Wed. Nov 20th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 397

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘হিস্টোরিয়া‘ শব্দটি হল –
ক) জার্মান শব্দ
খ) ফরাসি শব্দ
গ) গ্রিক শব্দ
ঘ) ইংরেজি শব্দ।

১.২ জওহরলাল নেহেরু তাঁর শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন –
ক) মুন্সি প্রেমচাঁদ
খ) খুশবন্ত সিং
গ) আর কে নারায়ণ
ঘ) যশপাল সিং।

১.৩ ‘হিন্দু প্যাট্রিয়ট‘ পত্রিকা প্রথম প্রকাশিত হয়
ক)১৮৫১ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।

১.৪ ‘নব্যবঙ্গ’ কথাটি প্রথম ব্যবহার করেন—
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) প্যারিচাঁদ মিত্র
গ) কিশোরীচাঁদ মিত্র
ঘ) ডিরোজিও।

১.৫ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল—
ক) রামমোহন কলেজ
খ) যোগমায়াদেবী কলেজ
গ) বেথুন কলেজ
ঘ) সংস্কৃত কলেজ।

১.৬ মুণ্ডা বিদ্রোহ হয়েছিল –
ক) মেদিনীপুরে
খ) রাঁচিতে
গ) বীরভূমে
ঘ) ওড়িশায়।

১.৭ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্ৰোহ
ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
খ) ওয়াহাবি আন্দোলন
গ) ফরাজি আন্দোলন
ঘ) নীল বিদ্রোহ।

১.৮ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –
ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন।

১.৯ ‘ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ‘ নামে পরিচিত ছিলেন –
ক) নবগোপাল মিত্র
খ) রাজনারায়ণ বসু
গ) রামমোহন রায়
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন =
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
গ) নন্দলাল বসু
ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

১.১১ বাংলা হরফে প্রথম ছাপা বইটি হল-
ক) এ গা
খ) এ গ্রামার অব দি বেঙ্গলি লাঙ্গুয়েজ।
গ) বর্ণপরিচয়
ঘ) সমাচারদর্পণ।

১.১২ ‘জাতীয় শিক্ষা পরিষদ‘ বা ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন‘ প্রতিষ্ঠিত হয়েছিল –
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে।

১.১৩ রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল –
ক) মালাবার অঞ্চলে
খ) কোঙ্কন উপকূলে
গ) গোদাবরী উপত্যকায়
ঘ) করমণ্ডল উপকূলে।

১.১৪ ‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস‘ (AITUC) এর প্রথম সভাপতি ছিলেন –
ক) লালা লাজপত রায়
খ) দেওয়ান চমনলাল
গ) বি. পি ওয়াদিয়া
ঘ) এন. এম যোশি।

১.১৫ সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ‘ফরওয়ার্ড ব্লক পৃথক দল’ হিসাবে আত্মপ্রকাশ করেছিল –
ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে
খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
গ) ১৯৪০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে।

১.১৬ ‘ভারতের বুলবুল‘ নামে পরিচিত ছিলেন
ক) সরোজিনী নাইডু
খ) মাতঙ্গিনী হাজরা
গ) অরুণা আসফ আলি
ঘ) কল্পনা দত্ত।

১.১৭ ‘দীপালি সংঘ’ ছিল একটি –
ক) মহিলা সমিতি
খ) স্বেচ্ছাসেবী সংঘ
গ) বৈপ্লবিক সংগঠন
ঘ) ক্রীড়া সমিতি।

১.১৮ ‘হরিজন‘ শব্দটির প্রচলন করেন –
ক) ড. আম্বেদকর
খ) জ্যোতিবা ফুলে
গ) নারায়ণ গুরু
ঘ) গান্ধীজি।

১.১৯ ‘নীলকণ্ঠ পাখির খোঁজে‘ উপন্যাসটির রচয়িতা হলেন –
ক) নারায়ণ সান্যাল
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) অতীন বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়।

১.২০ গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল
ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে।

 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২ । যে কোনো যোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত . একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : 

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ‘পথের পাঁচালি‘ ছবির পরিচালক কে?

উত্তরঃ সত্যজিৎ রায়। 

Note: ‘পথের পাঁচালি’ হল সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৫৫ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র।

‘পথের পাঁচালি’ চলচ্চিত্রটি একটি বাঙালি কৃষক পরিবারের জীবনকে কেন্দ্র করে নির্মিত। এই চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়।

(২.১.২) বেগম হজরত মহল কে ছিলেন?

উত্তরঃ সিপাহী বিদ্রোহের নেত্রী। 

Note: বেগম হজরত মহল আওধের নবাব ওয়াজিদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিনি সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে। তাঁর জন্ম আনুমানিকভাবে ১৮২০ সালে ফৈজাবাদ, আওধ, ভারতে হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিলেন ৭ এপ্রিল ১৮৭৯ সালে কাঠমান্ডু, নেপালে।

১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ শুরু হলে বেগম হজরত মহল বিদ্রোহীদের সমর্থন করেন। তিনি বিদ্রোহীদের জন্য অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতেন। তিনি বিদ্রোহীদের জন্য হাসপাতালও পরিচালনা করতেন।

বেগম হজরত মহলের সাহস ও নেতৃত্বের জন্য বিদ্রোহীরা তাকে ‘মহীরানি বেগম’ উপাধি দেন।

(২.২.৩) ‘বোসন কণা’ কে আবিষ্কার করেন?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু। 

Note: ‘বোসন কণা’ আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু। তিনি ছিলেন একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী।

সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯২৪ সালে সত্যেন্দ্রনাথ বসু বোসন কণার তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বটি বোসন কণার আচরণ ব্যাখ্যা করে।

সত্যেন্দ্রনাথ বসু বোসন কণার তত্ত্বের জন্য ১৯২৪ সালে রয়েল সোসাইটি থেকে রয়েল মেডেল লাভ করেন।

(২.১.৪) ‘সীমান্ত গান্ধী‘ নামে কে পরিচিত ছিলেন?

উত্তরঃ ‘সীমান্ত গান্ধী’ উপাধিটি খান আব্দুল গফফার খান নামে একজন খ্যাতনাম পাস্তুন জাতীয়তাবাদী নেতাকে দেওয়া হয়।

Note: খান আব্দুল গফফার খান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন এবং তার কর্মধারা মহাত্মা গান্ধীর আন্দোলনের সাথে সাদৃশ্য দেখায়, তাই তাকে ‘সীমান্ত গান্ধী’ বলা হয়।

খান আব্দুল গফফার খান ১৮৯০ সালে বর্তমান পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের উটমানজাইয়ে জন্মগ্রহণ করেন। তার অহিংস আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো:

  • খুদাই খিদমাতগার (God’s Servants): ১৯২৯ সালে তিনি খুদাই খিদমাতগার নামে একটি অহিংস স্বেচ্ছাসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন যা ব্রিটিশ শাসনের অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে।
  • পেশাওয়ার সত্যাগ্রহ: ১৯৩0 সালে তিনি ব্রিটিশ কর আদায়ের বিরুদ্ধে পেশাওয়ার সত্যাগ্রহ শুরু করেন যা পুলিশের নিষ্ঠুর দমনে সমাপ্ত হয়।
  • ভারত ছাড়ো আন্দোলন: তিনি ভারত ছাড়ো আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1942 সালে গ্রেফতার হন।

খান আব্দুল গফফার খান তার অহিংস নীতির জন্য ব্যাপক সম্মান অর্জন করেন। তিনি 1988 সালে মারা যান। তাকে পাকিস্তান এবং আন্তর্জাতিকভাবে শান্তির জন্য তার অবদানের জন্য মনে রাখা হয়।

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার সমর্থক ছিলেন।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ রাধাকান্ত দেব উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণ দেব-র দত্তকপুত্র গোপীমোহন দেবের পুত্র। রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিলেন। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন।

 

(২.২.২) ‘আনন্দমঠ’ হল একটি ধর্মীয় উপন্যাস।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ ‘আনন্দমঠ’ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে।

‘আনন্দমঠ’ উপন্যাসটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু নবজাগরণের আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এই উপন্যাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু নবজাগরণের নেতা ও কর্মীদের সংগ্রামকে চিত্রিত করা হয়েছে।

‘আনন্দমঠ’ উপন্যাসটিতে ধর্মের কোনো বিশেষ দিক তুলে ধরা হয়নি। তাই বলা যায় যে, ‘আনন্দমঠ’ একটি ধর্মীয় উপন্যাস নয়।

(২.২.৩) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯২১ সালের ২৩শে ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য নিযুক্ত হন।

জওহরলাল নেহেরু ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ১৯২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বোর্ড অব ট্রাস্টিসের সদস্য নিযুক্ত হন।

সুতরাং, বলা যায় যে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু নয়।

 

(২.২.৪) বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগিনী নিবেদিতা।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ ভগিনী নিবেদিতা ছিলেন একজন ব্রিটিশ মহিলা। তিনি ১৮৯৫ সালে ভারতে আসেন এবং রামকৃষ্ণ পরমহংসের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি রামকৃষ্ণ মিশনের একজন নিবেদিত কর্মী ছিলেন।

ভগিনী নিবেদিতা ছিলেন একজন নিরস্ত্র আন্দোলনের সমর্থক। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন না।

বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন মহাত্মা গান্ধী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিলেন না। তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার পথ বেছে নেন।

সুতরাং, বলা যায় যে, বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন মহাত্মা গান্ধী, ভগিনী নিবেদিতা নয়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) রবীন্দ্রনাথ ঠাকুর (১) আলালের ঘরে দুলাল
(২.৩.২) প্যারীচাঁদ মিত্র (২) শৃঙ্খল ঝঙ্কার
(২.৩.৩) কাজি নজরুল ইসলাম (৩) জীবনস্মৃতি
(২.৩.৪) বীণা দাস (৪) লাঙ্গল

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) রবীন্দ্রনাথ ঠাকুর (৩) জীবনস্মৃতি
(২.৩.২) প্যারীচাঁদ মিত্র (১) আলালের ঘরে দুলাল
(২.৩.৩) কাজি নজরুল ইসলাম (৪) লাঙ্গল
(২.৩.৪) বীণা দাস (২) শৃঙ্খল ঝঙ্কার

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
(২.৪.১) কোলবিদ্রোহের এলাকা – ছোটনাগপুর।
(২.৪.২) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্ৰ – নদীয়া।
(২.৪.৩) আইন অমান্য আন্দোলনের কেন্দ্র – ডান্ডি
(২.৪.৫) পুনর্গঠিত রাজ্য (১৯৬০) – মহারাষ্ট্র।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: বিদ্যাসাগরকে নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়-
ব্যাখ্যা-১: তিনি নারীদের শুধুমাত্র শিক্ষিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-২: তিনি নারীসমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন।
ব্যাখ্যা-৩: তাঁর আন্দোলনের ফলে বিধবা বিবাহ চালু হয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা-২: তিনি নারীসমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন।

 

(২.৫.২) বিবৃতি : নীল বিদ্রোহে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল।
ব্যাখ্যা- ১: উভয় সম্প্রদায়ের কাছে নীলচাষ লাভজনক ছিল।
ব্যাখ্যা-২: উভয় সম্প্রদায়কে বুদ্ধিজীবীরা বিদ্রোহে যোগদানে উৎসাহ যুগিয়েছিল।
ব্যাখ্যা-৩: উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা-৩: উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল।

 

(২.৫.৩) বিবৃতি: সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে (১৮৮৩ খ্রিস্টাব্দে) ‘জাতীয় কংগ্রেসের মহড়া’ বলা হয়।
ব্যাখ্যা-১: এই সম্মেলনে কংগ্রেসের পটভূমি তৈরি হয়েছিল।
ব্যাখ্যা-২: এই সম্মেলনে জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যাখ্যা-৩: এই সম্মেলনের সদস্যরা ব্রিটিশ সরকারের মতাদর্শকে অনুসরণ করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা-১: এই সম্মেলনে কংগ্রেসের পটভূমি তৈরি হয়েছিল।

 

(২.৫.৪) বিবৃতি: সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা-১: বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা-২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা-৩: স্বদেশী পণ্যের ব্যবহার ও বিক্রির জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!