Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 485
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 সূর্যালোকের প্রভাবে পদ্মফুল ফোটে। এটি হল একপ্রকার –
(a) ফোটোট্রপিক চলন
(b) ফোটোট্যাকটিক চলন
(c) ফোটোন্যাস্টিক চলন
(d) থার্মোন্যাস্টিক চলন।
1.2 উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হল –
(a) অক্সিন
(b) জিব্বেরেলিন
(c) সাইটোকাইনিন
(d) ইথিলিন।
1.3 নীচের কোন্ প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায় –
(a) মাছ
(b) ইউগ্লিনা
(c) প্যারামেশিয়াম
(d) অ্যামিবা।
1.4 মানুষের জননকোশে ক্রোমোজোম সংখ্যা
(a) 23 জোড়া
(b) 23টি
(c) 2 জোড়া
(d) 2টি।
1.5 কোশ বিভাজনের ক্ষেত্রে কোন জোড়টি সঠিক নয় ?
কোশঅঙ্গানু | কোশ বিভাজনে ভূমিকা |
(a) নিউক্লিয়াস | ক্রোমোজোম ধারণ করে যা বিভাজিত হয় |
(b) সেন্ট্রোজোম | প্রোটিন সংশ্লেষে সাহায্য করে |
(c) মাইটোকনড্রিয়া | কোশ বিভাজনে প্রয়োজনীয় শক্তি জোগায় |
(d) মাইক্রোটিউবিউল | বেমতন্তু গঠন করে |
ব্যাখ্যাঃ রাইবোজোম কোশ বিভাজনের সময় প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।
1.6 কোরকোদগমের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার করে যে প্রাণী –
(a) হাইড্রা
(b) ইস্ট
(c) প্লাজমোডিয়াম
(d) প্লানেরিয়া।
1.7 এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণ হল –
(a) প্রকরণ
(b) বংশগতি
(c) পরিব্যক্তি
(d) প্রজনন।
1.8 ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান বিন্দু হল
(a) অ্যালিল
(b) টেলোমিয়ার
(c) ট্রেইট
(d) লোকাস।
1.9 নীচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য –
(a) হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হয়
(b) এটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(c) এই রোগে কাটা/ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটে না বা দেরিতে রক্ততঞ্চন হয়
(d) আক্রান্ত ব্যক্তি লাল-সবুজ বর্ণ চিনতে পারে না।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.10 প্রাণ সৃষ্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না মুক্ত অবস্থায় ছিল না –
(a) H2
(b) O2
(c) N2
(d) CH4
1.11 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ –
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) মিলার
(d) ওপারিন।
1.12 ক্যাকটাসের পাতা কোন্ অঙ্গের রূপান্তর –
(a) মূল
(b) কাণ্ড
(c) পাতা
(d) ফুল।
1.13 নীচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়
(a) ইউট্রফিকেশন
(b) কৃষিক্ষেত্রের বর্জ্য
(c) জীবাণু
(d) SPM।
1.14 ঝালাইকর্মী, দমকলকর্মী ও ধূমপায়ীদের যে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা হল –
(a) ব্রঙ্কাইটিস
(b) হেপাটাইটিস
(c) কলেরা
(d) আমাশা।
1.15 নীচের কোটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়
(a) মিষ্টিজলের সংকট
(b) বাসস্থান ধ্বংস
(c) দ্বীপভূমির নিমজ্জন
(d) লবণাম্বু উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি।
বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :
2.1 পরিবেশের যেসব পরিবর্তন সনাক্ত হয় এবং সাড়াপ্রদানে সাহায্য করে তা হল ______।
উত্তরঃ উদ্দীপক
2.2 কোমর ও কাঁধের অস্থিসন্ধি হল ______।
উত্তরঃ বল ও সকেট প্রকৃতির
2.3 ______ N2 বেসটি RNA-তে থাকে কিন্তু DNA-তে থাকে না।
উত্তরঃ ইউরাসিল
2.4 ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন-বিন্যাসকে ______ বলে।
উত্তরঃ জিনোটাইপ
2.5 ‘অরিজিন অব স্পিসিস বাইমিনস্ অব ন্যাচারাল সিলেকশন‘ বইটির লেখক হলেন ______।
উত্তরঃ বিজ্ঞানী ডারউইন
2.6 একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হল ______।
উত্তরঃ ব্যাসিলাস মাইকয়ডিস্
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
2.7 অগ্রপিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস।
উত্তরঃ সত্য।
2.8 তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটে মিয়োসিস কোশ বিভাজনের মাধ্যমে।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে।
2.9 যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
উত্তরঃ সত্য।
2.10 সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে।
উত্তরঃ সত্য।
2.11 বোটানিক্যাল গার্ডেন একপ্রকার এক্স-সিটু সংরক্ষণ।
উত্তরঃ সত্য।
2.12 PBR হল স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি।
উত্তরঃ সত্য।
আর ও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সাথে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 স্নায়ুকোশের কোশদেহ | (a) পুংকেশর |
2.14 নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় | (b) প্রোটানোপিয়া |
2.15 ফুলের পুং-প্রজননিক অংশ | (c) জীববৈচিত্র্যের হটস্পট |
2.16 লাল বর্ণান্ধতা | (d) ক্রসিং ওভার |
2.17 রেটিয়া মিরাবিলিয়া | (e) গর্ভকেশর |
2.18 সুন্দাল্যান্ড | (f) স্নায়ুগ্রন্থি সৃষ্টি |
(g) মাছের পটকা |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 স্নায়ুকোশের কোশদেহ | (f) স্নায়ুগ্রন্থি সৃষ্টি |
2.14 নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় | (d) ক্রসিং ওভার |
2.15 ফুলের পুং-প্রজননিক অংশ | (a) পুংকেশর |
2.16 লাল বর্ণান্ধতা | (b) প্রোটানোপিয়া |
2.17 রেটিয়া মিরাবিলিয়া | (g) মাছের পটকা |
2.18 সুন্দাল্যান্ড | (c) জীববৈচিত্র্যের হটস্পট |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো – কর্নিয়া, লেন্স, কোরয়েড, ভিট্রিয়াস হিউমার।
উত্তরঃ কোরয়েড
ব্যাখ্যাঃ কোরয়েড ছাড়া বাকি অংশগুলি চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে।
2.20 মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদের ‘ক্ষুদ্র’ অংশটিকে কী বলে?
উত্তরঃ এক্সপ্ল্যান্ট
2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
পত্রজমুকুল : পাথককুচি :: খবধাবক : ______।
উত্তরঃ ত্রজমুকুল : পাথককুচি :: খবধাবক : কচুরিপানা
2.22 মেনিনজেসের অবস্থান উল্লেখ করো।
উত্তরঃ মানুষের মস্তিষ্কের আবরণকে বলে মেনিনজেস। এটি তিনটি স্তরের ঝিল্লি যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে (CNS) আচ্ছাদিত করে।
2.23 ইমাসকুলেশন কী?
উত্তরঃ উভলিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্বতিকে ইমাসকুলেশন বলে।
2.24 বিবর্তনের ধারায় কোনপ্রকার মেরুদণ্ডী প্রাণীর প্রথম ডাঙায় বিবর্তন ঘটে?
উত্তরঃ বিবর্তনের ধারায় প্রথম ডাঙায় বিবর্তন ঘটে উভচরদের।
2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো।
বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, দূষণ।
উত্তরঃ জীববৈচিত্র্য হ্রাস
ব্যাখ্যাঃ জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো – বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার, দূষণ।
2.26 পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ লেখো।
উত্তরঃ সুন্দরবন।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution