Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : History Page 443

    বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

    ১.১ বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন–
    ক) উদয়শংকর
    খ) গিরিশচন্দ্র ঘোষ
    গ) নন্দলাল বসু
    ঘ) আব্বাসউদ্দিন।

    ১.২ ‘সত্তর বৎসর‘ গ্রন্থটির লেখক হলেন –
    ক) সরলাদেবী চৌধুরানী
    খ) মান্না দে
    গ) বিপিনচন্দ্র পাল
    ঘ) সঞ্জীব চট্টোপাধ্যায়।

    ১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা‘ সংবাদপত্রটির সম্পাদক ছিলেন –
    ক) হরিনাথ মজুমদার
    খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
    গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
    ঘ) ঈশ্বর গুপ্ত।

    ১.৪ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন –
    ক) লীলা নাগ
    খ) অবলা বসু
    গ) সরোজিনী নাইডু
    ঘ) চন্দ্রমুখী বসু।

    ১.৫ নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল –
    ক) এথেনিয়াম
    খ) বেঙ্গলি
    গ) ক্যালাইডোস্কোপ
    ঘ) হিন্দু প্যাট্রিয়ট।

    ১.৬ ‘খুৎকাঠি ব্যবস্থা‘ দেখা যায় –
    ক) সাঁওতাল সমাজে
    খ) ভিল সমাজে
    গ) কোল সমাজে
    ঘ) মুণ্ডা সমাজে।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    ১.৭ ‘ওয়াহাবি‘ কথার অর্থ হল –
    ক) বাধ্যতামূলক কর্তব্য
    খ) পবিত্রভূমি
    গ) নবজাগরণ
    ঘ) শুদ্ধিকরণ।

    ১.৮ ‘ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন‘ হল –
    ক) জমিদার সভা
    খ) ভারত সভা
    গ) ইন্ডিয়ান লিগ
    ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা।

    ১.৯ আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হল –
    ক) ৫০ এর মন্বন্তর
    খ) ৭৬ এর মন্বন্তর
    গ) উপজাতি বিদ্রোহ
    ঘ) নীল বিদ্রোহ।

    ১.১০ ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা হলেন—
    ক) স্বামী অভেদানন্দ
    খ) স্বামী ভূতানন্দ
    গ) স্বামী বিবেকানন্দ
    ঘ) স্বামী প্রণবানন্দ।

    ১.১১ ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক‘ বলা হয় –
    ক) হ্যালহেডকে
    খ) উইলিয়াম কেরিকে
    গ) ডেভিড হেয়ারকে
    ঘ) চার্লস উইলকিন্‌সকে।

    ১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় –
    ক) ১৯১২ খ্রিস্টাব্দে
    খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
    গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
    ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে।

    ১.১৩ যুক্তপ্রদেশ (বর্তমান উত্তর প্রদেশ) এ অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন –
    ক) স্বামী সহজানন্দ
    খ) এন জি রঙ্গ
    গ) বাবা রামচন্দ্র
    ঘ) গৌরীশঙ্কর মিশ্র।

    ১.১৪ ‘পূর্ণ স্বরাজ’ এর দাবি গ্রহণ করা হয় –
    ক) ১৯২৭ খ্রিস্টাব্দে
    খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
    গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
    ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে।

    ১.১৫ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন –
    ক) ধরণী গোস্বামী
    খ) মুজফ্ফর আদে
    গ) সোমনাথ লাহিড়ি
    ঘ) নজরুল ইসলাম।

    ১.১৬ ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ স্থাপিত হয় –
    ক) অসহযোগ আন্দোলন
    খ) বঙ্গভঙ্গ আন্দোলন
    গ) আইন অমান্য আন্দোলন
    ঘ) ভারত ছাড়ো আন্দোলন এর সময়ে।

    ১.১৭ ‘অলিন্দ যুদ্ধ‘ এর সাথে যুক্ত ছিলেন –
    ক) সূর্য সেন
    খ) সুভাষচন্দ্র বসু
    গ) বাদল গুপ্ত
    ঘ) ভূপেন্দ্রনাথ দত্ত।

    ১.১৮ মতুয়া ধর্মের প্রবর্তক হলেন –
    ক) প্রমথরঞ্জন ঠাকুর
    খ) গুরুচাঁদ ঠাকুর
    গ) হরিচাঁদ ঠাকুর
    ঘ) রাজেন্দ্রনাথ মন্ডল।

    ১.১৯ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন –
    ক) চক্রবর্তী রাজা গোপালাচারি
    খ) বল্লভভাই প্যাটেল
    গ) বিঠলভাই প্যাটেল
    ঘ) আবুল কালাম আজাদ।

    ১.২০ বর্তমানে ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হল –
    ক) ১৯টি
    খ) ২০টি
    গ) ২১টি
    ঘ) ২২টি।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

    উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

    (২.১.১) ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তিকাটির রচয়িতা কে?

    উত্তরঃ রাধাকান্ত দেব। 

    Note: ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়। এই পুস্তিকাটিতে রাধাকান্ত দেব নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি নারী শিক্ষার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনের সম্ভাবনা সম্পর্কেও আলোকপাত করেন।

    রাধাকান্ত দেব ছিলেন একজন হিন্দু ধর্মীয় নেতা এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাদের একজন।

    (২.১.২) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

    উত্তরঃ লর্ড ক্যানিং। 

    Note: ভারত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে। ১৮৫৮ সালের ৮ই আগস্ট ভারতের শাসনভার ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হয়।

    ১৮৫৮ সালের ২৮শে নভেম্বর ভারতের প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং ভারতে আসেন। তিনি ১৮৬২ সাল পর্যন্ত ভারতের ভাইসরয়ের দায়িত্ব পালন করেন।

    (২.১.৩) AITUC-এর প্রথম সভাপতির নাম কী?

    উত্তরঃ লালা লাজপত রায়। 

    Note: AITUC হল All India Trade Union Congress-এর সংক্ষিপ্ত রূপ। এটি ভারতের বৃহত্তম শ্রমিক সংগঠন। এটি ১৯২৬ সালের ১৫ই মার্চ গঠিত হয়।

    AITUC-এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী ও সমাজ সংস্কারক। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

     

    (২.১.৪) রশিদ আলি দিবস কবে পালিত হয়?

    উত্তরঃ ১৯৪৬ সালের ১২ই ফেব্রুয়ারী। 

    Note: রশিদ আলি ছিলেন একজন ভারতীয় মুসলিম জাতীয়তাবাদী নেতা। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

    ১৯৪৬ সালের ১২ই ফেব্রুয়ারী রশিদ আলি কলকাতায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সেই জনসভায় তিনি পাকিস্তান প্রতিষ্ঠার দাবি করেন।

    রশিদ আলি পাকিস্তান প্রতিষ্ঠার দাবির জন্য হিন্দু-মুসলিম দাঙ্গার শিকার হন। ১৯৪৬ সালের ১৫ই ফেব্রুয়ারী তিনি লাহোরের একটি দাঙ্গায় নিহত হন।

    রশিদ আলি দিবস রশিদ আলি পাকিস্তান প্রতিষ্ঠার দাবি জানানোর দিনটিকে স্মরণ করে পালিত হয়। এই দিবসটি ১৯৪৬ সালের ১২ই ফেব্রুয়ারী পালিত হয়।

     

    উপবিভাগ: ২.২. ঠিক বা ভুল নির্ণয় করো :

    (২.২.১) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারি।

    উত্তরঃ ঠিক। 

    ব্যাখ্যাঃ ভারত ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে চক্রবর্তী রাজাগোপালাচারি ভারতে আসেন। তিনি ১৯৪৯ সালের ২৬শে জানুয়ারি পর্যন্ত ভারতের গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন।

    সুতরাং, বলা যায় যে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারি।

    (২.২.২) ‘জাতীয় শিক্ষাপরিষদ‘ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে।

    উত্তরঃ ভুল। 

    ব্যাখ্যাঃ জাতীয় শিক্ষাপরিষদ ১৯০৬ সালে গঠিত হয়। এই পরিষদটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে গঠিত হয়েছিল।

    অসহযোগ আন্দোলন ১৯২১ সালে শুরু হয়। তাই বলা যায় যে, অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ‘জাতীয় শিক্ষাপরিষদ’ গড়ে ওঠেনি।

     

    (২.২.৩) ‘গোরা’ উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন।

    উত্তরঃ ঠিক। 

    ব্যাখ্যাঃ ‘গোরা’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন।

    গৌরমোহন একজন শিক্ষিত বাঙালি যুবক। তিনি ব্রিটিশ শিক্ষার দ্বারা গড়ে ওঠেছেন। তিনি ব্রিটিশ সংস্কৃতির প্রতি আকৃষ্ট। কিন্তু তিনি ভারতীয় সংস্কৃতিরও প্রতি শ্রদ্ধাশীল।

    গৌরমোহন তার জীবনে অনেক দ্বন্দ্বের সম্মুখীন হন। তিনি ব্রিটিশ সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন।

     

    (২.২.৪) মোহনবাগান ১৮১২ খ্রিস্টাব্দে I.F.A শিল্ড লাভ করে।

    উত্তরঃ ভুল।

    ব্যাখ্যাঃ মহনবাগান ১৮৮৯ খ্রিস্টাব্দে I.F.A শিল্ড লাভ করে। ১৮১২ খ্রিস্টাব্দে I.F.A শিল্ড প্রতিষ্ঠিত হয়নি। তাই বলা যায় যে, মোহনবাগান ১৮১২ খ্রিস্টাব্দে I.F.A শিল্ড লাভ করেনি।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    (২.৩.১) পত্তি শ্রীরামা(১) জাতীয় কংগ্রেস
    (২.৩.২) নারায়ণ গুরু(২) অন্ধ্রপ্রদেশ
    (২.৩.৩) মধুসূদন গুপ্ত(৩) শবব্যবচ্ছেদ
    (২.৩.৪) রাজকৃষ্ণ দে(৪) ভাইকম সত্যাগ্রহ

    উত্তরঃ 

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    (২.৩.১) পত্তি শ্রীরামা(২) অন্ধ্রপ্রদেশ
    (২.৩.২) নারায়ণ গুরু(৪) ভাইকম সত্যাগ্রহ
    (২.৩.৩) মধুসূদন গুপ্ত(৩) শবব্যবচ্ছেদ
    (২.৩.৪) রাজকৃষ্ণ দে(১) জাতীয় কংগ্রেস

     

    উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
    (২.৪.১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা – ঢাকা
    (২.৪.২) বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের এলাকা – মেদিনীপুর।
    (২.৪.৩) মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – অযোধ্যা
    (২.৪.৪) মুণ্ডা বিদ্রোহের এলাকা—রাঁচি।

     

     

    উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

    (২.৫.১) বিবৃতি : ‘নতুন সামাজিক ইতিহাস’ আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ –
    ব্যাখ্যা-১: রাজনৈতিক ইতিহাস গুরুত্বহীন।
    ব্যাখ্যা-২: সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে।
    ব্যাখ্যা-৩: একমাত্র সামাজিক ইতিহাস চর্চাই গুরুত্বপূর্ণ।

    উত্তরঃ ব্যাখ্যা-২: সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে।

     

    (২.৫.২) বিবৃতি: আধুনিক ভারতবর্ষের ইতিহাসে ‘আনন্দমঠ‘ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ।
    ব্যাখ্যা-১: এটি ব্যবসায়িকভাবে সফল উপন্যাস।
    ব্যাখ্যা-২: এখান থেকে আধুনিক ভারতের শিল্পোদ্যোগের কথা জানা যায়।
    ব্যাখ্যা-৩: এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে।

    উত্তরঃ ব্যাখ্যা-৩: এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে।

     

    (২.৫.৩) বিবৃতি: ‘ভারত স্ত্রী মহামণ্ডল‘ বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ
    ব্যাখ্যা-১: নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে।
    ব্যাখ্যা-২: নারীদের বিপ্লবের পথে চালিত করে।
    ব্যাখ্যা-৩: নারীদের সাংস্কৃতিক উন্নতি ঘটায়।

    উত্তরঃ ব্যাখ্যা-২: নারীদের বিপ্লবের পথে চালিত করে।

     

    (২.৫.৪) বিবৃতি: বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি –
    ব্যাখ্যা-১: কৃষকরা রাজনৈতিক চেতনাশূন্য ছিল।
    ব্যাখ্যা-২: কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল।
    ব্যাখ্যা-৩: গ্রামাঞ্চলের মানুষেরা সাম্প্রদায়িকতায় নিমজ্জিত ছিল।

    উত্তরঃ ব্যাখ্যা-২: কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!