Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 226

বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে-
ক) আরোহন প্রক্রিয়া
খ) নগ্নীভবন প্রক্রিয়া
গ) পর্যায়ন
ঘ) অবরোহন প্রক্রিয়া।

১.২ মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে –
ক) মন্থকূপ
খ) ‘v’ আকৃতির উপত্যকা
গ) ক্যানিয়ন
ঘ) ওয়াদি।

১.৩ পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে—
ক) সিন্ধুনদের মোহনায়
খ) নীলনদের মোহনায়
গ) মিসিসিপি- মিসৌরীর মোহনায়
ঘ) হোয়াংহোর মোহনায়।

১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়—
ক) থার্মোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) অ্যানিমোমিটার।

১.৫ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে-
ক) হ্যারিকেন
খ) সাইক্লোন
গ) টাইফুন
ঘ) কালবৈশাখী।

১.৬ সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে –
ক) হিমশৈল
খ) মগ্নচড়া
গ) হিমপ্রাচীর
ঘ) শৈবাল সাগর।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

১.৭ একটি ই-বর্জ্যের উদাহরণ হল-
ক) ওষুধের শিশি
খ) ভাঙ্গা মোবাইল
গ) ফলের খোসা
ঘ) কাগজ।

১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল –
ক) তেলেঙ্গানা
খ) গোয়া
গ) ঝাড়খন্ড
ঘ) ছত্তিশগড়।

১.৯ আম্রবৃষ্টি দেখা যায় –
ক) উত্তর ভারতে
খ) দক্ষিণ ভারতে
গ) পশ্চিম ভারতে
ঘ) মধ্য ভারতে।

১.১০ ভারতের বৃহত্তম মহানগরটি হল
ক) মুম্বাই
খ) নতুন দিল্লি
গ) কলকাতা
ঘ) চেন্নাই।

১.১১ ভারতের ‘সিলিকন ভ্যালি‘ বলা হয় –
ক) বেঙ্গালুরু
খ) চেন্নাই
গ) কলকাতা
ঘ) দিল্লি।

১.১২ ভারতের করমুক্ত বন্দর –
ক) কান্দালা
খ) মুম্বাই
গ) কলকাতা
ঘ) চেন্নাই।

১.১৩ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল
ক) ভাকরা নাঙ্গাল।
খ) দামোদর
গ) রিহান্দ
ঘ) হীরাকুঁদ।

১.১৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার রঙ থাকে –
ক) বাদামী
খ) সবুজ
গ) নীল
ঘ) লাল

বিভাগ-‘খ’ 2। 2.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে শুষ্ক মৌসুম এবং শীতকালে বৃষ্টিপাত হয়। এর কারণ হল, গ্রীষ্মকালে এই অঞ্চলে উচ্চচাপের অবস্থা বিরাজ করে। এই উচ্চচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে। শীতকালে এই অঞ্চলে নিম্নচাপের অবস্থা বিরাজ করে। এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে।

 

২.১.২ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বনিম্ন থাকে। এর কারণ হল, নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে সমুদ্রজলের লবণ মিশে যায়।

 

২.১.৩ আর্সেনিক দূষণ হল একপ্রকার জলদূষণ।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ আর্সেনিক হল একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এই পদার্থটি জলে মিশে গেলে জলদূষণ হয়। আর্সেনিক দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।

 

২.১.৪ ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ ভারতের উত্তরতম স্থান হল উত্তরাখণ্ড রাজ্যের ইন্দিরাকল শহর। এই শহরটি হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। ইন্দিরাকল শহরের অক্ষাংশ হল ৩৬°৭′ উত্তর এবং দ্রাঘিমাংশ হল ৭৯°১৮′ পূর্ব।

 

২.১.৫ গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চলকে খাদার বলা হয়। এই অঞ্চলটি গঙ্গা নদীর পলি দ্বারা গঠিত হয়েছে। খাদার অঞ্চলটি সাধারণত সমতল এবং রুক্ষ হয়। এই অঞ্চলে জল নিষ্কাশনের সুবিধা কম থাকে।

 

২.১.৬ কোচিকে ‘আরবসাগরের রানী‘ বলে।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ কোচি ভারতের কেরল রাজ্যের একটি প্রধান বন্দর শহর। এই শহরটি আরব সাগরের তীরে অবস্থিত। কোচি শহরের সুন্দর সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য এটি ‘আরবসাগরের রানী‘ নামে পরিচিত।

 

২.১.৭ ISRO-এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো ছয়টি) 

২.২.১ থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ______ বলে।

উত্তরঃ ধ্রিয়ান 

 

২.২.২ জলীয় বাষ্প ঘণীভূত হওয়ার সময় ______ ত্যাগ করে।

উত্তরঃ লীনতাপ 

 

২.২.৩ ______ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ।

উত্তরঃ বায়ুপ্রবাহ 

 

২.২.৪ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ______ বলে।

উত্তরঃ জৈব ভঙ্গুর 

 

২.২.৫ ভারতের মূল ভূ-খণ্ডের দক্ষিণতম অংশ ______। 

উত্তরঃ ইন্দিরা পয়েন্ট 

 

২.২.৬ জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে ______ বলে।

উত্তরঃ মিলেট 

 

২.২.৭ ______ এর চা স্বাদে গন্ধে অতুলনীয়।

উত্তরঃ দার্জিলিং 

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?

উত্তরঃ আর্গ। 

 

২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়?

উত্তরঃ ট্রপোস্ফিয়ার স্তরে। 

 

২.৩.৩ কুরোশিয়ো স্রোত কোন মহাসাগরে দেখা যায়?

উত্তরঃ উত্তর প্রশান্ত মহাসাগরে। 

 

২.৩.৪ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?

উত্তরঃ জৈব-অভঙ্গুর বর্জ্য।

 

২.৩.৫ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ শিলং 

 

২.৩.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

উত্তরঃ আউশ ধান। 

 

২.৩.৭ ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো।

উত্তরঃ হলদিয়া বন্দর। 

 

২.৩.৮ R.F স্কেলের পুরো কথা কী?

উত্তরঃ Representative Fraction 

 

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ জেট বায়ু (১) রাজস্থান
২.৪.২ আঁধি (২) বৃহত্তম কয়াল
২.৪.৩ ভেম্বনাদ (৩) তথ্য প্রযুক্তি
২.৪.৪ আউটসোর্সিং (৪) দ্রুতগামী বায়ুপ্রবাহ চল

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ জেট বায়ু (৪) দ্রুতগামী বায়ুপ্রবাহ চল
২.৪.২ আঁধি (১) রাজস্থান
২.৪.৩ ভেম্বনাদ (২) বৃহত্তম কয়াল
২.৪.৪ আউটসোর্সিং (৩) তথ্য প্রযুক্তি

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

2 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 226”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!