Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 343

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল-
ক) ভদ্রলোক
খ) বুদ্ধিজীবী
গ) সাধারণ মানুষ
ঘ) চাকুরীজীবী।

১.২ সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয়—
ক) ইংল্যান্ডে
খ) ফ্রান্সে
গ) জার্মানিতে
ঘ) আমেরিকায়।

১.৩ ‘ন্যাশনাল থিয়েটার‘ প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

১.৪ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-
ক) ড. এম জে ব্রামলি
খ) ড. এইচ এইচ গুডিভ
গ) ড. এন ওয়ালিশ
ঘ) ড. জে গ্রান্ট।

১.৫ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –
ক) শিবনাথ শাস্ত্রী
খ) স্বামী বিবেকানন্দ
গ) শ্রীরামকৃষ্ণ
ঘ) রাজা রামমোহন রায়।

১.৬ অচল সিংহ নেতৃত্ব দিয়েছিলেন—
ক) চুয়াড় বিদ্রোহে
খ) কোল বিদ্রোহে
গ) সাঁওতাল বিদ্রোহে
ঘ) মুণ্ডা বিদ্রোহে।

১.৭ ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল—
ক) বাহাদুরপুর
খ) বারাসত
গ) ছোটনাগপুর
ঘ) রাজমহল।

১.৮ এইটটিন ফিফটি সেভেন (Eighteen Fifty Seven ) গ্রন্থের রচয়িতা-
ক) পট্টভি সীতারামাইয়া
খ) বিনায়ক দামোদর সাভারকর
গ) রণজিৎ গুহ
ঘ) সুরেন্দ্রনাথ সেন।

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল—
ক) ভারত সভা
খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
গ) জমিদার সভা
ঘ) ভারতের জাতীয় কংগ্রেস।

১.১০ ‘আধুনিক কার্টুন চিত্রের জনক‘ ছিলেন-
ক) রামকিঙ্কর বেইজ
খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.১১ রামরাম বসুর ‘প্রতাপাদিত্য চরিত্র‘ গ্রন্থটি মুদ্রিত হয়-
ক) ঢাকায়
খ) কলকাতায়
গ) রংপুরে
ঘ) শ্রীরামপুরে।

১.১২ ‘বিশ্বভারতী’ কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়-
ক) ১৯৫১ খ্রিস্টাব্দে
খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে।

১.১৩ সর্বভারতীয় কিষাণসভার প্রথম সভাপতি ছিলেন—
ক) এন জি রঙ্গ
খ) স্বামী সহজানন্দ
গ) জওহরলাল নেহেরু
ঘ) এস এস ডাঙ্গে।

১.১৪ ‘ফ্লাউড কমিশন’ যুক্ত ছিল—
ক) তেলেঙ্গানা কৃষক বিদ্রোহে
খ) মোপলা বিদ্রোহে
গ) তেভাগা আন্দোলনে
ঘ) রম্পা বিদ্রোহে।

১.১৫ মানবেন্দ্ৰনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ হল-
ক) ট্রানজিশাস
খ) হিন্দুস্বরাজ
গ) প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া
ঘ) ইন্ডিয়ান স্ট্রাগল।

১.১৬ ‘নারী সত্যাগ্রহ সমিতি’ গড়ে তোলেন—
ক) মীরা দাশগুপ্ত
খ) কনকলতা বড়ুয়া
গ) অরুণা আসফ আলি
ঘ) বাসন্তী দেবী।

১.১৭ ‘অলিন্দ যুদ্ধে’ অংশগ্রহণকারী ছাত্র নেতা ছিলেন–
ক) বিনয়কৃষ্ণ বসু
খ) কল্পনা দত্ত
গ) ভবানী ভট্টাচার্য
ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।

১.১৮ মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন‘ শুরু করে-
ক) নারায়ণ গুরু
খ) ভীমারাও আম্বেদকর
গ) রামস্বামী নাইকার
ঘ) গান্ধীজি।

১.১৯ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন–
ক) মৌলানা আবুল কালাম আজাদ
খ) সর্দার বল্লভভাই প্যাটেল
গ) রাজেন্দ্রপ্রসাদ
ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন।

১.২০ ‘নেহেরু-লিয়াকৎ চুক্তি‘ স্বাক্ষরিত হয়—
ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ) ১৯০০ খ্রিস্টাব্দে
গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দে। 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২ ৷ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের ওপর ইতিহাস লিখেছেন?

উত্তরঃ কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলার ইতিহাসের ওপর ইতিহাস লিখেছেন।

Note: কৌশিক বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় ইতিহাসবিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। তিনি খেলার ইতিহাসের একজন বিশেষজ্ঞ। তিনি খেলার ইতিহাসের উপর বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে:

  • খেলা যখন ইতিহাস: সমাজ, সংস্কৃতি, রাজনীতি
  • প্লেয়িং ফর ফ্রিডম: আ হিস্ট্রিকাল স্পোর্টস ভিক্টরি
  • ক্রিকেট এবং বাংলাদেশ: ঐতিহ্য, পরিবর্তন, ভবিষ্যৎ

এই বইগুলিতে, তিনি খেলার ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি খেলার ইতিহাসের সাথে সমাজের বিভিন্ন দিক, যেমন সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদির সম্পর্ক আলোচনা করেছেন।

কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলার ইতিহাসের উপর কাজ ভারতীয় খেলার ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। তিনি খেলার ইতিহাসের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন।

 

(২.১.২) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেন।

Note: উইলিয়াম জোনস ছিলেন একজন ইংরেজ পণ্ডিত। তিনি ছিলেন একজন ভাষাবিদ, ইতিহাসবিদ এবং ঐতিহাসিক। তিনি ১৭৮৪ সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

এশিয়াটিক সোসাইটি ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক সমাজ। এই সোসাইটির লক্ষ্য ছিল ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদির উপর গবেষণা করা।

এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সোসাইটির মাধ্যমে ভারতের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অনেক নতুন তথ্য আবিষ্কৃত হয়।

 

(২.১.৩) হাফ টোন ব্লক কী?

উত্তরঃ হাফ টোন ব্লক হল একটি গ্রাফিক্যাল প্রিন্টিং প্রযুক্তি যা ধারাবাহিক ছায়া বা ধূসর ছায়াগুলিকে পুনরুত্পাদন করতে ব্যবহৃত হয়। এই প্রযুক্তিতে, ছবির ধূসর ছায়াগুলি ছোট ছোট বিন্দু বা স্পট দিয়ে পুনরুত্পাদন করা হয়। এই বিন্দুগুলির আকার এবং ঘনত্ব ছবির ছায়ার তীব্রতা নির্ধারণ করে।

 

(২.১.৪) ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয়?

উত্তরঃ ‘সীমান্ত গান্ধী’ উপাধিটি খান আব্দুল গফফার খান নামে একজন খ্যাতনাম পাস্তুন জাতীয়তাবাদী নেতাকে দেওয়া হয়।

Note: খান আব্দুল গফফার খান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন এবং তার কর্মধারা মহাত্মা গান্ধীর আন্দোলনের সাথে সাদৃশ্য দেখায়, তাই তাকে ‘সীমান্ত গান্ধী’ বলা হয়।

খান আব্দুল গফফার খান ১৮৯০ সালে বর্তমান পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের উটমানজাইয়ে জন্মগ্রহণ করেন। তার অহিংস আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো:

  • খুদাই খিদমাতগার (God’s Servants): ১৯২৯ সালে তিনি খুদাই খিদমাতগার নামে একটি অহিংস স্বেচ্ছাসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন যা ব্রিটিশ শাসনের অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে।
  • পেশাওয়ার সত্যাগ্রহ: ১৯৩0 সালে তিনি ব্রিটিশ কর আদায়ের বিরুদ্ধে পেশাওয়ার সত্যাগ্রহ শুরু করেন যা পুলিশের নিষ্ঠুর দমনে সমাপ্ত হয়।
  • ভারত ছাড়ো আন্দোলন: তিনি ভারত ছাড়ো আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1942 সালে গ্রেফতার হন।

খান আব্দুল গফফার খান তার অহিংস নীতির জন্য ব্যাপক সম্মান অর্জন করেন। তিনি 1988 সালে মারা যান। তাকে পাকিস্তান এবং আন্তর্জাতিকভাবে শান্তির জন্য তার অবদানের জন্য মনে রাখা হয়।

 

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) গথিক স্থাপত্যের একটি উদাহরণ হল কলকাতা হাইকোর্ট।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ গথিক স্থাপত্য হল একটি মধ্যযুগীয় স্থাপত্য শৈলী যা ১২শ শতাব্দীতে ফ্রান্সে উদ্ভূত হয়েছিল। এই স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যগুলি হলো:

  • লম্বা ও সরু জানালা
  • তীর্যক খিলান
  • অলঙ্কৃত নকশা

কলকাতা হাইকোর্টের স্থাপত্য গথিক স্থাপত্যের এই বৈশিষ্ট্যগুলির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, কলকাতা হাইকোর্ট গথিক স্থাপত্যের একটি উদাহরণ।

(২.২.২) ‘হুতোম প্যাঁচার নকশা’ হল বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যাঙ্গ সাহিত্য।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ হল বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যাঙ্গ সাহিত্য। এই গ্রন্থটি রচনা করেন হিন্দু কবি রামচন্দ্র কিশোর সেন। এই গ্রন্থটিতে হুতোম প্যাঁচার নামক একটি কাল্পনিক চরিত্রের মাধ্যমে কলকাতার সমাজের বিভিন্ন কুসংস্কার, দুর্নীতি ও অনাচারগুলিকে ব্যঙ্গ করা হয়েছে।

এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৬৭ সালে। তাই বলা যায় যে, ‘হুতোম প্যাঁচার নকশা’ হল বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যাঙ্গ সাহিত্য।

 

(২.২.৩) ১৯২৫ খ্রিস্টাব্দে বোম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ ভারতের কমিউনিস্ট পার্টি ১৯২৫ খ্রিস্টাব্দে কলকাতা শহরে আত্মপ্রকাশ করে। এই পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মণিভূষণ মজুমদার, শিশির কুমার মিত্র, সূর্য সেনের মতো নেতারা।

বোম্বাই শহরে ভারতের কমিউনিস্ট পার্টির একটি শাখা ছিল। কিন্তু এই শাখাটি ১৯২৫ খ্রিস্টাব্দের আগেই প্রতিষ্ঠিত হয়েছিল।

সুতরাং, বলা যায় যে, ১৯২৫ খ্রিস্টাব্দে বোম্বাই শহরে ভারতের কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করেনি।

 

(২.২.৪) ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতির সদস্যা ছিলেন। 

উত্তরঃ ভুল।

ব্যাখ্যাঃ ভগিনী নিবেদিতা ছিলেন একজন ব্রিটিশ মহিলা। তিনি ১৮৯৫ সালে ভারতে আসেন এবং রামকৃষ্ণ পরমহংসের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি রামকৃষ্ণ মিশনের একজন নিবেদিত কর্মী ছিলেন।

অনুশীলন সমিতি ছিল একটি বিপ্লবী সংগঠন। এই সংগঠনটি ১৯০২ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা।

ভগিনী নিবেদিতা ছিলেন একজন নিরস্ত্র আন্দোলনের সমর্থক। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন না। তাই তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন না।

সুতরাং, বলা যায় যে, ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতির সদস্যা ছিলেন না।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) দেবী সিং (১) ডন সোসাইটি
(২.৩.২) রাজনারায়ণ বসু (২) তাম্রলিপ্ত জাতীয় সরকার
(২.৩.৩) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (৩) হিন্দু মেলা
(২.৩.৪) সতীশচন্দ্র সামন্ত (৪) রংপুর বিদ্রোহ

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) দেবী সিং (৪) রংপুর বিদ্রোহ
(২.৩.২) রাজনারায়ণ বসু (৩) হিন্দু মেলা
(২.৩.৩) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (১) ডন সোসাইটি
(২.৩.৪) সতীশচন্দ্র সামন্ত (২) তাম্রলিপ্ত জাতীয় সরকার

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) চুয়াড় বিদ্রোহের এলাকা।
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর।
(২.৪.৩) নীল বিদ্রোহের প্রধান কেন্দ্র – নদীয়া
(২.৪.৪) ১৮৫৭-র বিদ্রোহের একটি কেন্দ্র – এলাহাবাদ
(২.৪.৫) পুনর্গঠিত রাজ্য গুজরাট।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্মসমাজের প্রথম বিভাজন ঘটে।
ব্যাখ্যা-১: বেদের অভ্রান্ততা বিষয়ে তাঁর সঙ্গে তরুণ ব্রাহ্মণদের বিরোধ বাধে।
ব্যাখ্যা-২: তরুণ ব্রাহ্মণরা সমাজ সংস্কারের পক্ষপাতী ছিলেন।
ব্যাখ্যা-৩: কেশবচন্দ্র তাঁর নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করেন।

উত্তরঃ ব্যাখ্যা-৩: কেশবচন্দ্র তাঁর নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করেন।

 

(২.৫.২) বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা-১: তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা-২: তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা-৩: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।

উত্তরঃ ব্যাখ্যা-২: তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।

 

(২.৫.৩) বিবৃতি: উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়।
ব্যাখ্যা-১: লোকে ছাপা বই পড়তে ভালোবাসত।
ব্যাখ্যা-২: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
ব্যাখ্যা-৩: ছাপাব দেখতে সুন্দর ছিল।

উত্তরঃ ব্যাখ্যা-২: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।

 

(২.৫.৪) বিবৃতি: ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়।
ব্যাখ্যা-১: তিনি বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
ব্যাখ্যা-২: তিনি চট্টগ্রামের ইউরোপীয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা-৩ : তিনি ঢাকার মেধাবী ছাত্রী ছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা-২: তিনি চট্টগ্রামের ইউরোপীয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!