Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 244
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 নিম্নলিখিত কোন্ হরমোনের স্বল্প ক্ষরণে শৈশবে বা বাল্যকালে বামনত্ব রোগটি হয়? –
(a) ACTH
(b) STH
(c) TSH
(d) GTH।
1.2 কোনটি গুরুমস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়?
(a) স্মৃতি
(b) হৃৎস্পন্দন
(c) অক্ষিপল্লব সঞ্চালন
(d) দেহের ভারসাম্য।
1.3 মানুষের গমনে সহায়ক কঙ্কাল পেশিগুলির মধ্যে নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক?
(a) ফ্লেক্সর পেশি – পাইরিফর্ম
(b) এক্সটেনসর পেশি – ট্রাইসেপ্স
(c) অ্যাবডাকটর পেশি – বাইসেপ্স
(d) রোটেটর পেশি – ডেলটয়েড।
1.4 মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো –
(a) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফূরণ ঘটায়
(b) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
(c) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(d) কোন্ কোন্ প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে।
1.5 বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
A. কোশচক্র | (i) ধুতুরা |
B. জনুক্রম | (ii) ফার্ন |
C. স্বপরাগযোগ | (iii) চেক পয়েন্ট |
D. বার্ধক্য দশা | (iv) ক্ষয়জনিত পরিবর্তন |
(a) A-ii, B-i, C-iv, D-iii
(b) A-iii, B-ii, C-i, D-iv
(c) A-i, B-iii, C-iv, D-ii
(d) A-iv, B-iii, C-ii, D-i
1.6 জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –
(a) শৈশব দশায়
(b) বয়ঃসন্ধি দশায়
(c) বার্ধক্য দশায়
(d) সদ্যজাত দশায়।
1.7 পুরুষের কোন্ প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে—
(a) 22A+Y
(b) 22A+X
(c) 22A+XY
(d) 22A+XX
1.8 bbrr, BBrr, Bbrr, bbRR, BbRr-এর মধ্যে কোন জিনোটাইপগুলো কালো মসৃণ গিনিপিগের ফিনোটাইপকে নির্দেশ করে?
(a) bbrr, Bbrr
(b) BBRr, BbRr
(c) BBrr, Bbrr
(d) bbRR, BBrr
1.9 থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন্ তথ্যটি সত্য নয় তা স্থির করো –
(a) বারবার রক্ত সঞ্চারণের ফলে দেহে লৌহ সঞ্চিত হয়
(b) অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠন বিকৃতি ঘটে
(c) রক্ততঞ্চন ব্যাহত হয়
(d) হিমোগ্লোবিন উৎপাদনে ব্যাহত হওয়ায় তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়।
1.10 প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ সংক্রান্ত সঠিক ক্রমটি শণাক্ত করো –
(a) জীবনের উৎপত্তি→পৃথিবীর সৃষ্টি→অক্সিজেনের উৎপত্তি→ বহুকোশী জীবের উৎপত্তি
(b) পৃথিবীর সৃষ্টি → জীবনের উৎপত্তি→ বহুকোশী জীবের উৎপত্তি→অক্সিজেনের উৎপত্তি
(c) পৃথিবীর উৎপত্তি → অক্সিজেনের উৎপত্তি→ জীবনের উৎপত্তি→বহুকোশী জীবের উৎপত্তি
(d) পৃথিবীর উৎপত্তি→ জীবনের উৎপত্তি → মুক্ত অক্সিজেনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.11 নীচের কোন বৈশিষ্ট্যটি ইওহিপ্পাসের তা স্থির করো –
(a) দু-পায়ে তিনটি করে আঙুল ছিল
(b) দু-পায়ে তিনটি করে আঙুল থাকলেও মাঝের আঙুলটি ছিল বেশ লম্বা ও খুরযুক্ত
(c) সামনের পায়ে চারটি ও পিছনের পায়ে তিনটি করে আঙুল ছিল।
(d) দু-পায়ে খুরযুক্ত একটি করে আঙুল ছিল।
1.12 মাছের উদ্স্থৈতিক বা প্লবতা রক্ষণকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে তা হল –
(a) ফুলকা
(b) পটকা
(c) পাখনা
(d) পুচ্ছ পাখনা।
1.3 মাটিতে থাকা N2-কে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি শণাক্ত করো –
(a) অ্যাজোটোব্যাকটর
(b) রাইজোবিয়াম
(c) অ্যানবিনা
(d) সিউডোমোনাস।
1.14 জলদূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়াঘটিত রোগটি হল –
(a) কলেরা
(b) টাইফয়েড
(c) অ্যামিবায়োসিস
(d) হেপাটাইসিস-A
1.15 ইন-সিটু সংরক্ষণ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো –
(a) আইন করে চোরাশিকার বন্ধ করা
(b) উপযুক্ত বাসস্থান, খাদ্য ও পানীয় জলের জোগান বজায় রাখা
(c) নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা
(d) চাষাবাদ ও গোচারণ নিষিদ্ধ করা।
বিভাগ-“খ” 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি)
2.1 নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হল ______।
উত্তরঃ জিব্বেরেলিন
2.2 কুকুর, বেড়াল রাতের অন্ধকারেও ভালো দেখতে পায়। তাদের রেটিনায় ______ কোশের পরিমাণ বেশি।
উত্তরঃ রড
2.3 প্রকৃতপক্ষে আলুর চোখ হল ______ মুকুল।
উত্তরঃ অস্থানিক
2.4 মেন্ডেল F1 জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খর্বাকার মটর গাছের মধ্যে ______ পরাগযোগ ঘটিয়েছিলেন।
উত্তরঃ ইতর
2.5 ‘দীর্ঘ অব্যবহারে অঙ্গের অবলুপ্তি ঘটে‘ – এটি বিজ্ঞানী ______ এর মতবাদ।
উত্তরঃ ল্যামার্ক
2.6 ধানক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রীন হাউস গ্যাস হল ______।
উত্তরঃ মিথেন
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
2.7 ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ প্রোজেস্টেরন হরমোন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে।
2.8 জাইগোট হল হ্যাপ্লয়েড প্রকৃতির।
উত্তরঃ সত্য।
2.9 ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে।
উত্তরঃ সত্য।
2.10 মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হল অ্যাপেনডিক্স।
উত্তরঃ সত্য।
2.11 ‘গ্রীন মাফলার’ শব্দ দূষণের সাথে সম্পর্কিত।
উত্তরঃ সত্য।
2.12 জার্মপ্লাজম সংরক্ষণ হল ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ জার্মপ্লাজম সংরক্ষণ হল এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B-স্তম্ভ |
2.13 দ্বিনেত্র দৃষ্টি | (a) সমসংস্থ অঙ্গ |
2.14 জেনোগ্যামি | (b) সমবৃত্তীয় অঙ্গ |
2.15 প্ৰজাপতি ও পাখির ডানা | (c) 11 নং ক্রোমোজোম |
2.16 বিটা | (d) মৌমাছি |
2.17 ঘোড়ার ও মানুষের অগ্রপদ | (e) ক্রিসক্রস উত্তরাধিকার |
2.18 হিমোফিলিয়া | (f) প্যাঁচা |
(g) স্বপরাগযোগ |
উত্তরঃ
A স্তম্ভ | B-স্তম্ভ |
2.13 দ্বিনেত্র দৃষ্টি | (f) প্যাঁচা |
2.14 জেনোগ্যামি | ইতর পরাগযোগ (option ভুল আছে) |
2.15 প্ৰজাপতি ও পাখির ডানা | (b) সমবৃত্তীয় অঙ্গ |
2.16 বিটা (β) থ্যালাসেমিয়া | (c) 11 নং ক্রোমোজোম |
2.17 ঘোড়ার ও মানুষের অগ্রপদ | (a) সমসংস্থ অঙ্গ |
2.18 হিমোফিলিয়া | (e) ক্রিসক্রস উত্তরাধিকার |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি)
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো- সাঁতার কাটা, শিশুর স্তন্য পান, সাইকেল চালানো, কবিতা মুখস্থ বলা।
উত্তরঃ শিশুর স্তন্য পান।
ব্যাখ্যাঃ শিশুর স্তন্য পান হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং বাকি সবগুলি হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।
2.20 ‘বটের ঝুরি সোজা মাটির দিকে যায়‘ – এটি কি প্রকার চলন?
উত্তরঃ ধনাত্মক জিওট্রপিক চলন।
2.21 নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: ______ : নিউক্লয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।
উত্তরঃ প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: টেলোফেজ : নিউক্লয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব।
2.22 বংশগতির কোন্ প্রকার ঘটনায় F2 জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয়?
উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতায় F2 জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয়।
2.23 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করে নাম লেখো:
স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার।
উত্তরঃ PBR
ব্যাখ্যাঃ PBR -এর কাজগুলি হলো –
- স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান,
- স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস
- স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার।
2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ সুন্দরী গাছ হল একটি লবণ সহনশীল উদ্ভিদ যা উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি লবণ সহনের জন্য নিম্নলিখিত অভিযোজনগুলি প্রদর্শন করে:
- পাতাগুলিতে লবণ গ্রন্থি: সুন্দরী গাছের পাতাগুলিতে লবণ গ্রন্থি থাকে যা অতিরিক্ত লবণ শোষণ করে। এই গ্রন্থিগুলি পাতাগুলির অগ্রভাগে অবস্থিত এবং সেগুলি লবণ রসকে পাতাগুলির বাইরে বের করে দেয়।
- পাতাগুলির পৃষ্ঠের ক্ষেত্রফল কমানো: সুন্দরী গাছের পাতাগুলি সাধারণত ছোট এবং গোলাকার হয়। এটি পাতা থেকে জল এবং লবণ হারানো কমায়।
2.25 অত্যধিকহারে জলসেচ জমিতে কি প্রভাব ফেলে?
উত্তরঃ অত্যধিকহারে জলসেচ জমিতে নিম্নলিখিত প্রভাব ফেলে:
- জমির উর্বরতা হ্রাস: অত্যধিকহারে জলসেচের ফলে মাটিতে থাকা পুষ্টি উপাদানগুলি ধুয়ে যায়। এতে জমির উর্বরতা হ্রাস পায়।
- মাটির ক্ষয়: অত্যধিকহারে জলসেচের ফলে মাটিতে থাকা জলরোধী স্তর নষ্ট হয়। এতে মাটির ক্ষয় হয়।
- জলাবদ্ধতা: অত্যধিকহারে জলসেচের ফলে জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে ফসল উৎপাদন ব্যাহত হয়।
- কৃষি কীটনাশক ও সার মাটিতে মিশে যাওয়া: অত্যধিকহারে জলসেচের ফলে কৃষি কীটনাশক ও সার মাটিতে মিশে যায়। এতে মাটি দূষিত হয়।
2.26 পশ্চিমবঙ্গের কোন্ জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution