Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : History Page 553

    বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

    ১.১ ‘নতুন সামাজিক ইতিহাস‘ চর্চা শুরু হয়—
    ক) ১৯৪০-এর দশকে
    খ) ১৯৫০-এর দশকে
    গ) ১৯৬০-এর দশকে
    ঘ) ১৯৯০-এর দশকে।

    ১.২ ‘বাংলা চলচ্চিত্রের জনক‘ বলা হয়-
    ক) হীরালাল সেনকে
    খ) সত্যজিৎ রায়কে
    গ) দাদা সাহেব ফালকে-কে
    ঘ) উৎপল দত্তকে।

    ১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকা কোন্ সভার মুখপত্র ছিল-
    ক) জমিদার সভার
    খ) ভারত স্ত্রী-মহামণ্ডলের
    গ) ভারত সভার
    ঘ) বামাবোধিনী সভার।

    ১.৪ নব্যবেদান্ত বাদের প্রচারক ছিলেন–
    ক) স্বামী বিবেকানন্দ
    খ) কেশবচন্দ্র সেন
    গ) শ্রীরামকৃষ্ণ
    ঘ) শিবনাথ শাস্ত্রী।

    ১.৫ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম স্নাতক‘ হলেন—
    ক) রহিম খান
    খ) আশুতোষ মুখোপাধ্যায়
    গ) বেণীমাধব বরুয়া
    ঘ) যদুনাথ বসু।

    ১.৬ ‘অন্নদামঙ্গল’-এর রচয়িতা ছিলেন–
    ক) মুকুন্দরাম চক্রবর্তী
    খ) বিপ্রদাস পিপলাই
    গ) চন্ডীদাস
    ঘ) ভারতচন্দ্র।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    ১.৭ ‘দামিন-ই-কোহ‘ কথাটি যুক্ত ছিল—
    ক) মুন্ডাদের সঙ্গে
    খ) চুয়াড়দের সঙ্গে
    গ) সাঁওতালদের সঙ্গে
    ঘ) ভিলদের সঙ্গে।

    ১.৮ ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির‘ রাজত্বের অবসান ঘটে—
    ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
    খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
    গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
    ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।

    ১.৯ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন—
    ক) ইংরেজরা
    খ) ফরাসিরা
    গ) জার্মানরা
    ঘ) পর্তুগিজরা।

    ১.১০ ঔপনিবেশিক আমলে ভারতে সংঘটিত প্রথম উপজাতি বিদ্রোহ হল-
    ক) কোল বিদ্রোহ
    খ) চুয়ার বিদ্রোহ
    গ) সাঁওতাল বিদ্রোহ
    ঘ) মুন্ডা বিদ্রোহ।

    ১.১১ কলকাতা মেডিক্যাল কলেজের জমিদান করেছিলেন–
    ক) মধুসূদন গুপ্ত
    খ) উইলিয়াম বেন্টিঙ্ক
    গ) মতিলাল শীল
    ঘ) রাধাকান্ত দেব।

    ১.১২ ‘কলকাতা বিশ্ববিদ্যালয়কে’ ‘গোল দিঘির গোলাম খানা‘ . বলেছেন—
    ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    খ) রাসবিহারী ঘোষ
    গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
    ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

    ১.১৩ ‘জাতীয় শিক্ষা পরিষদ‘ গঠিত হয়—
    ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
    খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
    গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
    ঘ) ১৯০৪ খ্রিস্টাব্দে।

    ১.১৪ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন–
    ক) বীণা দাস
    খ) কমলা দেবী চট্টোপাধ্যায়
    গ) কল্পনা দত্ত
    ঘ) বেগম রোকেয়া।

    ১.১৫ ‘দলিত’-এর বিকল্প হিসেবে ‘হরিজন‘ শব্দটি ব্যবহার করতেন—
    ক) বি আর আম্বেদকর
    খ) মহাত্মা গান্ধী
    গ) যোগেন্দ্র নাথ মণ্ডল
    ঘ) ই ভি রামস্বামী নাইকার।

    ১.১৬ বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হল –
    ক) রেলওয়েজ ইউনিয়ন
    খ) রেলওয়েমেনস ইউনিয়ন
    গ) প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ
    ঘ) ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন।

    ১.১৭ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন-
    ক) অজয় মুখার্জি
    খ) সুশীল ধাড়া
    গ) সতীশচন্দ্র সামন্ত
    ঘ) মাতঙ্গিনী হাজরা।

    ১.১৮ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন –
    ক) এন জি রঙ্গ
    খ) স্বামী সহজানন্দ
    গ) বাবা রামচন্দ্র
    ঘ) লালা লাজপত রায়।

    ১.১৯ স্বাধীনোত্তর ভারতের প্রধান সমস্যা ছিল—
    ক) নির্বাচন করানো
    খ) উদ্বাস্তু সমস্যার সমাধান
    গ) পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা
    ঘ) মানুষের জীবিকার ব্যবস্থা করা।

    ১.২০ দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়—
    ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
    খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
    (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
    (ঘ) ১৯৬৬ খ্রিস্টাব্দে।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে) :

    উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

    (২.১.১) আন্তর্জাতিক ‘নারী দিবস’ কোন দিন পালন করা হয়?

    উত্তরঃ ৮ই মার্চ। 

    Note: আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ই মার্চ পালিত হয়। এই দিনটি নারীদের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন।

    ১৯০৮ সালের ৮ই মার্চ নিউ ইয়র্ক শহরে শ্রমিক নারীরা ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ করেছিলেন। এই বিক্ষোভের স্মরণে ১৯১০ সালের ৮ই মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

    ১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।

     

    (২.১.২) ‘উলঘুলান’ কথার অর্থ কী?

    উত্তরঃ প্রবল বিক্ষোভ। 

    Note: ‘উলঘুলান’ একটি আরবি শব্দ। এর অর্থ প্রবল বিক্ষোভ।

    ‘উলঘুলান’ শব্দটি সাধারণত রাজনৈতিক বা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রবল প্রতিবাদকে বোঝাতে ব্যবহৃত হয়।

     

    (২.১.৩) ‘ভারতীয় বিপ্লববাদের জননী‘ বলা হয় কাকে?

    উত্তরঃ ভিকাজী রুস্তম কামা। 

    Note: ভিকাজী রুস্তম কামা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী। তিনি ছিলেন ভারতীয় বিপ্লবের অন্যতম প্রধান নেত্রী।

    তিনি ১৮৬১ সালের ৩রা জুলাই বোম্বেতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত মহিলা। তিনি ইংল্যান্ড ও ফ্রান্সে শিক্ষা গ্রহণ করেন।

    তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ভারতীয় বিপ্লবীদের অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। তিনি বিপ্লবীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্কুলও প্রতিষ্ঠা করেন।

    তিনি ১৯৩৬ সালের ১লা আগস্ট মারা যান।

     

    (২.১.৪) ‘রাজ্য পুনর্গঠন কমিশন‘ (১৯৫৩ খ্রিস্টাব্দে)-এর সভাপতি কে ছিলেন?

    উত্তরঃ ফজল আলী। 

    Note: ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৩ সালে গঠিত হয়। এই কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী।

    ফজল আলী ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ভারতের আইনমন্ত্রী ছিলেন।

    রাজ্য পুনর্গঠন কমিশন ভারতের পূর্ববর্তী প্রদেশ ও রাজ্যগুলির পুনর্গঠন করে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।

    ফজল আলী কমিশনের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সুপারিশের ভিত্তিতে ভারতের রাজ্য ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

     

     

    উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

    (২.২.১) মেধা পাটেকার ‘নর্মদা বাঁচাও‘ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

    উত্তরঃ ঠিক। 

    ব্যাখ্যাঃ মেধা পাটেকর ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী ও পরিবেশবাদী। তিনি ‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর অন্যতম নেত্রী ছিলেন। এই আন্দোলনটি ১৯৮০-এর দশকের মাঝামাঝি নর্মদা নদীর উপর নির্মিতব্য বাঁধের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

    মেধা পাটেকর এই আন্দোলনের মাধ্যমে নর্মদা উপত্যকার আদিবাসীদের অধিকার ও পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন করেন। তিনি এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন।

    সুতরাং, বলা যায় যে, মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

     

    (২.২.২) ‘সুই মুণ্ডা’ কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন।

    উত্তরঃ ঠিক।

    ব্যাখ্যাঃ সুই মুণ্ডা ছিলেন একজন কোল বিদ্রোহের নেতা। তিনি ১৮৩১ সালের কোল বিদ্রোহের নেতৃত্ব দেন। এই বিদ্রোহটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

    সুই মুণ্ডা ছিলেন একজন সাহসী ও বুদ্ধিমান নেতা। তিনি কোল আদিবাসীদেরকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন।

    সুই মুণ্ডা কোল বিদ্রোহের শহীদ হন। কিন্তু তার নেতৃত্বে পরিচালিত কোল বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

    সুতরাং, বলা যায় যে, ‘সুই মুণ্ডা’ কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন।

     

    (২.২.৩) “ভারতমাতা‘ চিত্রটি ১৮৫৭ খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের প্রেক্ষাপটে আঁকা।

    উত্তরঃ ভুল। 

    ব্যাখ্যাঃ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। এই বিখ্যাত ছবিটি আঁকা হয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়

    চিত্রটিতে একজন জাফরান-পরিহিত মহিলাকে চিত্রিত করা হয়েছে যা সাধ্বীর মতো পোশাক পরা, তার চার হাতে একটি বই, ধানের শিলা, এক টুকরো সাদা কাপড় এবং একটি রুদ্রাক্ষের মালা রয়েছে। মহিলাটিকে ভারতের মা হিসেবে দেখানো হয়েছে। তার হাতে থাকা বস্তুগুলি ভারতের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।

    চিত্রটি তৎকালীন ভারতীয় জাতীয়তাবাদের একটি প্রতীক হয়ে ওঠে। এটি ভারতীয় জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার ভাব জাগিয়ে তোলে।

    চিত্রটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের নারীদের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে ভারতের নারীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    চিত্রটি ভারতীয় শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি আজও ভারতের অন্যতম জনপ্রিয় চিত্রকর্ম।

     

    (২.২.৪) মানবেন্দ্রনাথ রায় একজন কমিউনিস্ট নেতা ছিলেন।

    উত্তরঃ ঠিক।

    ব্যাখ্যাঃ মানবেন্দ্রনাথ রায় ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট নেতা। তিনি ১৮৮৮ সালের ১০ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক।

    মানবেন্দ্রনাথ রায় ১৯২৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই পার্টির প্রথম সাধারণ সম্পাদক।

    মানবেন্দ্রনাথ রায় কমিউনিস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করতে সক্ষম হন।

    মানবেন্দ্রনাথ রায় ১৯৫৪ সালের ১৮ই জানুয়ারি মারা যান।

    সুতরাং, বলা যায় যে, মানবেন্দ্রনাথ রায় একজন কমিউনিস্ট নেতা ছিলেন।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    (২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(১) হিন্দু বালিকা বিদ্যালয়
    (২.৩.২) নবগোপাল মিত্ৰ(২) জাতীয় শিক্ষা
    (২.৩.৩) সুবোধচন্দ্র মল্লিক(৩) হিন্দু মেলা
    (২.৩.৪) ড্রিঙ্ক ওয়াটার বেথুন(৪) বঙ্গদর্শন

    উত্তরঃ 

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    (২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(৪) বঙ্গদর্শন
    (২.৩.২) নবগোপাল মিত্ৰ(৩) হিন্দু মেলা
    (২.৩.৩) সুবোধচন্দ্র মল্লিক(২) জাতীয় শিক্ষা
    (২.৩.৪) ড্রিঙ্ক ওয়াটার বেথুন(১) হিন্দু বালিকা বিদ্যালয়

     

    উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
    (২.৪.১) নীল বিদ্রোহের এলাকা মালদহ
    (২.৪.২) মহাবিদ্রোহে (১৮৫৭ খ্রিস্টাব্দ) কেন্দ্ৰ – ঝাঁসি
    (২.৪.৩) কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর
    (২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।

     

     

    উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

    (২.৫.১) বিবৃতি: নারী ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ।
    ব্যাখ্যা-১: পুরুষতান্ত্রিক সমাজে নারী ইতিহাস গুরুত্ব পায়নি।
    ব্যাখ্যা-২: নারীরা ছিলেন পরিবারের সর্বময় কর্ত্রী।
    ব্যাখ্যা-৩ : সমাজ সভ্যতা ও সংস্কৃতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    উত্তরঃ ব্যাখ্যা-৩ : সমাজ সভ্যতা ও সংস্কৃতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

     

    (২.৫.২) বিবৃতি : রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক।
    ব্যাখ্যা-১: তিনি একাধিক ভাষায় পণ্ডিত ছিলেন।
    ব্যাখ্যা-২: তিনি বাংলা তথা ভারতে প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন।
    ব্যাখ্যা-৩: তিনি হিন্দুধর্মের নতুন ব্যাখ্যা দেন।

    উত্তরঃ ব্যাখ্যা-২: তিনি বাংলা তথা ভারতে প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন।

     

    (২.৫.৩) বিবৃতি: ১৯০৫ খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
    ব্যাখ্যা-১: বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য।
    ব্যাখ্যা-২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
    ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

    উত্তরঃ ব্যাখ্যা-২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

     

    (২.৫.৪) বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি—
    ব্যাখ্যা-১: শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।
    ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের উপর নিষেধাঙ্গা জারি করে।।
    ব্যাখ্যা-৩: বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম।

    উত্তরঃ ব্যাখ্যা-৩: বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!