Madhyamik ABTA Test Papers 2024 : History Page 190
বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ঋত্বিক ঘটক যুক্ত ছিলেন-
ক) পোশাক পরিচ্ছদের ইতিহাসে
খ) খেলাধুলার ইতিহাসে
গ) শিল্পচর্চার ইতিহাসে
ঘ) স্থাপত্যের ইতিহাসে
১.২ দ্বারকানাথ বিদ্যাভূষণ যুক্ত ছিলেন-
ক) বঙ্গদর্শন পত্রিকায়
খ) সোমপ্রকাশ পত্রিকায়
গ) সমাচার দর্পণ পত্রিকায়
ঘ) দিগদর্শন পত্রিকায়
১.৩ বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম-
ক) সমাচার দর্পণ
খ) দিগ্দর্শন
গ) বামাবোধিনী পত্রিকা
ঘ) বাঙ্গাল গেজেটি
১.৪ মেট্রোপলিটন ইন্সস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে
খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-
ক) লর্ড ক্যানিং
খ) জেমস উইলিয়াম কোলভিল
গ) লর্ড ডালহৌসি
ঘ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১.৬ রঙপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন-
ক) নুরুলউদ্দিন
খ) দেবী সিং
গ) রানী শিরোমণি
ঘ) তিতুমির
১.৭ কোলদের বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন—
ক) ক্লিভল্যান্ড
খ) উইলকিনসন
গ) রোজাসেস
ঘ) হিউরোজ
১.৮ ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন হল-
ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা
খ) ভারতসভা
গ) জাতীয় কংগ্রেস
ঘ) ল্যান্ড হোল্ডারস সোসাইটি
১.৯ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন-
ক) সংগীত শিল্পী
খ) নাট্যকার
গ) ব্যাঙ্গচিত্র শিল্পী
ঘ) সাহিত্যিক
১.১০ বন্দেমাতরম সংগীতটি রচিত হয়—
ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.১১ বাংলায় ‘মুদ্রণ শিল্পের জনক” ছিলেন—
ক) জেমস অগাস্টাস হিকি
খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) চার্লস উইলকিন্স
ঘ) মার্শম্যান
১.১২ I.A.C.S-এর প্রতিষ্ঠা করেন—
ক) ড. মহেন্দ্রলাল সরকার
খ) তারকনাথ পালিত
গ) জগদীশচন্দ্র বসু
ঘ) রাসবিহারী বসু
১.১৩ বঙ্গভঙ্গ (১৯০৫) যে দিন ঘোষিত হয়—
ক) ১৬ অক্টোবর
খ) ১৬ জুলাই
গ) ১৬ জুন
ঘ) ১৬ সেপ্টেম্বর
১.১৪ ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি‘ প্রতিষ্ঠিত হয়—
ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে
১.১৫ বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন-
ক) মাদারি পাশি
খ) বল্লবভাই প্যাটেল
গ) গান্ধীজি
ঘ) জয়প্রকাশ নারায়ণ
১.১৬ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন—
ক) কল্পনা দত্ত
খ) বাসন্তী দেবী
গ) সরোজিনী নাইডু
ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
১.১৭ কোন্ মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ হয়—
ক) কাকোরি ষড়যন্ত্র মামলা
খ) আলিপুর বোমা মামলা
গ) মজফফরপুর ষড়যন্ত্র মামলা
ঘ) মীরাট ষড়যন্ত্র মামলা
১.১৮ রসিদ আলি দিবস পালিত হয়—
ক) ১২ জানুয়ারি
খ) ১২ ফেব্রুয়ারি
গ) ১২ মার্চ
ঘ) ১২ এপ্রিল
১.১৯ স্বাধীন ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল ছিলেন-
ক) লর্ড মাউন্ট ব্যাটেন
খ) চক্রবর্তী রাজা গোপালাচারি
গ) বাবু রাজেন্দ্র প্রসাদ
ঘ) সর্দার বল্লবভাই প্যাটেল
১.২০ সরকারি ভাষা আইন পাশ হয়—
ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে
খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) “জীবনের ঝরাপাতা” গ্রন্থের লেখক কে ছিলেন?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানী।
(২.১.২) বিদ্যাসাগর কোন্ পত্রিকায় “বাল্য বিবাহের দোষ” শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন?
উত্তরঃ বাল্য বিবাহের দোষ ‘দর্বশুভকরী‘ পত্রিকার প্রথম সংখ্যায় (১৮৫০ ) প্রকাশিত।
(২.১.৩) কবে “ইন্ডিয়ান লিগ” গঠিত হয়?
উত্তরঃ ১৮৭৫ সালের ২৮শে আগস্ট।
(২.১.৪) অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর শচীন্দ্রপ্রসাদ বসু।
উপবিভাগ 2.2 ঠিক না ভুল নির্ণয় করো:
(২.২.১) নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক ছিলেন ড. রণজিৎ গুহ।
উত্তরঃ ঠিক
ব্যাখ্যাঃ ড. রণজিৎ গুহ ছিলেন একজন ভারতীয় ইতিহাসবিদ। তিনি নিম্নবর্গীয় ইতিহাসচর্চার অন্যতম পথিকৃৎ। তিনি তার “বঙ্গীয় সমাজের ইতিহাস” গ্রন্থে নিম্নবর্গীয়দের ইতিহাসের উপর আলোকপাত করেন। এই গ্রন্থের মাধ্যমে তিনি নিম্নবর্গীয়দের ইতিহাসকে প্রধান স্রোতের ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরেন।
(২.২.২) নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তরঃ ঠিক
ব্যাখ্যাঃ বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন বাঙালি কবি, দার্শনিক ও ধর্মপ্রচারক। তিনি নব্য বৈষ্ণব ধর্মের অন্যতম প্রবক্তা। তিনি “চৈতন্যচরিতামৃত” গ্রন্থ রচনা করেন, যা নব্য বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ।
(২.১.৩) বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা।
উত্তরঃ ঠিক
ব্যাখ্যাঃ বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা। ১৮৬৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রমের নাম ছিল শান্তিনিকেতন।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
(২.২.৪) পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল মালাবারে।
উত্তরঃ ভুল।
ব্যাখ্যাঃ পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল ত্রিবাঙ্কুরে।
উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) দক্ষিণারঞ্জন বসু | (১) পাগলা পন্থী বিদ্রোহ |
(২.৩.২) টিপু শাহ | (২) সভা-সমিতির যুগ |
(২.৩.৩) ড. অনিল শীল | (৩) কৃষাণ সভা |
(২.৩.৪) মদনমোহন মালব্য | (৪) ‘ছেড়ে আসা গ্রাম’ |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) দক্ষিণারঞ্জন বসু | (৪) ‘ছেড়ে আসা গ্রাম’ |
(২.৩.২) টিপু শাহ | (১) পাগলা পন্থী বিদ্রোহ |
(২.৩.৩) ড. অনিল শীল | (২) সভা-সমিতির যুগ |
(২.৩.৪) মদনমোহন মালব্য | (৩) কৃষাণ সভা |
উপবিভাগ ২.৪ প্রদত্ত ভারতবর্ষে রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) মুণ্ডা বিদ্রোহের এলাকা ১৮৯৯-১৯০০
(২.৪.২) মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ঝাঁসি
(২.৪.৩) সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র-আমেদাবাদ
(২.৪.৪) পর্তুগিজ উপনিবেশ—গোয়া।
উপবিভাগ ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি: রাজা রামমোহনের প্রচেষ্টায় সতীদাহ বিরোধী আইন পাশ হয়।
ব্যাখ্যা-১: সতীদাহ প্রথা বন্ধের জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল।
ব্যাখ্যা-২: রামমোহন বাংলাদেশের কুসংস্কার বিরোধী আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-৩: রামমোহনের পরিবারে সতীদাহের ঘটনা ঘটেছিল।
উত্তরঃ ব্যাখ্যা-২: রামমোহন বাংলাদেশের কুসংস্কার বিরোধী আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন।
(২.৫.২) বিবৃতি : সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা-১: বিদ্রোহীদের অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা-২: বিদ্রোহীদের সুযোগ্য নেতা ছিল না।
ব্যাখ্যা-৩: ব্রিটিশ সেনা নির্মম দমননীতি দ্বারা বহু সাঁওতালকে হত্যা করে।
উত্তরঃ ব্যাখ্যা-৩: ব্রিটিশ সেনা নির্মম দমননীতি দ্বারা বহু সাঁওতালকে হত্যা করে।
(২.৫.৩) বিবৃতি : রবীন্দ্রনাথ “গোরা” উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা- ১: পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা-২: ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা-৩: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ।
উত্তরঃ ব্যাখ্যা-৩: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ।
(২.৫.৪) বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে।
ব্যাখ্যা-১: চম্পারনে নীল চাষিদের চাপে নীলচাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
ব্যাখ্যা-২: আইন অমান্য আন্দোলনে গতি-প্রকৃতি অনুসন্ধান করার জন্য।
ব্যাখ্যা-৩ : গুজরাটে খেদা জেলার কৃষক আন্দোলনের তথ্যানুসন্ধানের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-১: চম্পারনে নীল চাষিদের চাপে নীলচাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution