Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 266
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 উদ্দেশ্যে সুন্দরী গাছটি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য কোন ধরনের চলন হতে পারে?
(a) প্রতিকূল আলোকবৃত্তীয় চলন
(b) অনুকূল অভিকর্ষবৃত্তীয় চলন
(c) প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন
(d) অনুকূল জলবৃত্তীয় চলন।
1.2 কোন হরমোনটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, তা যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে?
(a) গ্লুকাগণ
(b) ইনসুলিন
(c) থাইরক্সিন
(d) অ্যাড্রিনালিন।
1.3 নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ –
(a) অকিউলোমোটর
(b) হাইপোগ্লসাল
(c) অপটিক
(d) ভেগাস।
1.4 চোখের কোন স্তরটি স্নায়বিক স্তর হিসেবে পরিচিত?
(a) স্ক্লেরা
(b) রেটিনা
(c) কর্নিয়া
(d) কোরয়েড।
1.5 ইন্টারফেসের কোন দশায় RNA ও রাইবোজোমাল
প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে?
(a) G1 দশা
(b) G2-দশা
(c) S-দশা
(d) M-দশা।
1.6 মাইটোসিসের কোন দশায় ভগিনীসদৃশ ক্রোমাটিডগুলি আলাদা হয় – সেই দশাটি শনাক্ত করো –
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ।
1.7 পত্রাশ্রয়ী মুকুল দ্বারা অঙ্গজ জনন ঘটে –
(a) ডালিয়া
(b) শতমূলী
(c) বিগোনিয়া
(d) টোপাপানা।
1.8 কোনটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ নয় –
(a) মুসান্ডা
(b) হাসনুহানা
(c) অর্কিড
(d) পলাশ।
1.9 TT×Tt থেকে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ নির্ণয় করো –
(a) 50%
(b) 100%
(c) 25%
(d) 0%
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.10 মানুষের ক্ষেত্রে মুক্ত কর্ণছত্র এবং রোলার জিভ যথাক্রমে যে যে বৈশিষ্ট্য তা শনাক্ত করো –
(a) প্রকট ও প্রচ্ছন্ন
(b) প্রচ্ছন্ন ও প্রকট
(c) প্রচ্ছন্ন ও প্রচ্ছন্ন
(d) প্রকট ও প্রকট।
1.11 নীচের কোনটি পতঙ্গ ও বাদুড়ের ডানার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সঠিক তা স্থির করো –
(a) সমসংস্থ অঙ্গ
(b) সমবৃত্তীয় অঙ্গ
(c) নিষ্ক্রিয় অঙ্গ
(d) পারিপার্শ্বিক অঙ্গ।
1.12 নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি?
(a) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(b) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(c) পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(d) সমগ্র দেহেরর বৃদ্ধি।
1.13 ক্রায়োসংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়?
(a) 0°c
(b) –196°c
(c) −1°c
(d) −5°c
1.14 ভারতের প্রথম জাতীয় উদ্যান –
(a) করবেট
(b) কাজিরাঙা
(c) কান্হা
(d) জলদাপাড়া।
1.15 JFM প্রকল্পটি প্রথম চালু হয় –
(a) পশ্চিমবঙ্গে
(b) হরিয়ানাতে
(c) অসমে
(d) উত্তরপ্রদেশে।
বিভাগ-‘খ’ 2. নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো :
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যে কোনো পাঁচটি) :
2.1 ______হরমোন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
উত্তরঃ জিব্বেরেলিন
2.2 জোড়কলমের মাধ্যমে স্টকের সঙ্গে ______ এর জোড় লাগানো হয়।
উত্তরঃ সিয়ন
2.3 উভয়লিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশর অপসারণকে ______ বলে।
উত্তরঃ ইমাসকুলেশন
2.4 মানুষের মেরুদণ্ডের শেষপ্রান্তে অবস্থিত ______ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ।
উত্তরঃ কক্সিস
2.5 জলাভূমিকে প্রকৃতির ______ বলে।
উত্তরঃ বৃক্ক
2.6 ______ একটি গ্রীন হাউস গ্যাস।
উত্তরঃ মিথেন
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
2.7 CSF একপ্রকার পরিবর্তীত কলারস।
উত্তরঃ সত্য।
2.8 ডিম্বাণু কেবলমাত্র X ক্রোমোজোম যুক্ত।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ ডিম্বাণুতে X ক্রোমোজোম-এর সাথে ২২টি অটোজোম থাকে।
2.9 জননের মধ্যে একমাত্র যৌন জননের সঙ্গে জনুক্রমের সম্পর্ক রয়েছে।
উত্তরঃ সত্য।
2.10 পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সদৃশ্য তত বেশি হয়।
উত্তরঃ সত্য।
2.11 সম্প্রতিকালের ঘোড়ার নাম ইকুয়াস।
উত্তরঃ সত্য।
2.12 জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাললিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে।
উত্তরঃ সত্য।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : ( যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 FSH | (a) প্রকরণ |
2.14 চেক পয়েন্ট | (b) পার্থেনিয়াম |
2.15 জিনের পরিবর্তন | (c) জলবায়ু নিয়ন্ত্রণ |
2.16 বহিরাগত প্রজাতি | (d) কোশচক্র |
2.17 জীববৈচিত্র্য | (e) সমবিভাজন |
2.18 মাইটোসিস | (f) ডিম্বাণু নিঃসরণ |
(g) সমবৃত্তীয় অঙ্গ |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 FSH | (f) ডিম্বাণু নিঃসরণ |
2.14 চেক পয়েন্ট | (d) কোশচক্র |
2.15 জিনের পরিবর্তন | (a) প্রকরণ |
2.16 বহিরাগত প্রজাতি | (b) পার্থেনিয়াম |
2.17 জীববৈচিত্র্য | (c) জলবায়ু নিয়ন্ত্রণ |
2.18 মাইটোসিস | (e) সমবিভাজন |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো- কর্নিয়া, আইরিস, লেন্স, ভিট্রিয়াস হিউমর।
উত্তরঃ আইরিস
ব্যাখ্যাঃ আইরিস ছাড়া বাকি সবগুলি আমাদের চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে।
2.20 রিচমন্ড-ল্যাং প্রভাব কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদদেহ থেকে বিচ্ছিন্ন কোনো সজীব পাতায় সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে বা সাইটোকাইনিন মিশ্রিত জলে পাতাটিকে ডুবিয়ে রাখলে তা অনেকদিন পর্যন্ত সতেজ থাকে এবং ওই পাতার ক্লোরোফিল অনেক পরে বিনষ্ট হয়। একেই রিচমন্ড-ল্যাং প্রভাব (Richmond Lang effect) বলে।
2.21 প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
কোশ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ : মাইটোসিস :: প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক : ______।
উত্তরঃ কোশ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ : মাইটোসিস :: প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক : মিয়োসিস।
2.22 ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো।
উত্তরঃ ইতর পরাগযোগের একটি সুবিধা হল বংশগত বৈচিত্র্য বৃদ্ধি।
ইতর পরাগযোগের মাধ্যমে বংশগত বৈচিত্র্য বৃদ্ধি পাওয়ার আরও কিছু সুবিধা হল:
- উদ্ভিদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
- উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়।
- উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- উদ্ভিদের সৌন্দর্য বৃদ্ধি পায়।
2.23 মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও।
উত্তরঃ ফুলের বর্ণ – সাদা।
2.24 প্রাণীদের মরুলা দশা কোন্ পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে?
উত্তরঃ প্রাণীদের মরুলা দশা অ্যামনিওটিক প্রাণীদের প্রতিনিধিত্ব করে। অ্যামনিওটিক প্রাণী হল সেইসব প্রাণী যাদের ভ্রূণকে সুরক্ষা প্রদানের জন্য অ্যামনিওটিক থলি থাকে।
অ্যামনিওটিক প্রাণীদের মধ্যে রয়েছে:
- সরীসৃপ
- পাখি
- স্তন্যপায়ী
এই প্রাণীদের সকলেরই ভ্রূণের বিকাশের সময় মরুলা দশা দেখা যায়।
2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো:
চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্স-সিটু রক্ষণ, ক্রায়োসংরক্ষণ।
উত্তরঃ এক্স-সিটু রক্ষণ
ব্যাখ্যাঃ চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়োসংরক্ষণ প্রভৃতি হলো বিভিন্ন ধরণের এক্স-সিটু রক্ষণ।
2.26 শব্দদূষণ আমাদের হৃৎপিণ্ডের উপর কী প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করে লেখো।
উত্তরঃ শব্দদূষণের কারণে হৃৎপিণ্ডে যে প্রভাবগুলি দেখা দিতে পারে সেগুলি হল:
- উচ্চ রক্তচাপ: শব্দদূষণ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। শব্দদূষণের কারণে রক্তনালীগুলি সংকুচিত হয়, যা রক্তচাপ বৃদ্ধি করে
- হৃদস্পন্দন বৃদ্ধি: শব্দদূষণ হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে। শব্দদূষণের কারণে হৃৎপিণ্ডকে আরও বেশি পরিশ্রম করতে হয়, যা হৃদস্পন্দন বৃদ্ধি করে।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
Valo valo