Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
বিভাগ-‘ক’
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
1.1 লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায়। এটি কি প্রকার চলন ?
(ক) হাইপোন্যাস্টি
(খ) এপিন্যাস্টি
(গ) সিসমোন্যাস্টি
(ঘ) কেমোন্যাস্টি।
উত্তরঃ (গ) সিসমোন্যাস্টি
1.2 অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত—
(ক) থাইরক্সিন
(খ) ইনসুলিন
(গ) গ্লুকাগন
(ঘ) অ্যাড্রিনালিন।
উত্তরঃ (খ) ইনসুলিন
Note: থাইরক্সিন – ক্যালরিজেনিক হরমোন
গ্লুকাগন – কিটোজেনিক হরমোন
অ্যাড্রিনালিন – আপদকালীন হরমোন
1.3 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে –
(ক) অগ্র মস্তিষ্ক
(খ) মধ্য মস্তিষ্ক
(গ) লঘু মস্তিষ্ক
(ঘ) গুরু মস্তিষ্ক।
উত্তরঃ (গ) লঘু মস্তিষ্ক (বা সেরিবেলাম)
1.4 জীবের দেহ কোশের ক্রোমোজোমের প্রকৃতি –
(ক) n
(খ) 2n
(গ) 3n
(ঘ) 4n
উত্তরঃ (খ) 2n
1.5 পায়রার দেহে বায়ুথলির সংখ্যা –
(ক) ২টি
(খ) ৭টি
(গ) ৯টি
(ঘ) ৫ টি।
উত্তরঃ (গ) ৯টি
1.6 কোয়াসারডেট তত্ত্বের প্রবক্তা হলেন–
(ক) ফক্স
(খ) মিলার
(গ) ওপারিন
(ঘ) হ্যালডেন।
উত্তরঃ (গ) ওপারিন
Note : বিজ্ঞানী সিডনি ফক্স – মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা
বিজ্ঞানী মিলার এবং উড়ে – কেমোজোনি
বিজ্ঞানী হ্যাল্ডেন – হট ডাইল্যুট সুপ্ এর প্রবক্তা।
1.7 যে মৌলের বিষক্রিয়ায় ব্লাকফুট ডিজিজ হয় সেটি হল-
(ক) ক্যাডমিয়াম
(খ) অ্যার্সেনিক
(গ) পারদ
(ঘ) সীসা।
উত্তরঃ (খ) অ্যার্সেনিক
1.8 AaBBCC জিনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট পাওয়া সম্ভব?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 8
উত্তরঃ (ক) 2
Note : সম্ভাব্য গ্যামেট দুটি হলো – ABC, aBC
1.9 যদি পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হন সেক্ষেত্রে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভবনা হল –
(ক) 25%
(খ) 50%
(গ) 100%
(ঘ) 0%
উত্তরঃ (ঘ) 0%
1.10 মেন্ডেলের দ্বিসংকর জননে F2 অপত্য বংশে প্রাপ্ত কুঞ্চিত ও সবুজ ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ হবে –
(ক) 3/16
(খ) 1/16
(গ) 9/16
(ঘ) 11/16
উত্তরঃ (খ) 1/16
Note : মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুর ফিনোটাপিক অনুপাত –
9 (হলুদ গোল) : 3 (হলুদ কুঞ্চিত) : 3 (সবুজ গোল) : 1 (সবুজ কুঞ্চিত)
1.11 একটি সংযোগ রক্ষাকারী প্রাণী হল –
(ক) ইয়োহিপ্পাস
(খ) গিংগো
(গ) স্ফোনোডন
(ঘ) পেরিপেটাস।
উত্তরঃ (গ) স্ফোনোডন ও (ঘ) পেরিপেটাস উভয়ই সঠিক হবে।
1.12 উটের কুঁজের ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয় –
(ক) জল
(খ) লিপিড
(গ) প্রোটিন
(ঘ) শর্করা।
উত্তরঃ (ক) জল
1.13 ভারতবর্ষের কোন অংশ সুন্দাল্যান্ডের অন্তর্গত?
(ক) সিকিম
(খ) আন্দামান
(গ) সুন্দরবন
(ঘ) পূর্ব ভারত।
উত্তরঃ (খ) আন্দামান
1.14 যে তাপমাত্রায় ক্রায়োসংরক্ষণ করা হয় তা হল–
(ক) −170°C
(খ) –179°C
(গ) –140°C
(ঘ) –196°C
উত্তরঃ (ঘ) –196°C
1.15 Wild Life Protection Act চালু হয় –
(ক) 1996 সালে
(খ) 1992 সালে
(গ) 1982 সালে
(ঘ) 1972 সালে।
উত্তরঃ (ঘ) 1972 সালে
আরও পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-“খ”
2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :
2.1 হাইপার মেট্রোপিয়া রোগে যে লেন্স ব্যবহৃত হয় তা হল _________ ।
উত্তরঃ উত্তল লেন্স
2.2 প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় ________ কোশবিভাজনে।
উত্তরঃ মিয়োসিস
2.3 _______ হরমোনের অধিকক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়।
উত্তরঃ GH বা সোমাটোট্রপিক
2.4 লবণাম্বু উদ্ভিদের পাতার কোশে ________ গ্রন্থি থাকে।
উত্তরঃ লবন
2.5 পশ্চিমবঙ্গের প্রথম JFM গঠিত হয় ________ অরণ্যে।
উত্তরঃ আরাবারি
Note : পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে ১৯৭১ সালে প্রথম JFM গঠন করা হয়েছিল। এটি গঠন করার মূল উদ্দেশ্য ছিল শাল জাঙ্গল উদ্ভিদ পুনরুদ্ধার করা।
2.6 ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলে ________।
উত্তরঃ লোকাস
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
2.7 অক্সিজেন একটি গ্রিনহাউস গ্যাস।
উত্তরঃ মিথ্যা
2.8 সকল প্রকার মৌমাছি মৌ–নৃত্য প্রদর্শন করে।
উত্তরঃ মিথ্যা
Note : শুধুমাত্র শ্রমিক মৌমাছিরা মৌ-নৃত্য প্রদর্শন করে।
2.9 মানুষের রেটিনায় রড কোশের সংখ্যা বেশি।
উত্তরঃ মিথ্যা
Note : মানুষের রেটিনায় কোণ কোশের সংখ্যা বেশি।
2.10 পশ্চিমবঙ্গের বেথুয়াডহরিতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।
উত্তরঃ মিথ্যা
Note : পশ্চিমবঙ্গের বেথুয়াডহরিতে চিতল হরিণ সংরক্ষণ করা হয়।
2.11 ওজন হোল ঘটাতে সাহায্য করে CO2।
উত্তরঃ সত্য
2.12 সহপ্রকটতা দেখা যায় সন্ধামালতী উদ্ভিদে।
উত্তরঃ মিথ্যা
Note : অসুম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধামালতী উদ্ভিদে।
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয়স্তম্ভের ক্রমক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 ক্লিভেজ (Furrow) | শস্য গঠন |
2.14 ইটাই-ইটাই | পরিব্যাপ্তি |
2.15 ডিসলেক্সিয়া | প্রাণী কোশে সাইটোকাইনেসিস |
2.16 হাইপার টেনশন | ক্যাডমিয়াম |
2.17 জিনের আকস্মিক পরিবর্তন | সীসা |
2.18 নির্ণীত নিউক্লিয়াস | উচ্চ রক্তচাপ |
আর্সেনিক |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 ক্লিভেজ (Furrow) | প্রাণী কোশে সাইটোকাইনেসিস |
2.14 ইটাই-ইটাই | ক্যাডমিয়াম |
2.15 ডিসলেক্সিয়া | সীসা |
2.16 হাইপার টেনশন | উচ্চ রক্তচাপ |
2.17 জিনের আকস্মিক পরিবর্তন | পরিব্যাপ্তি |
2.18 নির্ণীত নিউক্লিয়াস | শস্য গঠন |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। (যে কোনো ছয়টি) :
2.19 ডারউইন রচিত বইটির নাম লেখো।
উত্তরঃ The Origin of Species by means of Natural Selection.
2.20 একটি মিশ্র স্নায়ুর নাম লেখো।
উত্তরঃ ভেগাস স্নায়ু।
2.21 বিসদৃশটি বেছে লেখো :-
IPA, NAA, IBA এবং ABA
উত্তরঃ ABA
Note : ABA (অ্যাবসিসিক অ্যাসিড) হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধ করে কিন্তু অন্যান্য হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।
2.22 কুমড়ো গাছের আকর্ষ ও মটরগাছের আকর্ষ কী ধরনের অঙ্গ।
উত্তরঃ সমবৃত্তীয় অঙ্গ।
2.23 হোমোগ্যামেটিক কাদের বলে?
উত্তরঃ যে সমস্ত জীবেদের দুটি একইরকম সেক্স ক্রোমোজোম থাকে তাদের হোমোগ্যামেটিক বলে।
যেমন – নারীরা বা মেয়েরা হোমোগ্যামেটিক হয়।
2.24 পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের নাম লেখো।
উত্তরঃ (১) সিঙ্গালীলা জাতীয় উদ্যান (২) সুন্দরবন জাতীয় উদ্যান
2.25 একটি বহিরাগত উদ্ভিদ প্রজাতির নাম লেখো, যা ভারতবর্ষে আনা হয়েছে।
উত্তরঃ কচুরিপানা।
Note : কচুরিপানা ব্রাজিল থেকে আনা হয়েছিল।
2.26 বায়ুতে CO2 –এর শতকরা মাত্রা কত?
উত্তরঃ 0.03 % (প্রায়)
আরও পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888,
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 888
2.24 Question এর Answer টা ভূল আছে ।
পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।।
ওটা হবে :—
পশ্চিমবঙ্গের গোরুমারা জাতীয় উদ্যান।
অথবা অন্য কোনো জাতীয় উদ্যানের নাম হবে ।।
🙌🙌🙌🙌🙋🙋🙅🙅🙅🙅👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍✊✊👍👍👍👍👍👍👍👍okajwhsuhwbbsusbshudhszwysh
2.11 ta true hobe na false hobe