Wed. Nov 20th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 248

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল—
ক) চাকুরিজীবী সম্প্রদায়
খ) সাধারণ সম্প্রদায়
গ) ভদ্রলোক সম্প্রদায়
ঘ) বুদ্ধিজীবী সম্প্রদায়।

১.২ নীলকর বিরোধী পত্রিকা ছিল-
ক) দিগদর্শন
খ) বঙ্গদর্শন
গ) সোমপ্রকাশ
ঘ) সমাচার দর্পণ।

১.৩ “কুলীন কুল সর্বস্ব” নাটকটি রচনা করেছিলেন—
ক) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
খ) গিরিশচন্দ্র ঘোষ
গ) অমৃতলাল বসু
ঘ) রামনারায়ণ তর্করত্ন।

১.৪ ‘হেয়ার স্কুল’ প্রতিষ্ঠিত হয়েছিল—
ক) ১৮২০ খ্রিস্টাব্দে
খ) ১৮১৮ খ্রিস্টাব্দে
গ) ১৮১৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।

১.৫ কোন্ বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র ‘নীলদর্পন’ রচনা করেন?—
ক) নীল
খ) শ্রমিক
গ) ছাত্র
ঘ) কৃষক।

১.৬ ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে—
ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।

১.৭ চিল নায়েক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন–
ক) সাঁওতাল
খ) কৈচর
গ) কোল
ঘ) ভিল।

১.৮ ‘পেশোয়া’ পদ লুপ্ত করেন-
ক) লর্ড অকল্যান্ড
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ক্যানিং।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৯ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস—
ক) আনন্দমঠ
খ) বিষবৃক্ষ
গ) দুর্গেশনন্দিনী
ঘ) চন্দ্রশেখর।

১.১০ ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট‘-এর প্রতিষ্ঠাতা ছিলেন-
ক) নন্দলাল বসু
খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) গুনেন্দ্রনাথ ঠাকুর।

১.১১ বাংলায় ছাপাখানার সূচনা হয়—
ক) হুগলীতে
খ) বর্ধমানে
গ) কলকাতায়
ঘ) হাওড়ায়।

১.১২ কী আবিষ্কারের জন্য সি ভি রমন নোবেল পুরস্কার পান-
ক) ইলেকট্রন
খ) পরমাণু
গ) বেতারতরঙ্গ
ঘ) রমন এফেক্ট।

১.১৩ বাংলা ভাগ করা হয় ১৯০৫ খ্রিস্টাব্দের –
ক) ১০ই অক্টোবর
খ) ২০শে অক্টোবর
গ) ১৫ই অক্টোবর
ঘ) ১৬ই অক্টোবর।

১.১৪ ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) সিঙ্গারা ভেলু চেট্টিয়ার
খ) নলিনী গুপ্ত
গ) মুজফ্ফর আহমেদ
ঘ) এস এ ডাঙ্গে।

১.১৫ স্বরাজ্য দলের সভাপতি ছিলেন-
ক) বীরেন্দ্রনাথ শাসমল
খ) মতিলাল নেহরু
গ) চিত্তরঞ্জন দাশ
ঘ) সুভাষচন্দ্র বসু।

১.১৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময় কার নির্দেশে সারা বাংলায় অরন্ধন দিবস পালিত হয়—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) অরবিন্দ ঘোষ।
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১.১৭ ‘গুলাম গিরি‘ গ্রন্থটি রচনা করেন—
ক) এম সি রাজা
খ) জ্যোতিবা ফুলে
গ) বি আর আম্বেদকর
ঘ) রামস্বামী নাইকার।

১.১৮ “চট্টগ্রাম অভ্যুত্থান” গ্রন্থটি লেখেন-
ক) শান্তা সেন
খ) কল্পনা দত্ত
গ) সূর্য সেন
ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।

১.১৯ কোন্ দেশীয় রাজ্যের বিপুল সংখ্যক মানুষ গণভোটের মধ্যমে ভারতে যোগদানের পক্ষে মতপ্রকাশ করে-
ক) ভোপাল
খ) হায়দ্রাবাদ
গ) জুনাগড়
ঘ) কাশ্মীর।

১.২০ ‘কেয়া পাতার নৌকো‘ রচনা কে করেন-
ক) অতীন বন্দ্যোপাধ্যায়
খ) প্রফুল্ল রায়
গ) অন্নদাশঙ্কর রায়
ঘ) দক্ষিণারঞ্জন বসু।

 

 

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করে?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে। 

Note: ১৯১১ সালের ২৬ জুলাই মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে। এই খেলাটি কলকাতার শোভাবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলার প্রথম গোল করেন মোহনবাগানের শিবদাস ভাদুড়ী। দ্বিতীয় গোল করেন অভিলাষ চৌধুরী। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের হয়ে একমাত্র গোল করেন রিচার্ড থর্নটন।

 

২.১.২ ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

উত্তরঃ রাজতরঙ্গিনী।

Note: ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ হল “রাজতরঙ্গিনী”। এটি হিন্দু কবি কলহন রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থটিতে ৮ম শতাব্দী থেকে ১০ম শতাব্দীর মধ্যবর্তী সময়ের কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।

 

২.১.৩ রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কী?

উত্তরঃ মৃণালিনী দেবী। 

Note: রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী। তিনি কাশীপুরের জমিদার বরদাচরণ দেবের কন্যা। রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর বিয়ে হয় ১৮৮৩ সালে। তাদের পাঁচ সন্তান ছিল।

 

২.১.৪ কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু। 

Note: সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ ও বিজ্ঞানী। তিনি ১৮৮০ সালের ১ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৬ সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন। এই পরিষদ ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান। সত্যেন্দ্রনাথ বসু ১৯৩২ সালের ৩০ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।

উপবিভাগ : ২.২ ঠিক/ভুল নির্ণয় করো :

(২.২.১) ব্রাহ্মসমাজ ছিল একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান।

উত্তরঃ ভুল।

ব্যাখ্যাঃ ব্রাহ্মসমাজ ছিল একটি ধর্মীয় সংস্কার আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মে প্রচলিত কুসংস্কার ও বর্ণভেদ প্রথা দূর করা। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতারা ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী ছিলেন। তারা সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চেয়েছিলেন।

ব্রাহ্মসমাজের মূলনীতিগুলি হল:

  • এক ঈশ্বরবাদ
  • ধর্মনিরপেক্ষতা
  • মানবতাবাদ
  • নারীশিক্ষা ও নারী স্বাধীনতা

ব্রাহ্মসমাজের এই মূলনীতিগুলি সাম্প্রদায়িকতার আদর্শের বিরোধী। তাই বলা যায় যে, ব্রাহ্মসমাজ ছিল একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান নয়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

(২.২.২) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ ।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের গুরু। শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের আদর্শ ও লক্ষ্য নির্ধারণ করেছিলেন।

স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালের ১লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের উদ্দেশ্য হল শ্রী রামকৃষ্ণের শিক্ষা ও আদর্শগুলিকে প্রচার ও প্রসার ঘটানো।

 

(২.২.৩) মুণ্ডারা বিরশাকে ‘সিঙ বোঙা’ বা ‘সূর্য দেবতা” বলে মনে করতেন।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ মুণ্ডারারা বিরশাকে তাদের প্রধান দেবতা হিসেবে পূজা করেন। তারা বিরশাকে ‘সিঙ বোঙা’ বা ‘সূর্য দেবতা’ বলে মনে করেন। মুণ্ডারারা বিশ্বাস করেন যে, বিরশা সৃষ্টিকর্তা এবং তিনি সকল কিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন।

মুণ্ডারাদের ধর্মীয় বিশ্বাসে বিরশার গুরুত্ব অপরিসীম। তারা বিরশার উদ্দেশ্যে বিভিন্ন পূজা-অর্চনা ও অনুষ্ঠান পালন করে থাকেন।

 

(২.২.৪) টিপু গারো পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ ১৮৯১ সালে গারো পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দেন টিপু। এই বিদ্রোহের অন্যতম কারণ ছিল ব্রিটিশ সরকারের চাঁদাবাজি ও নির্যাতন। বিদ্রোহীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে।

বিদ্রোহীরা টিপুকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে। টিপু ছিলেন একজন বীরযোদ্ধা। তিনি বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যান।

অবশেষে ১৮৯২ সালে ব্রিটিশ সরকার বিদ্রোহ দমন করে। টিপুকে বন্দি করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

টিপু গারো পাগলপন্থী বিদ্রোহের এক বীরোচিত নেতা। তিনি গারো জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতীক।

 

 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হজরত মহল (১) একা আন্দোলন
(২.২.২) আজ এই ভারতবর্ষের সকল জাতই আমার জাত’ (২) ভারত মহিলা পরিষদ
(২.৩.৩) বাবা গরিব দাস (৩) গোরা
(২.৩.৪) রমাবাঈ রানাডে (৪) অযোধ্যা

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হজরত মহল (৪) অযোধ্যা
(২.২.২) আজ এই ভারতবর্ষের সকল জাতই আমার জাত’ (৩) গোরা
(২.৩.৩) বাবা গরিব দাস (১) একা আন্দোলন
(২.৩.৪) রমাবাঈ রানাডে (২) ভারত মহিলা পরিষদ

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) গোয়ালিয়র
(২.৪.২) আসাম চা বাগান
(২.৪.৩) ঢাকা
(২.৪.৪) পণ্ডিচেরি।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি : ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল।
ব্যাখ্যা-১: ভারতে আরবি-ফারসি চর্চার উন্নতি করতে হবে এই বিষয়ে।
ব্যাখ্যা- ২: ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে এই বিষয়ে।
ব্যাখ্যা- ভারতে দেশীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করতে হবে।

উত্তরঃ ব্যাখ্যা- ২: ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে এই বিষয়ে।

 

(২.৫.২) বিবৃতি : স্বৈরাচারী ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে সন্ন্যাসী-ফকিররা বিদ্রোহ করেছিল।
ব্যাখ্যা- ১: ইংরেজ সরকার সন্ন্যাসী-ফকিরদের কাছ থেকে উচ্চহারে রাজস্ব এবং তীর্থকর আদায় করত।
ব্যাখ্যা-২: ইংরেজ সরকার সন্ন্যাসী-ফকিরদের কৃষিকাজে বাধা দিত।
ব্যাখ্যা-৩: সন্ন্যাসী-ফকিররা খ্রিস্টান মিশনারি দ্বারা আক্রান্ত হয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা- ১: ইংরেজ সরকার সন্ন্যাসী-ফকিরদের কাছ থেকে উচ্চহারে রাজস্ব এবং তীর্থকর আদায় করত।

 

(২.৫.৩) বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ শামিল হয়নি।
ব্যাখ্যা-১: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো কর্মসূচি নেওয়া হয় নি।
ব্যাখ্যা-২: কৃষক সমাজ বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল।
ব্যাখ্যা-৩: কৃষক সমাজের রাজনৈতিক চেতনা ছিল না।

উত্তরঃ ব্যাখ্যা-৩: কৃষক সমাজের রাজনৈতিক চেতনা ছিল না।

 

(২.৫.৪) বিবৃতি : শচীন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন।
ব্যাখ্যা-১: সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থার করার জন্য।
ব্যাখ্যা-২: বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট স্কুল-কলেজ টিকিয়ে রাখার জন্য।
ব্যাখ্যা-৩: গ্রামে-গঞ্জে স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-১: সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থার করার জন্য।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!