Wed. Mar 12th, 2025

    Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 463

    বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

    1.1 বনচাড়ালের পার্শ্বপত্রতে যে ধরনের চলন দেখা যায় তা হল –
    (a) বৃদ্ধিজ চলন
    (b) আবিষ্ট চলন
    (c) স্বতঃস্ফূর্ত চলন
    (d) প্রকরণ চলন।

    1.2 বহুমূত্র আক্রান্ত কোনো ব্যক্তির নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরিত হয় না?
    (a) ADH
    (b) ইনসুলিন
    (c) থাইরক্সিন
    (d) ACTH।

    1.3 একটি নিউরোনের অ্যাক্সন এবং অন্য একটি নিউরোনের ডেনড্রাইটসের মধ্যে সংযোগকে বলে
    (a) পনস
    (b) ভারমিস
    (c) সাইন্যাপস
    (d) সাইন্যাপসিস।

    1.4 তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হল –
    (a) প্রফেজ
    (b) টেলোফেজ
    (c) অ্যানাফেজ
    (d) মেটাফেজ।

    1.5 নীচের দেওয়া চারটি N2 বেসের মধ্যে কোনটি RNA-এর উপাদান নয় তা তুমি নির্বাচন করো
    (a) অ্যাডেনিন
    (b) গুয়ানিন
    (c) সাইটোসিন
    (d) থাইমিন।

    1.6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো
    (a) বহুবিভাজন-হাইড্রা
    (b) খণ্ডীভবন-স্পাইরোগাইরা
    (c) পুনরুৎপাদন-ফার্ন
    (d) কোরকোদগম-প্লানেরিয়া।

    1.7 একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা ও সংকর কালো গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে
    (a) 1:1
    (b) 1:2
    (c) 1:3
    (d) 2:1

    1.8 মানুষের X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন্ বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়?
    (a) রোলারজিভ
    (b) থ্যালাসেমিয়া
    (c) বর্ণান্ধতা
    (d) কানের যুক্তলতি।

    1.9 যে রোগে প্লিহা, যকৃৎ, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্থ হয় তা হল –
    (a) হিমোফিলিয়া
    (b) থ্যালাসেমিয়া
    (c) অ্যানিমিয়া
    (d) কোনোটিই নয়।

    1.10 ঘোড়ার বিবর্তনে কোন্ ক্রমটি সঠিক তা নির্বাচন করে লেখো
    (a) ইওহিপ্পাস→মেরিচিপ্পাস→মেসোহিপ্পাস→প্লিও হিপ্পাস→ইক্যুয়াস
    (b) ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→প্লিওহিপ্পাস→ইক্যুয়াস
    (c) ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস → ইক্যুয়াস→প্লিওহিপ্পাস
    (d) ইওহিপ্পাস →প্লিওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→ইক্যুয়াস।

    1.11 নীচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? –
    (a) উৎপত্তিগতভাবে ভিন্ন
    (b) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা
    (c) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
    (d) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    1.12 পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। একে বলে
    (a) জনন
    (b) বিবর্তন
    (c) পরিভ্রমণ
    (d) আচরণ।

    1.13 নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়? –
    (a) নাইট্রিফিকেশন
    (b) ডি-নাইট্রিফিকেশন
    (c) ইউট্রিফিকেশন
    (d) অ্যামোনিফিকেশন।

    1.14 ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে –
    (a) বায়ুদূষণ
    (b) শব্দদূষণ
    (c) জলদূষণ
    (d) মাটিদূষণ। 

    1.15 ক্রায়োসংরক্ষণে ব্যবহার করা হয়
    (a) তরল অক্সিজেন
    (b) হাইড্রোজেন
    (c) তরল নাইট্রোজেন
    (d) অ্যামোনিয়া।

     

    বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

    নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

    2.1 A.J. Bose লজ্জাবতী উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ______ ধর্মটি প্রমাণ করেন।

    উত্তরঃ সংবেদনশীল 

     

    2.2 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে।

    উত্তরঃ উপযোজন 

     

    2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ______ একই ফিনোটাইপ দেখাতে পারে।

    উত্তরঃ জিনোটাইপ 

     

    2.4 মাছের পাখনা ও তিমির ফ্লিপার পরস্পরের ______ অঙ্গ।

    উত্তরঃ সমবৃত্তীয় 

     

    2.5 উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ______ গাছের মূল ব্যবহার হয়।

    উত্তরঃ সর্পগন্ধা

     

    2.6 রেডপান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত _______ জাতীয় পার্কে।

    উত্তরঃ সিঙ্গালিলা 

     

    নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

    2.7 পরাগনালিকার ডিম্বকের দিকে চলন, এটি কেমোট্রপিক চলন।

    উত্তরঃ সত্য। 

     

    2.8 CSF কেন্দ্ৰীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও পুষ্টি প্রদান করে।

    উত্তরঃ সত্য। 

     

    2.9 অযৌন জনন অভিব্যক্তিতে সাহায্য করে।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ যৌন জনন অভিব্যক্তিতে সাহায্য করে।

     

    2.10 BbRr থেকে দুপ্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ BbRr থেকে চারপ্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে যেগুলি হলো BR, Br, bR এবং br

     

    2.11 যোগ্যতমের উদবর্তন- এর প্রবক্তা হলেন লামার্ক।

    উত্তরঃ মিথ্যা। 

    ব্যাখ্যাঃ যোগ্যতমের উদবর্তন- এর প্রবক্তা হলেন ডারউইন

     

    2.12 বিদ্যুৎ চমকালে মাটিতে N2-এর পরিমাণ বাড়ে

    উত্তরঃ সত্য। 

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    ‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি)

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 মেনিনজেস(a) কোশপাত
    2.14 গ্রাফটিং(b) অসম্পূর্ণ প্রকটতা
    2.15 সাইটোকাইনেসিস(c) মস্তিষ্কের আবরণ
    2.16 সন্ধ্যামালতী(d) স্টক ও সিয়ন
    2.17 বাদুড় ও পাখির ডানা(f) দমকল ও ঝালাইকর্মী
    2.18 ব্রংকাইটিস(g) সমসংস্থ অঙ্গ
    (h) শব্দদূষণ

    উত্তরঃ 

    A স্তম্ভB স্তম্ভ
    2.13 মেনিনজেস(c) মস্তিষ্কের আবরণ
    2.14 গ্রাফটিং(d) স্টক ও সিয়ন
    2.15 সাইটোকাইনেসিস(a) কোশপাত
    2.16 সন্ধ্যামালতী(b) অসম্পূর্ণ প্রকটতা
    2.17 বাদুড় ও পাখির ডানা(g) সমসংস্থ অঙ্গ
    2.18 ব্রংকাইটিস(f) দমকল ও ঝালাইকর্মী

     

    একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

    2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো- ফ্লাজেলা, পটকা, সিলিয়া, সিউডোপোডিয়া।

    উত্তরঃ পটকা

    ব্যাখ্যাঃ উল্লিখিত চারটি শব্দের মধ্যে পটকা হল বিসদৃশ শব্দ। কারণ, অন্য তিনটি শব্দ হল এককোষী জীবের চলন অঙ্গ, কিন্তু পটকা হল মাছের  দেহের একটি অংশ।

     

    2.20 মায়োলিন আবরণীর একটি কাজ লেখো।

    উত্তরঃ মায়োলিন আবরণীর প্রধান কাজ হল স্নায়ু সংকেত পরিবহনে সহায়তা করা। মায়োলিন আবরণী হল একটি প্রোটিন এবং লিপিডের স্তর যা স্নায়ু কোষের দীর্ঘ প্রান্ত, অ্যাক্সনকে আবৃত করে। এটি স্নায়ু সংকেতকে দ্রুত এবং দক্ষতার সাথে পরিবহনে সহায়তা করে।

     

    2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

    রসাল মূল : মিষ্টি আলু :: খবধাবক : ______ ।

    উত্তরঃ রসাল মূল : মিষ্টি আলু :: খবধাবক : কচুরিপানা

     

    2.22 মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কত প্রকারের ফিনোটাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল?

    উত্তরঃ চার প্রকার। 

     

    2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে?

    উত্তরঃ অটোজোম 

     

    2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।

    উত্তরঃ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন হল পাতায় লবণ জমা করার ক্ষমতা। সুন্দরী গাছের পাতায় বিশেষ ধরনের কোষ থাকে যা লবণ শোষণ করে এবং সেগুলি পাতায় জমা করে রাখে। এই কোষগুলিকে লবণ গ্রন্থি বলা হয়। লবণ গ্রন্থিগুলি পাতায় লবণের ঘনত্ব এতটাই বেশি করে তোলে যে সেগুলি মাটিতে ফিরে যেতে পারে না।

     

    2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করে নাম লেখো :

    ফণীমনসার পত্রকণ্টক, রুইমাছের পটকা, অভিযোজিত অঙ্গ, পায়রার বায়ুথলি।

    উত্তরঃ অভিযোজিত অঙ্গ

    ব্যাখ্যাঃ ফণীমনসার পত্রকণ্টক, রুইমাছের পটকা এবং পায়রার বায়ুথলি হল তিনটি অভিযোজিত অঙ্গ।

    ফণীমনসার পত্রকণ্টক শত্রু থেকে রক্ষার জন্য অভিযোজিত। রুইমাছের পটকা জলে ভাসতে সাহায্য করে। পায়রার বায়ুথলি উড়তে সাহায্য করে।

     

    2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো।

    উত্তরঃ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সম্প্রতিকতম উদ্বেগের কারণ হল জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণের পরিবর্তন এবং ঝড়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলি সুন্দরবনের জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে।

     

    আরও পড়ুনঃ 

    Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

    Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

    Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

    Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

    One thought on “Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 463”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!