Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 59
বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ নদীর বহনকার্যের প্রক্রিয়া নয়?
(ক) লম্ফদান
(খ) অবঘর্ষ
(গ) টান
(ঘ) ভাসমান
১.২ মরুকরণে সহায়তা করে না?
(ক) অতিরিক্ত চাষবাস
(খ) পশুচারণ
(গ) কাঁটা-ঝোপজাতীয় বৃক্ষরোপণ
(ঘ) বনহরণ
ব্যাখ্যা: মরুকরণে সহায়তা করে এমন কারণগুলি হল:
- অতিরিক্ত চাষবাস
- পশুচারণ
- বনহরণ
কাঁটা-ঝোপজাতীয় বৃক্ষরোপণ মরুকরণের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। কারণ, এগুলি মাটির ক্ষয় রোধ করে এবং মাটির রস ধরে রাখে।
সুতরাং, কাঁটা-ঝোপজাতীয় বৃক্ষরোপণ মরুকরণে সহায়তা করে না।
১.৩ হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল
(ক) আণবিক নাইট্রোজেন স্তর
(খ) হাইড্রোজেন স্তর
(গ) পারমাণবিক অক্সিজেন স্তর
(ঘ) হিলিয়াম স্তর
ব্যাখ্যা: হেটেরোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর। এটি পৃথিবীর উপরিভাগ থেকে প্রায় ৮০-৯০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর। এই স্তরে নাইট্রোজেন গ্যাসের অণুগুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
হেটেরোস্ফিয়ারের অন্যান্য স্তরগুলি হল:
- আণবিক অক্সিজেন স্তর
- পারমাণবিক অক্সিজেন স্তর
- হিলিয়াম স্তর
১.৪ যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধের হবে, তা হল-
(ক) উত্তর গোলার্ধ
(খ) দক্ষিণ গোলার্ধ
(গ) পূর্ব গোলার্ধ
(ঘ) পশ্চিম গোলার্ধ
ব্যাখ্যাঃ উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের তাপ বেশি পড়ে। তাই, এই সময় উত্তর গোলার্ধের লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখা উত্তল হয়।
দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের তাপ কম পড়ে। তাই, এই সময় দক্ষিণ গোলার্ধের লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখা অবতল হয়।
পূর্ব গোলার্ধ বা পশ্চিম গোলার্ধের সাথে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখার কোনো সম্পর্ক নেই।
১.৫ বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় –
(ক) উত্তর প্রশান্ত মহাসাগরে
(খ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে
(গ) উত্তর আটলান্টিক মহাসাগরে
(ঘ) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
ব্যাখ্যা: বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি একটি শীতল স্রোত।
১.৬ চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের ত বলে-
(ক) পেরিজি
(খ) অ্যাপোজি
(গ) সিজিগি
(ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থাকে বলে পেরিজি। এটি ঘটে যখন চাঁদ পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে থাকে।
অ্যাপোজি হল চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূরত্বের অবস্থা। এটি ঘটে যখন চাঁদ পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে থাকে।
সিজিগি হল চাঁদ ও পৃথিবীর কক্ষপথের একই বিন্দুতে অবস্থান করার সময়।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.৭ নীচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না, তা হল –
(ক) হাসপাতাল
(খ) গৃহস্থালী
(গ) গবেষণাগার
(ঘ) সৌরবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা: সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না। কারণ, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কোন জ্বালানী বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না।
১.৮ কার্ডামম পর্বতের কাছে রয়েছে—
(ক) থলথাট
(খ) ভোরঘাট
(গ) রাজঘাট
(ঘ) পালঘাট গ্যাপ
ব্যাখ্যা: কার্ডামম পর্বত পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। কার্ডামম পর্বতের কাছে পালঘাট গ্যাপ অবস্থিত। পালঘাট গ্যাপ হল একটি গিরিখাত।
১.৯ নীচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হল—
(ক) দিল্লি
(খ) জয়পুর
(গ) মুম্বাই
(ঘ) কানপুর
ব্যাখ্যা: সমভাবাপন্ন জলবায়ু হল সেই জলবায়ু যেখানে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিমাণ সারা বছরই প্রায় সমান থাকে। মুম্বাই শহরে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।
দিল্লি, জয়পুর এবং কানপুর শহরগুলিতে মৌসুমী জলবায়ু বিরাজ করে।
১.১০ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-
(ক) জলসেচ
(খ) ঝুমচাষ
(গ) ফালিচাষ
(ঘ) পশুচারণ
১.১১ আমন ধানের বীজ বপন করা হয়—
(ক) এপ্রিল-মে মাসে
(খ) আগস্ট-সেপ্টেম্বর মাসে
(গ) জুন-জুলাই মাসে
(ঘ) নভেম্বর-ডিসেম্বর মাসে
ব্যাখ্যা: আমন ধান হল একটি গ্রীষ্মকালীন ধান। এটি বর্ষাকালে চাষ করা হয়। আমন ধানের বীজ বপনের উপযুক্ত সময় হল জুন-জুলাই মাস। এই সময় আবহাওয়া আর্দ্র থাকে এবং বৃষ্টিপাত হয়।
১.১২ বোকারো লোহা-ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে-
(ক) কিরিবুরু থেকে
(খ) হসপেট থেকে
(গ) নিভেলি থেকে
(ঘ) বায়লাডিলা থেকে
ব্যাখ্যা: বোকারো লোহা-ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে বায়লাডিলা থেকে। বায়লাডিলা হল ভারতের একটি আকরিক খনিজ অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়।
১.১৩ কোনো শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে-
(ক) ৪০০ জন
(খ) ৮০০ জন
(গ) ৪০০০ জন
(ঘ) ১০০০ জন
ব্যাখ্যা: কোনো শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে ৪০০ জন। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ন্যূনতম জনঘনত্বের শহর হল অরুণাচল প্রদেশের চিয়াংলাং জেলার তুরোং শহর। এই শহরের জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে মাত্র ৪ জন।
১.১৪ সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা-
(ক) ৮০০ কিমি
(খ) ২০০০ কিমি
(গ) ২০০০০ কিমি
(ঘ) ৩৬০০০ কিমি
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
বিভাগ-‘খ’ ২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘তা’ লেখো। (যে কোনো ছটি) :
২.১.১ মহাদেশীয় হিমবাহে বার্গস্রুন্ড দেখা যায়।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ পার্বত্য হিমবাহে বার্গস্রুন্ড দেখা যায়।
২.১.২ লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ
২.১.৩ অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জলতল একদম কমে যায়।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে এবং পূর্ণিমায় সমুদ্র জলতল কমে যায়। তবে, পূর্ণিমায় সমুদ্র জলতল একদম কমে যায় না।
২.১.৪ ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ
২.১.৫ বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসাবে চিহ্নিত হয়।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ। জেরোফাইট উদ্ভিদ হল এমন উদ্ভিদ যা শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে।
২.১.৬ ব্যাঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়। কারণ, কোয়েম্বাটুর একটি শিল্প ও তথ্য প্রযুক্তির কেন্দ্র। ম্যাঞ্চেস্টারও একটি শিল্প ও তথ্য প্রযুক্তির কেন্দ্র।
২.১.৭ দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ দূর সংবেদন ব্যবস্থায় সেন্সর হল একটি গুরুত্বপূর্ণ অংশ। সেন্সর হল এমন যন্ত্র যা দূর থেকে তথ্য সংগ্রহ করে। দূর সংবেদন ব্যবস্থায় সেন্সর ব্যবহৃত না হলে, দূর থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে না।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো ছটি) :
২.২.১ শিলাময় মরুভূমির অন্য নাম ______ ।
উত্তরঃ হামাদা
২.২.২ নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা 0° সে থেকে ______ এর মধ্যে হয়।
উত্তরঃ ২৭°C
2.2.3 উষ্ণ ______ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।
উত্তরঃ কুরোশিয়
২.২.৪ রেডিয়াম এক ধরণের ______ বর্জ্য।
উত্তরঃ তেজস্ক্রিয়
২.২.৫ বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ______ উপত্যকা।
উত্তরঃ নর্মদা
২.২.৬ ভারতের দীর্ঘতম উপনদী হল ______ ।
উত্তরঃ যমুনা
২.২.৭ উত্তর ভারতের নতুন পলিমাটিকে ______ বলে।
উত্তরঃ খাদার
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছটি)
২.৩.১ জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে?
উত্তরঃ ফার্ন।
২.৩.২ কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?
উত্তরঃ অ্যানিমোমিটার
২.৩.৩ জোয়ার ভাটার প্রধান কারণ কী?
উত্তরঃ পৃথিবীতে জোয়ার ভাটার প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ।
২.৩.৪ একটি পারদঘটিত বর্জ্যের নাম করো।
উত্তরঃ নষ্ট হয়ে যাওয়া পারদ থার্মোমিটার।
২.৩.৫ মরু মৃত্তিকার আর এক নাম কী?
উত্তরঃ সিরোজেম মৃত্তিকা।
২.৩.৬ ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তরঃ মোটর গাড়ি নির্মাণ শিল্প।
২.৩.৭ এশিয়ার মধ্যে কোন্ শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে?
উত্তরঃ কলকাতা।
২.৩.৮ ভূ-সমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?
উত্তরঃ জিওস্টেশনারি কক্ষপথ বা ভূ-সমলয় কক্ষপথ।
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ প্লাবন ভূমি | (১) রেলইঞ্জিন কারখানা |
২.৪.২ বারানসী | (২) ওড়িশা |
২.৪.৩ পারাদ্বীপ বন্দর | (৩) জম্মু-কাশ্মীর |
২.৪.৪ কারেওয়া | (৪) স্বাভাবিক বাঁধ |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ প্লাবন ভূমি | (৪) স্বাভাবিক বাঁধ |
২.৪.২ বারানসী | (১) রেলইঞ্জিন কারখানা |
২.৪.৩ পারাদ্বীপ বন্দর | (২) ওড়িশা |
২.৪.৪ কারেওয়া | (৩) জম্মু-কাশ্মীর |
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution