Wed. Nov 20th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 38

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 শ্বাসমূলের বৃদ্ধি একপ্রকার-

(a) অনুকল আলোকবর্তী চলন

(b) প্রতিকূল অভিকর্ষবর্তী চলন

(c) প্রতিকূল জলবর্তী চলন

(d) প্রতিকূল আলোকবর্তী চলন।

 

1.2 প্লাসেন্টা গঠনে সাহায্য করে –

(a) ইস্টোজেন

(b) প্রোজেস্টেরন

(c) থাইরক্সিন

(d) টেস্টোস্টেরন।

 

1.3 কোনটি রোটেটর পেশি?-

(a) ডেলটয়েড

(b) ট্রাইসেপস

(c) পাইরিফরমিস

(d) লেটিসিমাস ডরসি।

 

1.4 কোশচক্রের কোন্ দশায় সবচেয়ে বেশি সময় লাগে?-

(a) ‘S’ দশায়

(b) G2 দশায়

(c) M দশায়

(d) G1 দশায়।

1.5 ক্যারিওকাইনেসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথক হয়?–

(a) টেলোফেজ

(b) প্রোফেজ

(c) মেটাফেজ

(d) অ্যানাফেজ।

 

1.6 মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয়?-

(a) পরিণত দশায়

(b) বয়ঃসন্ধি দশায়

(c) শৈশব দশায়

(d) সদ্যোজাত দশায়।

 

1.7 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে –

(a) 1:3

(b) 1:1

(c) 3:1

(d) কোনোটিই নয়।

 

1.8 ইমাসকুলেশনের ফলে –

(a) পুরুষ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়

(b) স্ত্রী ফুল পুরুষ ফুলে পরিণত হয়

(c) উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়

(d) উভলিঙ্গ ফুল পুরুষ ফুলে পরিণত হয়।

 

1.9 এক সংকর জননের F2 জনুতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার? –

(a) এক প্রকার

(b) দুই প্রকার

(c) তিন প্রকার

(d) চার প্রকার।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.10 “অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার” সূত্রটির প্রবক্তা হলেন –

(a) ডারউইন

(b) ল্যামার্ক

(c) ভাইসম্যান

(d) হুগো দ্য ভ্রিস।

1.11 নিষ্ক্রিয় অঙ্গ নয় –

(a) মানুষের কক্সিস

(b) মানুষের কর্ণছত্র পেশি

(c) গিনিপিগের সিকাম

(d) পুরুষের স্তনগ্রন্থি।

 

1.12 শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হল –

(a) পায়রার বায়ুথলি

(b) ক্যাকটাসের পাতা

(c) মৌমাছির বার্তা আদান প্রদান

(d) উটের অতিরিক্ত জল ক্ষয় সহন।

 

1.13 নীচের কোনটি ডিনাইট্রফাইং ব্যাকটিরিয়া?-

(a) অ্যাজোটোব্যাকটর

(b) রাইজোবিয়াম

(c) সিউডোমোনাস

(d) নাইট্রোব্যাকটর।

 

1.14 লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন্ রাজ্যে অবস্থিত? –

(a) উত্তরপ্রদেশ

(b) মধ্যপ্রদেশ

(c) অন্ধ্রপ্রদেশ

(d) পশ্চিমবঙ্গ।

 

1.15 নীচের কোন্ গাছটি থেকে ক্যানসার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায় –

(a) সিঙ্কোনা

(b) নয়নতারা

(c) কালমেঘ

(d) ইসবগুল।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

2.1 সহযোগী নিউরোনের অবস্থান সবসময় ______ তন্ত্রে।

উত্তরঃ সহযোগী নিউরোনের অবস্থান সবসময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে।

 

2.2 উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোশের সংখ্যা ______ টি।

উত্তরঃ উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোশের সংখ্যা টি।

 

2.3 উচ্চতা সাপেক্ষে Tt একটি _______ সংকর জীব।

উত্তরঃ উচ্চতা সাপেক্ষে Tt একটি লম্বা সংকর জীব।

 

2.4 ______ ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে।

উত্তরঃ নিটাম ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে।

 

2.5 জীববিবর্ধন ______ দূষণের ফলাফল।

উত্তরঃ জীববিবর্ধন মাটি দূষণের ফলাফল।

 

2.6 পশ্চিমবঙ্গের ______ ন্যাশানাল পার্কে রেডপাণ্ডা সংরক্ষণ করা হয়।

উত্তরঃ পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা  ন্যাশানাল পার্কে রেডপাণ্ডা সংরক্ষণ করা হয়।

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 কব্জাসন্ধি 270° ঘুরতে পারে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ কব্জাসন্ধি 180° ঘুরতে পারে।

 

2.8 প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা।

উত্তরঃ সত্য। 

 

2.9 একবীজপত্রী উদ্ভিদের ও জোড় কলম করা হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ দ্বিবীজপত্রী উদ্ভিদের জোড় কলম করা হয়।

2.10 প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ প্রোটোনোপ লাল বর্ণ বুঝতে পারে না।

 

2.11 জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে।

উত্তরঃ সত্য। 

 

2.12 আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল DNA।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল RNA

 

 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 অকাল পত্রমোচন রোধ (a) থ্যালাসেমিয়া
2.14 বেমতত্ত্ব গঠন (b) রোজেন
2.15 HPLC (c) PAN
2.16 ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি (d) অক্সিন
2.17 জীববৈচিত্র্য (e) মাইক্রোটিউবিউলস
2.18 গৌণ দূষক (f) প্রকৃতির খেলা
(g) সাইটোকাইনিন

উত্তরঃ

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 অকাল পত্রমোচন রোধ (g) সাইটোকাইনিন
2.14 বেমতত্ত্ব গঠন (e) মাইক্রোটিউবিউলস 
2.15 HPLC (a) থ্যালাসেমিয়া 
2.16 ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি (f) প্রকৃতির খেলা 
2.17 জীববৈচিত্র্য (b) রোজেন
2.18 গৌণ দূষক (c) PAN 

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো – অটোলিথ, অন্তঃকর্ণ, সাইনোভিয়াল তরল, এন্ডোলিঙ্ক।

উত্তরঃ সাইনোভিয়াল তরল। 

ব্যাখ্যাঃ সাইনোভিয়াল তরল ছাড়া বাকিসবগুলি হলো মানব কর্ণের অংশ। 

 

2.20 চোখের কোন্ আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেদ প্রতিস্থাপন করা যেত না।

উত্তরঃ কর্নিয়া। 

 

2.21 ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন্ ক্রোমাটিন থাকে?

উত্তরঃ হেটেরোক্রোমাটিন। 

2.22 লোকাস কী?

উত্তরঃ ক্রোমাজোমের যে স্থানে জীন অবস্থান করে, তাকে লোকাস (Locus) বলে।

 

2.23 মিলার এবং উরে তাদের পরীক্ষায় NH3 এবং CH4 কী অনুপাতে ব্যবহার করেছিলেন?

উত্তরঃ ১ : ১

 

2.24 মেটাস্টেসিস কী?

উত্তরঃ মেটাস্ট্যাসিস বা স্থানান্তরণ হচ্ছে ধারণকৃত দেহের ভেতরে থাকা কোনো রোগসৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তিস্থল থেকে ঐ শরীরের-ই ভিন্ন কোনো অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া।সাধারণত ক্যান্সারজনিত টিউমারের ছড়িয়ে পড়াকে নির্দেশ করতে এই পরিভাষাটি ব্যবহৃত হয়।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে কোন্ তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখে :

গর্ভদণ্ড, গর্ভপত্র, গর্ভাশয়, গর্ভমুণ্ড।

উত্তরঃ গর্ভপত্র। 

ব্যাখ্যাঃ গর্ভপত্রের তিনটি অংশ হলো – গর্ভদণ্ড, গর্ভাশয়, এবং গর্ভমুণ্ড।

 

2.26 ‘Grow and release‘ পদ্ধতির মাধ্যমে কোন্ প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয়।

উত্তরঃ Grow and release‘ পদ্ধতির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হয়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

3 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!