Wed. Nov 20th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 466

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
ক) অমলেশ ত্রিপাঠী
খ) রণজিৎ গুহ
গ) রামচন্দ্র গুহ
ঘ) সুমিত সরকার।

১.২ ‘বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম‘ প্রতিষ্ঠা করেন—
ক) অক্ষয়কুমার মৈত্রয়
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) যদুনাথ সরকার
ঘ) রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।

১.৩ ‘বিশ্ব পরিবেশ দিবস‘ প্রথম পালিত হয়েছিল-
ক) ৫ সেপ্টেম্বর, ১৯৮৭
খ) ৫ জুন, ১৯৭৪
গ) ১২ জানুয়ারি, ১৯৮৯
ঘ) ১ মে, ১৯২৩।

১.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৫০ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে।

১.৫ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়—
ক) জ্ঞানন্বেষণ
খ) তত্ত্ববোধিনী
গ) সুলভ সমাচার
ঘ) সর্বশুভকারী।

১.৬ মুণ্ডা সমাজে “সিং বোঙা” বা ‘সূর্যদেবতা‘ নামে পূজিত হয়—
ক) সুই মুণ্ডা
খ) সিং মুণ্ডা
গ) বিরশা মুণ্ডা
ঘ) সুগান মুণ্ডা।

১.৭ ‘ওয়াহাবি‘ কথার অর্থ—
ক) দিকু
খ) বিদ্রোহ
গ) নবজাগরণ
ঘ) বিধর্মী।

১.৮ নীল কমিশন গঠিত হয়েছিল-
ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৯ ‘এইটটিন ফিফটি সেভেন’ গ্রন্থটির রচয়িতা—
ক) রজনী পাম দত্ত
খ) তারাচাঁদ
গ) সুরেন্দ্রনাথ সেন
ঘ) পি সি যোশি।

১.১০ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
ক) ভারত সভা
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস
গ)বঙ্গভাষা প্রকাশিকা সভা
ঘ) জমিদার সভা।

১.১১ ‘জাতীয়তাবাদের গীতা” বলা হয়—
ক) বর্তমান ভারতকে
খ) গোরাকে
গ) আনন্দমঠকে
ঘ) নীলদর্পণকে।

১.১২ ‘সন্দেশ” পত্রিকা প্রকাশ করেন—
ক) সত্যজিৎ রায়
খ) সুকুমার রায়
গ) সন্দীপ রায়
ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি।

১.১৩ ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিন‘-এর সম্পাদক ছিলেন-
ক) মহেন্দ্রলাল সরকার
খ) জগদীশচন্দ্ৰ বসু
গ) সি ভি রমন
ঘ) মেঘনাদ সাহা।

১.১৪ ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়—
ক) ১৯২৫ খ্রিস্টাব্দে
খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

১.১৫ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন—
ক) মুজফ্ফর আহমেদ।
খ) এস এ ডাঙ্গে
গ) কাজি নজরুল ইসলাম
ঘ) আর এস লিম্বকার।

১.১৬ ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল—
ক) ৬ জন
খ) ৫ জন
গ) ৩ জন
ঘ) ২ জন।

১.১৭ গান্ধীজি দলিতদের বলতেন-
ক) অস্পৃশ্য
খ) হরিজন
গ) শূদ্র
ঘ) ক্ষত্রিয়।

১.১৮ ‘ভারতের নাইটেঙ্গল’ নামে পরিচিত ছিলেন–
ক) তরু দত্ত
খ) সরোজিনী নাইডু
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) অরুণা আশফ আলি।

১.১৯ নেহেরু-লিয়াকৎ চুক্তি সাক্ষরিত হয়—
ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে।

১.২০ ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম‘ গ্রন্থটি কার লেখা—
ক) মৌলানা আবুল কালাম আজাদ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রফুল্ল রায়
ঘ) বল্লবভাই প্যাটেল।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২। যে কোনো ষোলোটি প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো।

উত্তরঃ মানকুমারী বসু। 

Note: বামাবোধিনী পত্রিকাটি ১৮৬৩ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। এই পত্রিকাটি উমেশচন্দ্র দত্ত সম্পাদনা করেন। বামাবোধিনী পত্রিকাটি নারী শিক্ষা ও নারী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বামাবোধিনী পত্রিকায় অনেক বিশিষ্ট লেখিকা লিখেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মানকুমারী বসু। মানকুমারী বসু ছিলেন একজন শিক্ষক, সমাজ সংস্কারক ও সাহিত্যিক। তিনি বামাবোধিনী পত্রিকায় নারী শিক্ষা, নারী অধিকার ও নারী সমাজের উন্নয়ন বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছিলেন।

(২.১.২) বারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে?

উত্তরঃ মঙ্গোল পান্ডে। 

Note: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সূচনা হয় বারাকপুরে। বারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন মঙ্গোল পান্ডে। মঙ্গোল পান্ডে ছিলেন একজন সিপাহী। তিনি বারাকপুরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

১৮৫৭ সালের ২৯শে মার্চ মঙ্গোল পান্ডে তার সঙ্গীদের সাথে বারাকপুরের সেনাবাহিনীতে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহের ফলে বারাকপুরে ব্যাপক অরাজকতা ছড়িয়ে পড়ে।

 

(২.১.৩) কে ‘বর্ণপরিচয়‘ রচনা করেন?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

Note: ‘বর্ণপরিচয়’ হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি বাংলা বই। এই বইটি ১৮৫১ সালে প্রকাশিত হয়। এই বইটি বাংলা ভাষা শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বই।

‘বর্ণপরিচয়’ বইটিতে বাংলা বর্ণমালা, শব্দের গঠন, বাক্যের গঠন ইত্যাদি বিষয়গুলি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। এই বইটির মাধ্যমে বাংলা ভাষা শিক্ষার প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে।

 

(২.১.৪) র‍্যাডিক্যাল ডেমোক্রাটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দে। 

Note: র‍্যাডিক্যাল ডেমোক্রাটিক পার্টি ছিল ভারতের একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৪০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন কমিউনিস্ট পার্টির প্রভাবিত কিছু তরুণ।

র‍্যাডিক্যাল ডেমোক্রাটিক পার্টির লক্ষ্য ছিল ভারতে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। এই দলটি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

উপবিভাগ-২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) ‘ভাগনাডিহির’ মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ ১৮৫৫ সালের ৮ই জুন সাঁওতালরা ভাগনাডিহির মাঠে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহটি সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত।

ভাগনাডিহির মাঠটি ছিল সাঁওতালদের একটি পবিত্র স্থান। এই মাঠে সাঁওতালরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করত। ১৮৫৫ সালের ৮ই জুন সাঁওতালরা ভাগনাডিহির মাঠে একত্রিত হয় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

এই বিদ্রোহটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা সাঁওতালদের উপর আরও কঠোর শাসন আরোপ করে।

সুতরাং, বলা যায় যে, ‘ভাগনাডিহির’ মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে।

 

(২.২.২) ১৮১৭ খ্রিস্টাব্দে ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ বসুবিজ্ঞান মন্দিরটি ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি ছিল একটি বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন হিন্দুধর্মের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রাজা রামমোহন রায়।

সুতরাং, বলা যায় যে, ১৮১৭ খ্রিস্টাব্দে ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয় না।

 

(২.১.৩) সরোজিনী নাইডুকে ‘গান্ধীবুড়ি’ বলা হয়।

উত্তরঃ ভুল।

ব্যাখ্যাঃ সরোজিনী নাইডুকে ‘গান্ধীবুড়ি’ বলা হয় না। তাকে ‘ভারতের কোকিলা’, ‘ভারতের জাতীয় কবি’, ‘ভারতের নারী জাগরণের প্রতীক’ ইত্যাদি নামে ডাকা হয়।

গান্ধীবুড়ি বলতে সাধারণত মাতঙ্গিনী হাজরাকে বোঝানো হয়।

সুতরাং, বলা যায় যে, সরোজিনী নাইডুকে ‘গান্ধীবুড়ি’ বলা হয় না।

 

(২.২.৪) ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লবভাই প্যাটেল।

উত্তরঃ ঠিক।

ব্যাখ্যাঃ ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হন বল্লবভাই প্যাটেল। তিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৫০ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বল্লবভাই প্যাটেল ছিলেন একজন দক্ষ প্রশাসক। তিনি ভারতের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভারতের একীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন।

সুতরাং, বলা যায় যে, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লবভাই প্যাটেল।

 

 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সতীদাহ প্রথা নিবারণ (১) রেনেসাঁস
(২.৩.২) বর্তমান ভারত (২) মঙ্গল পাণ্ডে
(২.৩.৩) নবজাগরণ (৩) স্বামী বিবেকানন্দ
(২.৩.৪) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ (৪) রামমোহন রায়।

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সতীদাহ প্রথা নিবারণ (৪) রামমোহন রায়।
(২.৩.২) বর্তমান ভারত (৩) স্বামী বিবেকানন্দ
(২.৩.৩) নবজাগরণ (১) রেনেসাঁস
(২.৩.৪) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ (২) মঙ্গল পাণ্ডে

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) মহাবিদ্রোহের একটি কেন্দ্র – দিল্লি।
(২.৪.২) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা।
(২.৪.৩) মাদ্রাজ
(২.৪.৪) বাংলায় নীল বিদ্রোহের একটি এলাকা।

 

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি : হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা।
ব্যাখ্যা-১: ইংরেজদের বিরুদ্ধে নীলচাষ নিয়ে প্রথম এই পত্রিকায় প্রতিবাদ করা হয়।
ব্যাখ্যা-২: এটি ছিল প্রতিবাদী পত্রিকা।
ব্যাখ্যা-৩: উনিশ শতক ছিল এই পত্রিকার কাল।

উত্তরঃ ব্যাখ্যা-২: এটি ছিল প্রতিবাদী পত্রিকা।

 

(২.৫.২) বিবৃতি : রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়।
ব্যাখ্যা-১: তাঁর চিন্তাধারা আধুনিক ছিল।
ব্যাখ্যা-২: পাশ্চাত্য মননশীলতায় বিশ্বাস ছিলেন।
ব্যাখ্যা- ৩: তিনিই প্রথম ভারতীয়, যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা- ৩: তিনিই প্রথম ভারতীয়, যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন।

 

(২.৫.৩) বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

 

(২.৫.৪) বিবৃতি : গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন।
ব্যাখ্যা-১: লবণ অতি-প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য।
ব্যাখ্যা-২: লবণ ব্যবসা ছিল লাভজনক।
ব্যাখ্যা-৩: লবণ ছিল খুব কৃত্রিম দ্রব্য।

উত্তরঃ ব্যাখ্যা-১: লবণ অতি-প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!