Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 96

বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহনক্ষমতা বৃদ্ধি পায়
(ক) ২০ গুণ
(খ) ২৪ গুণ
(গ) ৫০ গুণ
(ঘ) ৬৪ গুণ।

ব্যাখ্যাঃ নদীর বহনক্ষমতা গতিবেগের ষষ্ঠ ঘাতের সাথে সমানুপাতিক। অর্থাৎ, গতিবেগ দ্বিগুণ হলে বহনক্ষমতা (২) = ৬৪ গুণ বৃদ্ধি পায়।

 

১.২ লবনযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল—
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়।

ব্যাখ্যাঃ লবনযুক্ত শিলাস্তরে নদীর জল লবণকে দ্রবীভূত করে বহন করে নিয়ে যায়। এই প্রক্রিয়াকে দ্রবণ ক্ষয় বলে।

 

১.৩ কোনটি বায়ুর উদাহরণ –
(ক) পশ্চিমাবায়ু
(খ) ঘূর্ণ বায়ু
(গ) মৌসুমী
(ঘ) জেট বায়ু।

১.৪ যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হল –
(ক) কুয়াশা
(খ) শিলাবৃষ্টি
(গ) তুষারপাত
(ঘ) বৃষ্টিপাত।

ব্যাখ্যাঃ কুয়াশা হল বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব বৃদ্ধির ফলে সৃষ্ট একটি অবস্থা। এটি অধঃক্ষেপণের রূপ নয়।

 

১.৫ বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে –
(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে
(গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
(ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে।

ব্যাখ্যাঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে সমান উষ্ণতা থাকে। তাই এ অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৬ সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে –
(ক) বায়ুপ্রবাহ
(খ) পৃথিবীর পরিক্রমণ
(গ) মগ্নচড়া
(ঘ) সবকটিই প্রযোজ্য।

ব্যাখ্যাঃ সমুদ্রস্রোত সৃষ্টির জন্য বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ এবং মগ্নচড়া এই তিনটি কারণই গুরুত্বপূর্ণ। বায়ুপ্রবাহের কারণে সমুদ্রপৃষ্ঠে উষ্ণতা ও চাপের তারতম্য সৃষ্টি হয়। পৃথিবীর পরিক্রমণের কারণে সমুদ্রের জলধারা ঘূর্ণায়মান হয়। মগ্নচড়ার কারণে সমুদ্রের তলদেশে উঁচু-নিচু ভূমিরূপের সৃষ্টি হয়। এই তিনটি কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয়।

 

১.৭ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল –
(ক) মিথেন
(খ) নাইট্রোজেন
(গ) অ্যামোনিয়া
(ঘ) কোনটিই নয়।

ব্যাখ্যাঃ ল্যান্ডফিল থেকে উৎপন্ন প্রধান গ্যাস হল মিথেন। এছাড়াও নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাসও ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয়।

 

১.৮ শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে
(ক) খাদার
(খ) ভাঙ্গার
(গ) ভাবর
(ঘ) বেট।

ব্যাখ্যাঃ শিবালিক পর্বতের পাদপদেশে যে নুড়ি, পাথর দ্বারা অনুর্বর ভুমি বা মাটি দেখা যায় তাকে ভাবর বলে ।

 

১.৯ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) ফোয়ারা।

 

১.১০ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল –
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমা ঝঞ্ঝা
(ঘ) লু

 

১.১১ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-
(ক) ক) জলসেচ
(খ) ঝুম চাষ
(গ) ফালি চাষ
(ঘ) পশুচারণ।

 

১.১২ সামুদ্রিক লবনাক্ত বাতাস প্রয়োজন হয় –
(ক) ইক্ষু চাষে
(খ) চা চাষে
(গ) পাট চাষে
(ঘ) কফি চাষে।

ব্যাখ্যাঃ সামুদ্রিক লবনাক্ত বাতাস ইক্ষু চাষে প্রয়োজন। লবনাক্ত বাতাস ইক্ষুর পাতাকে মজবুত করে এবং ক্ষতিকর পোকামাকড় দূরে রাখে।

 

১.১৩ ভারতে একটি শুল্কমুক্ত বন্দর হল-
(ক) পারাদ্বীপ বন্দর
(খ) কান্দালা বন্দর
(গ) কোচি বন্দর
(ঘ) মার্মাগাঁও বন্দর।

 

১.১৪ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল
(ক) বাদামী
(খ) কালো
(গ) লাল
(ঘ) নীল।

ব্যাখ্যাঃ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামী রং দিয়ে। সমোন্নতি রেখা হল সমুদ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় অবস্থিত বিন্দুগুলিকে সংযোগকারী রেখা।

 

বিভাগ-‘খ’ ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং তাশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : (যে কোনো ছটি) :

২.১.১ উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় । বায়ু যতই সংকুচিত হয় , ততই তার ঘনত্ব বাড়ে। 

 

২.১.২ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ ওজন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে। তাই ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়

 

২.১.৩ মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। এটি উত্তর-পূর্ব থেকে প্রবাহিত হয় এবং শীতকালে প্রচণ্ড শীত ও ঝড়বৃষ্টি বয়ে আনে।

 

২.১.৪ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মেরু অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে।

 

২.১.৫ বর্জ্য পৃথককরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হল বর্জ্য পৃথককরণ। বর্জ্য পৃথককরণের মাধ্যমে বিভিন্ন ধরনের বর্জ্যকে আলাদা করা হয়। এর ফলে বর্জ্যকে পুনঃব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য করা বা নিরাপদভাবে অপসারণ করা সহজ হয়।

 

২.১.৬ মরু অঞ্চলের মাটির নাম পড়সল।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল সিরোজেম। 

 

২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়৷

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক ব্যবহার করে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। যেমন, নদীর জন্য নীল রেখা, পাহাড়ের জন্য বাদামী রেখা, শহরের জন্য কালো রেখা ইত্যাদি।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো ছটি) :

২.২.১ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ______ বলে।

উত্তরঃ মন্থকূপ 

ব্যাখ্যা: নদীগর্ভে প্রবাহিত জল তার তলদেশে অবস্থিত শিলাখণ্ডগুলিকে ঘর্ষণ ও ক্ষয় করে। এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। অবঘর্ষ প্রক্রিয়ায় নদীগর্ভে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলিকে মন্থকূপ বলে।

২.২.২ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ______ বলে।

উত্তরঃ ক্রেভাস 

ব্যাখ্যা: হিমবাহের গলন ও সঞ্চয় প্রক্রিয়ার ফলে হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলিকে ক্রেভাস বলে। ক্রেভাসগুলি হিমবাহের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ, এগুলিতে হাঁটা চলার সময় হিমবাহের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

২.২.৩ ভারতের শীতল মরুভূমির উদাহরণ ______।

উত্তরঃ লাদাখ 

ব্যাখ্যা: লাদাখ ভারতের একটি উত্তর-পশ্চিম অঞ্চল। এটি হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। লাদাখের গড় উচ্চতা 4,500 মিটার। এই অঞ্চলের আবহাওয়া খুবই শীতল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে না। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। লাদাখের মাটিতে লবণের পরিমাণ বেশি। তাই এ মাটিতে গাছপালা জন্মানো কঠিন।

২.২.৪ জলীয়বাষ্প ঘণীভূত হওয়ার সময় ______ ত্যাগ করে।

উত্তরঃ লীনতাপ 

ব্যাখ্যা: জলীয়বাষ্প বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল হয়ে ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার সময় জলীয়বাষ্প থেকে লীনতাপ বের হয়। এই লীনতাপ বায়ুমণ্ডলের তাপমাত্রা কমিয়ে দেয়।

২.২.৫ ভারত ও চীন সীমারেখা ______ নামে পরিচিত।

উত্তরঃ ম্যাকমোহন 

ব্যাখ্যা: ভারত ও চীন সীমারেখা 1914 সালে ম্যাকমোহন রেখা নামে পরিচিতি লাভ করে। এই রেখাটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। এই রেখাটি চীনের সাথে ভারতের সীমানা নির্ধারণ করে।

২.২.৬ বল উইভিল পোকার অনাক্রমণে ______ চাষ ক্ষতিগ্রস্ত হয়।

উত্তরঃ কার্পাস 

ব্যাখ্যা: বল উইভিল পোকা হল একটি ক্ষতিকর পোকা। এরা কার্পাস গাছের পাতা খেয়ে ফেলে। এর ফলে কার্পাস চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

২.২.৭ উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ______ শহরকে।

উত্তরঃ কানপুর 

ব্যাখ্যা: কানপুর উত্তর ভারতের একটি প্রধান শিল্প শহর। এই শহরটি বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। তাই কানপুরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়। ম্যাঞ্চেস্টার ইংল্যান্ডের একটি প্রধান শিল্প শহর। এটিও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত।

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উত্তরঃ সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত।

 

২.৩.২ বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেটবিমান যাতায়াত করে?

উত্তরঃ বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে জেটবিমান যাতায়াত করে। 

 

২.৩.৩ একটি গ্রীণ হাউস গ্যাসের নাম লেখো?

উত্তরঃএকটি গ্রীণ হাউস গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড

 

২.৩.৪ বায়ুচাপ মাপার একক কী?

উত্তরঃ বায়ুচাপ মাপার একক মিলিবার (mb)।

 

২.৩.৫ মরা জোয়ার বা মরা কোটাল কোন্ তিথিতে দেখা যায়?

উত্তরঃ মরা জোয়ার বা মরা কোটাল অষ্টমী তিথিতে দেখা যায়। 

 

২.৩.৬ ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

উত্তরঃ ভারতের রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। 

 

২.৩.৭ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?

উত্তরঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-7

 

২.৩.৮ উপগ্রহচিত্র কোন্ রূপে প্রকাশ করা হয়?

উত্তরঃ উপগ্রহচিত্র ডিজিটাল বা সাংখিক রূপে প্রকাশ করা হয়। 

 

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ হিমালয়ে খরস্রোত নদী (১) মহাকাশ গবেষণা সংস্থা
২.৪.২ কফি গবেষণা কেন্দ্ৰ (২) শিলিগুড়ি
২.৪.৩ ISRO (৩) আলকানন্দা
২.৪.৪ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (৪) চিকমাগালুর

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ হিমালয়ে খরস্রোত নদী (৩) আলকানন্দা
২.৪.২ কফি গবেষণা কেন্দ্ৰ (৪) চিকমাগালুর
২.৪.৩ ISRO (১) মহাকাশ গবেষণা সংস্থা
২.৪.৪ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (২) শিলিগুড়ি

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!