্র
(গ) সংবাদপত্র
(ঘ) ব্যক্তিগত পত্র।
উত্তরঃ (খ) সরকারি নথিপত্র
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) সন্তোষকুমার দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিঙ্কওয়াটার বিটন।
উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়–
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয় –
(ক) মেদিনীপুরে
(খ) বারাসতে
(গ) ছোট নাগপুরে
(ঘ) উত্তরবঙ্গে।
উত্তরঃ (গ) ছোট নাগপুরে
১.৭ মহম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন-
(ক) পাবনা
(খ) ফরাজি
(গ) চুয়াড়
(ঘ) ওয়াহাবি।
উত্তরঃ (খ) ফরাজি
১.৮ অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন–
(ক) কুনওয়ার সিং
(খ) হজরত মহল
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) তাঁতিয়া তোপি।
উত্তরঃ (খ) হজরত মহল
১.৯ ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত-
(ক) রাধাকান্ত দেব
(খ) উইলিয়াম অ্যাডাম
(গ) কর্নেল ওলকট
(ঘ) উইলিয়াম ওয়েডারবান।
উত্তরঃ (গ) কর্নেল ওলকট
১.১০ ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়—
(ক) উদ্বোধন
(খ) প্রবাসী
(গ) দেশ
(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়।
উত্তরঃ (ক) উদ্বোধন পত্রিকায়।
১.১১ শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন–
(ক) রামরাম বসু
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
উত্তরঃ (ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
১.১২ মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন-
(ক) মেঘনাথ সাহা
(খ) প্রফুল্লচন্দ্র রায়
(গ) জগদীশ বসু
(ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
উত্তরঃ (খ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৩ একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন-
(ক)স্বামী বিদ্যানন্দ
(খ) মাদারী পাশী
(গ) বল্লবভাই প্যাটেল
(ঘ) স্বামী সহজানন্দ।
উত্তরঃ (খ) মাদারী পাশী
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়-
(ক) মেদিনীপুর জেলায়
(খ) বারভূম জেলার
(গ) নদীয়া জেলায়
(ঘ) বর্ধমান জেলায়।
উত্তরঃ (ক) মেদিনীপুর জেলায়
১.১৫ ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়—
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
১.১৬ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন–
(ক) বীণা দাস
(খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
(ঘ) কল্পনা চট্টোপাধ্যায়।
উত্তরঃ (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
১.১৭ কলকাতায় ‘রশিদ আলি দিবস’ পালিত হয়-
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১১ ফেব্রুয়ারি
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৩ ফেব্রুয়ারি
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারি।
উত্তরঃ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি
১.১৮ দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন-
(ক) জ্যোতিরাও ফুলে
(খ) ডঃ আম্বেদকর
(গ) শ্রী নারায়ণ গুরু
(ঘ) গান্ধীজি।
উত্তরঃ (ঘ) গান্ধীজি।
১.১৯ ভারতের লৌহমানবরূপে পরিচিত ছিলেন-
(ক) ভগৎ সিং
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) বল্লবভাই প্যাটেল
(ঘ) জওহরলাল নেহরু।
উত্তরঃ (গ) বল্লবভাই প্যাটেল
১.২০ ‘একাত্তরের ডাইরি’ কী ধরনের গ্রন্থ ? –
(ক) জীবনস্মৃতি
(খ) স্মৃতিকথা
(গ) আত্মজীবনী
(ঘ) পৌরাণিক ।
উত্তরঃ (খ) স্মৃতিকথা
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ রাজতরঙ্গিনী
২.১.২ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে?
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু
২.১.৩ সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের
২.১.৪ কুনবি পাতিদার কাদের বলা হয় ?
উত্তরঃ গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক শ্রেণীর মানুষ যারা রাজস্ৰ আদায় করতো তাদের কুনবি পাতিদার বলা হতো।
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।
উত্তরঃ ঠিক
২.২.২ রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।
উত্তরঃ ঠিক
২.২.৩ জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
Note : জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
২.২.৪ গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে কোনো নারীকে অন্তর্ভুক্ত করেননি।
উত্তরঃ ভুল
Note : গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে সরোজিনী নাইডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ রামরতন মল্লিক | ১. মোতিলাল তেজওয়াত |
২.৩.২ রাজস্থান | ২. ডঃ আম্বেদকর |
২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি | ৩. জ্যোতিরাও ফুলে |
২.৩.৪ সত্যশোধক সমাজ | ৪. বাংলার নানা সাহেব |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ রামরতন মল্লিক | ৪. বাংলার নানা সাহেব |
২.৩.২ রাজস্থান | ১. মোতিলাল তেজওয়াত |
২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি | ২. ডঃ আম্বেদকর |
২.৩.৪ সত্যশোধক সমাজ | ৩. জ্যোতিরাও ফুলে |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ মুণ্ডা বিদ্রোহের এলাকা।
২.৪.২ মীরাট
২.৪.৩ শ্রীরামপুর।
২.৪.৪ জুনাগড়।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি: ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল।
ব্যাখ্যা-১ ভারতীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-২ ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-৩ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-৩ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
২.৫.২ বিবৃতি: হিদুমেলার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল শরীরচর্চা।
ব্যাখ্যা-১ হিন্দুমেলা ছিল মূলত একটি ব্যায়ামাগার।
ব্যাখ্যা-২ হিন্দুমেলা ছিল একটি গোপন বিপ্লবী সংস্থা।
ব্যাখ্যা-৩ হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা-৩ হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
২.৫.৩ বিবৃতি: এ দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন।
ব্যাখ্যা-১ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের শাস্তি দেওয়া হত।
ব্যাখ্যা-২ ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যে অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা-৩ এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.৪ বিবৃতি: ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয়।
ব্যাখ্যা-১ এই দলে ব্রাহ্মণদের সংখ্যা ছিল বেশি।
ব্যাখ্যা-২ এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা-৩ ইংরেজরা ব্যঙ্গ করে এই দলকে ‘দ্বিজ’ বলে ডাকত।
উত্তরঃ ব্যাখ্যা-২ এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99, Madhyamik ABTA Test Paper 2023 History Page 99
best solution
Thank you.
Keep visiting our website.
Please post all subjects all pages fast and open them all plzplzplz,because exam is coming soon.its my request solve fast and open all the pages
Humm
Please post all subjects all pages fast and open them all plzplzplz,because exam is coming soon.its my request solve fast and open all the pages
চেষ্টা করবো। আসলে সমস্ত বিষয়ের সমাধান করছি বলে সময় একটু বেশি লাগছে।
আমাদের ওয়েবসাইটটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
Best solution
Thank you
most welcome
Indea
Best solution
Thank you for your compliment.
Please visits our website and requested to share the link of our website.
Thanks and Regards.
স্যার আপনার 1.16 এর উত্তরটা ভুল আছে। (ক )টা হবে না (খ) হবে ।
Sir onek answer bhul royeche
Thank you very much sir.I think you should upload more page’s solution,And these answers helped me a lot❤️❤️🙏
Check the menu to get the answer of all the pages.
Thanks and Regards.
Thank you so much sir
স্যার আপনার 1.16 উত্তরটা ভুল আছে। (ক)টা হবে না (খ) টা হবে।
অনেক ধন্যবাদ ভুলটা খুঁজে দেওয়ার জন্য। উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।
ধন্যবাদ।
Best solution
Sir bhul answer gulo pz correction korun bhison somosa hoche noile