Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 115

    বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

    1.1 ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বানুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার—

    (a) ট্রপিক চলন

    (b) ন্যাস্টিক চলন

    (c) কেমোট্যাকটিক চলন

    (d) ট্যাকটিক চলন।

     

    1.2 অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন্ হরমোন? –

    (a) অক্সিন

    (b) কাইনিন

    (c) জিব্বারেলিন

    (d) ফ্লোরিজেন।

     

    1.3 আমাদের চোখের লেন্সের চারপাশের শিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে যে রূপ দৃষ্টি ব্যাহত হয় তা হল-

    (a) কাছের বস্তু দর্শন

    (b) দূরের বস্তু দর্শন

    (c) কাছে ও দূরের উভয় বস্তুর দর্শন

    (d) কোনো প্রকার দৃষ্টি নয়।

     

    1.4 গমনের সময় মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-

    (a) গুরুমস্তিষ্ক

    (b) লঘুমস্তিষ্ক

    (c) থ্যালামাস

    (d) হাইপোথ্যালামাস

     

    1.5 কোশচক্রের গুরুত্ব সংক্রান্ত নীচে কোন্ বক্তব্যটি সঠিক তা স্থির করো—

    (a) নিউক্লিয়াসে DNA-র পরিমাণ তিনগুণ হয়।

    (b) কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়

    (c) বিভাজিত কোশগুলোতে কোশীয় উপাদানগুলির সাম্যবস্থা বজায় থাকে না

    (d) সব কোশই সমানভাবে কোশচক্রে অংশীদার হয়।

     

    1.6 দ্বিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নীচের কোন্ গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো—

    (a) গর্ভযন্ত্র

    (b) সহকারী কোশ

    (c) সস্যনিউক্লিয়াস

    (d) পোষক কলা।

     

    1.7 দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ন ঘটলে অপত্যজনুর ফিনোটাইপ অনুপাত কী হবে—

    (a) 3 : 1

    (b) 1 : 2 : 1

    (c) 9 : 3 : 3 : 1

    (d) 9 : 3 : 4 : 1

     

    1.8 হোলান্ড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন্ অংশে দেখা যায়—

    (a) চোখ

    (b) ত্বক

    (c) লোমযুক্ত পিনা

    (d) সবকটিতে।

     

    1.9 নীচের কোন্ রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়—

    (a) ট্রাইটানোপিয়া

    (b) ডিউটেরানোপিয়া

    (c) হিমোফিলিয়া

    (d) থ্যালাসেমিয়া মেজর।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    1.10 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটা হল—

    (a) হাইড্রোজেন

    (b) অক্সিজেন

    (c) মিথেন

    (d) অ্যামোনিয়াম।

     

    1.11 হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে তা হল-

    (a) ব্যাঙ

    (b) হাঙর

    (c) কাতলা

    (d) কুমির। 

     

    1.12 উটের মূত্রে বেশি থাকে-

    (a) ইউরিয়া 

    (b) ইউরিক অ্যাসিড

    (c) অ্যামোনিয়া

    (d) বিলিরুবিন

     

    1.13 ডিনাইট্রিফাইং জীবাণু হল–

    (a) নাইট্রোব্যাকটর

    (b) অ্যাজাটোব্যাকটর

    (c) অ্যানাবিনা

    (d) সিউডোমোনাস

     

    1.14 COPD হয়-

    (a) শব্দ দূষণের ফলে

    (b) তেজস্ক্রিয় দূষণের ফলে

    (c) বায়ু দূষণের ফলে

    (d) জল দূষণের ফলে।

     

    1.15 নীচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো –

    (a) তেলাপিয়া

    (b) ল্যান্টানা

    (c) কচুরিপানা

    (d) পুঁটি।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

    নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

    2.1 পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ______ চলন।

    উত্তরঃ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া বক্র চলন।

     

    2.2 Go দশায় ______ কোশ অবস্থান করে।

    উত্তরঃ Go দশায় পেশি কোশ অবস্থান করে।

     

    2.3 রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX-এর অভাবে ______ রোগ হয়।

    উত্তরঃ রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX-এর অভাবে হিমোফিলিয়া রোগ হয়।

     

    2.4 পায়রার চোখে ______ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়।

    উত্তরঃ পায়রার চোখে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়।

     

    2.5 শ্বাসনালির প্রদাহকে ______ বলে।

    উত্তরঃ শ্বাসনালির প্রদাহকে ট্র্যাকাইটিস বলে।

     

    2.6 আরাবারি অরণ্যের প্রধান গাছ হল ______ ।

    উত্তরঃ আরাবারি অরণ্যের প্রধান গাছ হল শাল

     

    নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

    2.7 জিব্বারেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে।

    উত্তরঃ সত্য। 

     

    2.8 ক্লিভেজ-এর মাধ্যমে উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস ঘটে।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ কোশপাত (Cell Plate) -এর মাধ্যমে উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস ঘটে।

     

    2.9 অ্যালিল হল জিনের পরিবর্তিত রূপ।

    উত্তরঃ সত্য।

     

    2.10 গিঙেগা বাইলোবা একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ গিঙেগা বাইলোবা হলো একটি ব্যক্তবীজী উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ।

     

    2.11 ক্যানসার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন (Oncogene) বলে।

    উত্তরঃ সত্য।

     

    2.12 প্রবাল গমনে অক্ষম।

    উত্তরঃ সত্য।

     

    ‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

    A স্তম্ভB-স্তম্ভ
    2.13 থ্যালামাস(a) ফার্ন গাছে
    2.14 জনুক্রম দেখা যায়(b) ক্রিসমাস রোগ
    2.15 হিমোফিলিয়া-B(c) মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ
    2.16 অভিসারী অভিযোজন(d) আর্সেনিক
    2.17 ব্ল্যাকফুট ডিজিজ(e) গৌণ খাঁজ
    2.18 NOR(f) সমবৃত্তীয় অঙ্গ
    (g) পারদ

    উত্তরঃ

    A স্তম্ভB-স্তম্ভ
    2.13 থ্যালামাস(c) মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ 
    2.14 জনুক্রম দেখা যায়(a) ফার্ন গাছে 
    2.15 হিমোফিলিয়া-B(b) ক্রিসমাস রোগ
    2.16 অভিসারী অভিযোজন(f) সমবৃত্তীয় অঙ্গ 
    2.17 ব্ল্যাকফুট ডিজিজ(d) আর্সেনিক 
    2.18 NOR (e) গৌণ খাঁজ

     

    একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
    2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো :- ACTH, GTH, ADH, TSH।

    উত্তরঃ ADH

    ব্যাখ্যাঃ ADH পিট্যুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয় কিন্তু ACTH, GTH, TSH প্রভৃতি হরমোনগুলো পিট্যুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। 

     

    2.20 অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসরূপী উৎসেচকের নাম লেখো।

    উত্তরঃ লাইসোজাইম।

     

    2.21 নীচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও—

    শিশুর স্তনপানের ইচ্ছা : সহজাত প্রতিবর্ত :: শিশুর হাঁটা : ______ । 

    উত্তরঃ শিশুর স্তনপানের ইচ্ছা : সহজাত প্রতিবর্ত :: শিশুর হাঁটা : অর্জিত প্রতিবর্ত। 

     

    2.22 লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন্ ক্রোমোজোমে থাকে?

    উত্তরঃ সেক্স ক্রোমোজোম (Allosome)

     

    2.23 যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কী বলে?

    উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা। 

     

    2.24 ‘গরম তরল স্যুপ‘ কথাটির প্রবক্তা কে?

    উত্তরঃ গরম তরল স্যুপ‘ কথাটির প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যালডেন। 

     

    2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো।

    নষ্টক, অ্যানাবিনা, ওসিলেটোরিয়া, সায়ানো-ব্যাকটেরিয়া।

    উত্তরঃ সায়ানো-ব্যাকটেরিয়া।

    ব্যাখ্যাঃ নষ্টক, অ্যানাবিনা, ওসিলেটোরিয়া প্রভৃতি হলো সায়ানো-ব্যাকটেরিয়ার উদাহরণ। 

     

    2.26 লবণ সহনের জন্য সুন্দরীগাছের একটি অভিযোজন উল্লেখ করো।

    উত্তরঃ লবণ সহনের জন্য সুন্দরীগাছের শ্বাসমূল থাকে। 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!