Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 528

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল
(a) সেরিব্রাম
(b) সেরিবেলাম
(c) থ্যালামাস
(d) হাইপো-থ্যালামাস।

1.2 সূর্য শিশিরের পাতার কর্ষিকা পতঙ্গের স্পর্শে বেঁকে গিয়ে তাকে আবদ্ধ করাকে বলে –
(a) সিসমোন্যাস্টিক চলন
(b) থার্মোট্যাকটিক চলন
(c) কেমোন্যাস্টিক চলন
(d) কেমোট্যাকটিক চলন।

1.3 ইউগ্লিনার গমন অঙ্গ হল –
(a) সিলিয়া
(b) ফ্লাজেলা
(c) সিউডোপোডিয়া
(d) মায়োটোম।

1.4 মানুষের জননকোষে অ্যালোজোমের সংখ্যা হল –
(a) 1টি
(b) 2টি
(c) 22টি
(d) 23টি।

1.5 মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায় –
(a) প্রফেজ দশায়
(b) মেটাফেজ দশায়
(c) অ্যানাফেজ দশায়
(d) টেলোফেজ দশায়।

1.6 কোরকোদ্‌গমের মাধ্যমে অযৌনজননকারী প্রাণী হল –
(a) প্ল্যানেরিয়া
(b) অ্যামিবা
(c) ইস্ট
(d) হাইড্রা।

1.7 বংশগতির বিদ্যার জনক হলেন বিজ্ঞানী –
(a) ডারউইন
(b) মেন্ডেল
(c) ল্যামার্ক
(d) ওপারিন।

1.8 ‘YYRr’ জিনোটাইপযুক্ত মটর গাছের গ্যামেট উৎপন্ন হবে –
(a) 2 প্রকার
(b) 3 প্রকার
(c) 4 প্রকার
(d) 6 প্রকার।

1.9 মটর গাছের ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য হল
(a) সবুজ
(b) হলুদ
(c) কালো
(d) বেগুনি।

1.10 ‘উত্তপ্ত তরল স্যুপ‘ মতবাদটি দেন বিজ্ঞানী –
(a) হ্যালডেন
(b) মিলার
(c) উরে
(d) ডারউইন।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.11 হৃদপিণ্ড 2টি অলিন্দ ও 1টি নিলয় দ্বারা গঠিত হয়, এমন প্রাণী হল –
(a) মাছ
(b) ব্যাঙ
(c) সরীসৃপ
(d) স্তন্যপায়ী।

1.12 পায়রার বায়ুথলির সংখ্যা হল
(a) 9 জোড়া
(b) 10 জোড়া
(c) 9টি
(d) 10টি।

1.13 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হল –
(a) অ্যানাবিনা
(b) অ্যাজোটোব্যাকটর
(c) নাইট্রোব্যাকটর
(d) সিউডোমোনাস।

1.14 পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্রপ্রকল্প হল –
(a) বক্সা
(b) গোরুমারা
(c) জলদাপাড়া
(d) কুলিক।

1.15 যে হটস্পট অঞ্চলে লায়ন টেল্ড ম্যাকাক্ দেখা যায় তা হল –
(a) পূর্ব হিমালয়
(b) ইন্দো-বার্মা
(c) পশ্চিমঘাট-শ্রীলঙ্কা
(d) সুন্দাল্যান্ড।

 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : 

2.1 উদ্ভিদের ______ হরমোনটি অম্লধর্মী কিন্তু নাইট্রোজেনবিহীন।

উত্তরঃ জিব্বেরেলিন 

 

2.2 একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ ______ হল। 

উত্তরঃ অ্যাসিটাইলকোলিন

 

2.3 মাইটোসিসের ______ দশাটি দীর্ঘতম দশা।

উত্তরঃ প্রোফেজ 

 

2.4 ক্রোমোজোমে জিনের অবস্থানকে ______ বলে।

উত্তরঃ লোকাস 

 

2.5 মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা বিজ্ঞানী ______

উত্তরঃ ফক্স

 

2.6 ______ কে প্রকৃতির বৃক্ক বলে।

উত্তরঃ জলাশয় 

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 থাইরয়েড গ্রন্থি TSH হরমোন উৎপন্ন করে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ TSH হরমোন হলো থাইরয়েড-উদ্দীপক হরমোন, যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

 

2.8 কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজ জনন ঘটায়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ কচুরিপানা খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ জনন ঘটায়।

 

2.9 গিনিপিগের কালো বর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য।

উত্তরঃ সত্য। 

 

2.10 ‘যোগ্যতমের উদ্‌বর্তন‘ ল্যামার্কবাদের একটি প্রতিপাদ্য বিষয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ যোগ্যতমের উদ্‌বর্তন‘ বিজ্ঞানী ডারউইন -এর একটি প্রতিপাদ্য বিষয়।

 

2.11 অ্যানাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে।

উত্তরঃ সত্য। 

 

2.12 ওড়িশার ভিতর কণিকায় কুমির সংরক্ষণ করা হয়।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 ফ্লেক্সন (a) Tt
2.14 কায়াজমা (b) আর্সেনিক দূষণ
2.15 ডিম্বক (c) ট্রাইসেপ্‌স পেশি
2.16 সংকরজীব (d) ‘X’ এর ন্যায় গঠন
2.17 নিউম্যাটোফোর (e) বাইসেপস পেশি
2.18 ব্লাকফুট ডিজিজ (f) বীজ
(g) লবনাম্বু উদ্ভিদ

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 ফ্লেক্সন (e) বাইসেপস পেশি
2.14 কায়াজমা (d) ‘X’ এর ন্যায় গঠন
2.15 ডিম্বক (f) বীজ
2.16 সংকরজীব (a) Tt
2.17 নিউম্যাটোফোর (g) লবনাম্বু উদ্ভিদ
2.18 ব্লাকফুট ডিজিজ (b) আর্সেনিক দূষণ

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো— TSH, FSH, ADH, STH।

উত্তরঃ ADH 

ব্যাখ্যাঃ বিসদৃশ শব্দটি হলো ADH। কারণ, বাকি তিনটি হরমোন (TSH, FSH, STH) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়, কিন্তু ADH পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হয়।

 

2.20 মায়োপিয়ার অসুবিধা দূর করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?

উত্তরঃ অবতল লেন্স। 

 

2.21 প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও –

প্রাণী সাইটোকাইনেসিস : ফায়োরিং :: উদ্ভিদ সাইটোকাইনেসিস : ______ : : ______ : টেলোসেন্ট্রিক।

উত্তরঃ প্রাণী সাইটোকাইনেসিস : ফায়োরিং :: উদ্ভিদ সাইটোকাইনেসিস : কোশপাত : : ক্রোমোজোমের প্রান্ত : টেলোসেন্ট্রিক।

 

2.22 একজন হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে, তাদের পুত্রদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ?

উত্তরঃ ৫০%

 

2.23 টেস্ট ক্রস কাকে বলে?

উত্তরঃ টেস্ট ক্রস হলো একটি জেনেটিক পরীক্ষা যা কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করতে ব্যবহৃত হয়।

Note: টেস্ট ক্রস পরীক্ষায়, কোনো জীবকে একটি নির্দিষ্ট অ্যালিলের জন্য হোমোজাইগাস জীবের সাথে ক্রস করা হয়। যদি জীবটি সেই অ্যালিলের জন্য হোমোজাইগাস হয়, তাহলে সমস্ত বংশধররা সেই অ্যালিলের জন্য হোমোজাইগাস হবে। অন্যদিকে, যদি জীবটি সেই অ্যালিলের জন্য ভিন্নধর্মী হয়, তাহলে বংশধরদের মধ্যে অর্ধেক হোমোজাইগাস এবং অর্ধেক ভিন্নধর্মী হবে।

উদাহরণস্বরূপ, ধরুন আমরা একটি জীবের জিনোটাইপ নির্ধারণ করতে চাই যা লাল ফুলের জন্য দায়ী অ্যালিল ধারণ করে। আমরা সেই জীবকে একটি সাদা ফুলের জন্য দায়ী অ্যালিল ধারণ করে এমন একটি জীবের সাথে ক্রস করতে পারি। যদি জীবটি লাল ফুলের জন্য হোমোজাইগাস হয়, তাহলে সমস্ত বংশধর লাল ফুলের হবে। অন্যদিকে, যদি জীবটি লাল ফুলের জন্য ভিন্নধর্মী হয়, তাহলে বংশধরদের মধ্যে অর্ধেক লাল ফুলের এবং অর্ধেক সাদা ফুলের হবে।

2.24 ঊষাকালের ঘোড়া (Dawn house) কোনটি?

উত্তরঃ ইওহিপ্পাস 

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করে লেখো :

অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তরঃ ইনসিটু সংরক্ষণ

ব্যাখ্যাঃ অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি হলো ইনসিটু সংরক্ষণ-এর উদাহরণ। 

 

2.26 JFM প্রথম কোথায় শুরু হয়?

উত্তরঃ JFM-এর ধারণাটির প্রথম সূত্রপাত হয় ১৯৭১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। এই প্রকল্পটির সূচনা করা হয়েছিল জনগনের দাবি মেনে ধ্বংসের হাত থেকে অরণ্যকে বাঁচাতে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!