Sat. Nov 23rd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 704

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 704

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 নীচের কোনটি স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন গঠনে অংশগ্রহণ করে?–
(a) কোশদেহ
(b) অ্যাক্সন
(c) ডেনড্রন
(d) ডেনড্রাইট।

 

1.2 নীচের কোনটি কেমোট্যাকটিক চলনের উদাহরণ—
(a) মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়।
(b) পদ্মফুল সূর্যের আলোয় দিনের বেলায় ফোঁটে আবার কম আলোতে মুদে যায়।
(c) উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়।
(d) ভলভক্স নামক শৈবালের আলোর অভিমুখে অগ্রসর হওয়া।

 

1.3 নীচের কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ নয়? –
(a) অলফ্যাক্টরি স্নায়ু
(b) গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু
(c) অপটিক স্নায়ু
(d) অডিটরি স্নায়ু।

 

1.4 নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোন্ হরমোনটি পিটুইটারি গ্রন্থি নিসৃত নয়? –
(a) TSH
(b) ACTH
(c) ICSH
(d) থাইরক্সিন।

 

1.5 মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজমের সৃষ্টি হয়-
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ।

 

1.6 মানুষের জনন কোশে যৌন ক্রোমোজমের সংখ্যা-
(a) 46
(b) 23
(c) 2
(d) 1

 

1.7 YyRr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কতো ধরনের গ্যামেট উৎপন্ন হবে–
(a) 1
(b) 2
(c) 3
(d) 4

 

1.8 অস্থি সঞ্চালনের ক্ষেত্রে কোন্ জোড়টি সঠিক নয়?

পেশির প্রকার উদাহরণ
(a) ফ্লেক্সর পেশি বাইসেপস
(b) এক্সটেনসর পেশি ট্রাইসেপস
(c) অ্যাডাক্টর পেশি ল্যাটিসিমস ডরসি
(d) অ্যাবডাক্টর পেশি পাইরিফরমিস পেশি (সঠিক নয়)

 

1.9 কোশচক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো-
(a) M → G2 → S → G1
(b) G1 → S → G2 → M
(c) G2→ S → M →G1 
(d) G1 → G2 → S→ M 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.10 দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F2 জনুতে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো—
(a) 100 শতাংশ
(b) 75 শতাংশ
(c) 25 শতাংশ
(d) 50 শতাংশ

 

1.11 নীচের প্রাণীগোষ্ঠীগুলোর সঠিক পর্যায়ক্রম শনাক্ত করে লেখো—
(a) মাছ → উভচর → সরীসৃপ → পাখি
(b) উভচর → মাছ → পাখি → সরীসৃপ
(c) পাখি → মাছ → সরীসৃপ → উভচর
(d) পাখি → সরীসৃপ → মাছ → উভচর।

 

1.12 বামস্তম্ভ ও ডানস্তম্ভ-এর মধ্যে সমতাবিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) বহুবিভাজন (i) প্লাসমোডিয়াম
(b) রেণু উৎপাদন (ii) স্পাইরোগাইরা
(c) খণ্ডীভবন (iii) মিউকর
(d) কোরকোদগম (iv) হাইড্রা

(a) A-(i), B-(ii), C-(iv), D-(iii),
(b) A-(i), B-(iii), C-(ii), D-(iv),
(c) A-(i), B-(iii), (c) C-(iv), D-(ii)
(d) A-(iii), B-(i), C-(ii), D-(iv)।

 

1.13 কোনটি ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নয়?-
(a) অভয়ারণ্য
(b) সংরক্ষিত বনাঞ্চল
(c) বায়োস্ফিয়ার রিজার্ভ
(d) বোটানিকাল গার্ডেন

 

1.14 নীচের যে জীবাণুটি নাইট্রিফিকেশন-এ অংশ নেয়—
(a) নাইট্রোসোমোনাস
(b) অ্যাজোটোব্যাকটার
(c) সিউডোমোনাস
(d) থিয়োব্যাসিলাস।

 

1.15 নীচের কোন শারীরিক সমস্যাটি SPM জনিত বায়ুদূষণজাত তা স্থির করো—
(a) টাইফয়েড
(b) হেপাটাইটিস
(c) ডায়ারিয়া
(d) ব্রংকাইটিস

 

 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 একটি ক্রোমোজোমের ওপরে একটি জিন বা অ্যালিলের অবস্থান বিন্দুকে ______ বলা হয়।

উত্তরঃ লোকাস 

 

2.2 ______ অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে।

উত্তরঃ অক্সিন 

 

2.3 অভঙ্গুর কীটনাশক DDT খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে ______ ঘটে।

উত্তরঃ বায়োম্যাগনিফিকেশন 

 

2.4 মটর ফুল ______ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়।

উত্তরঃ উভয়লিঙ্গ 

 

2.5 ভারতবর্ষের ______ অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয়।

উত্তরঃ গীর 

 

2.6 কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হল ______ ।

উত্তরঃ মিথেন 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল প্রকৃতপক্ষে DNA অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম উভয়ই DNA অণুর গঠন। তবে, ক্রোমাটিন জালিকা হল DNA অণুর একটি বিরতিহীন, নমনীয় কাঠামো, যেখানে ক্রোমোজোম হল DNA অণুর একটি সংকুচিত, দীর্ঘ, নলাকার কাঠামো।

ক্রোমাটিন জালিকা কোষের নিউক্লিয়াসে পাওয়া যায়। এটি DNA অণুর সাথে প্রোটিনগুলির সংমিশ্রণে গঠিত। ক্রোমাটিন জালিকা কোষের বিভাজনের সময় ক্রোমোজোমে রূপান্তরিত হয়।

ক্রোমোজোমগুলি কোষের নিউক্লিয়াসেও পাওয়া যায়। এগুলি DNA অণুর একটি সংকুচিত, দীর্ঘ, নলাকার কাঠামো। ক্রোমোজোমগুলি কোষের বিভাজনের সময় জিনগত তথ্য বহন করে।

 

2.8 পূর্ব হিমালয়ের একটি এন্ডেমিক প্রজাতি হল রেড পাণ্ডা।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ রেড পাণ্ডা হল একটি ছোট, লম্বা-লেজযুক্ত, গাছ-বাসী স্তন্যপায়ী প্রাণী যা পূর্ব হিমালয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে পাওয়া যায়। এটি একটি এন্ডেমিক প্রজাতি, যার অর্থ এটি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। পূর্ব হিমালয় হল রেড পান্ডার প্রধান আবাসস্থল।

রেড পান্ডা পূর্ব হিমালয়ের বনগুলিতে বাস করে। এগুলি গাছের পাতা, কচি ডালপালা এবং ফুল খায়। রেড পান্ডা একটি বিপন্ন প্রজাতি।

 

2.9 মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত।

 

2.10 মটর গাছের বীজপত্র-এর হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট।

উত্তরঃ সত্য

 

2.11 পীতবিন্দু রেটিনায় অবস্থিত।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ পীতবিন্দু হল একটি ছোট, ডিম্বাকৃতি অংশ যা রেটিনার কেন্দ্রে অবস্থিত। এটি একটি সংবেদনশীল অংশ যা আলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে।

পীতবিন্দুতে প্রচুর পরিমাণে রড এবং শঙ্কু কোষ থাকে। রড কোষগুলি কম আলোতে দৃষ্টির জন্য দায়ী। শঙ্কু কোষগুলি উজ্জ্বল আলোতে দৃষ্টি এবং রঙ দৃষ্টির জন্য দায়ী।

পীতবিন্দু রেটিনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি দৃষ্টির জন্য অপরিহার্য।

 

2.12 ADH বৃক্কীয় নালিকার জলশোষণ নিয়ন্ত্রণ করে।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ ADH হল একটি হরমোন যা পিটুইটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। এটি বৃক্কের নালিকাগুলিতে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে।

ADH-এর উপস্থিতিতে, বৃক্কের নালিকাগুলিতে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়। ফলে প্রস্রাবের পরিমাণ হ্রাস পায় এবং রক্তের তরলতা বৃদ্ধি পায়।

ADH-এর অনুপস্থিতিতে, বৃক্কের নালিকাগুলিতে জলের পুনঃশোষণ হ্রাস পায়। ফলে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং রক্তের তরলতা হ্রাস পায়।

সুতরাং, ADH বৃক্কীয় নালিকার জলশোষণ নিয়ন্ত্রণ করে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 সাইটোকাইনেসিস (a) মিয়োসিস
2.14 জিনের পরিবর্তন (b) অক্সিন
2.15 বরাবর রক্ত সঞ্চারণে লৌহের সঞ্চয় (c) মাইটোসিস
2.16 অ্যাসিটাইল কোলিন (d) নিউরোট্রান্সমিটার
2.17 ক্রসিং ওভার (e) মিউটেশন
2.18 দেহ মাতৃকোশ (f) থ্যালাসেমিয়া
(g) কাইনিন

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 সাইটোকাইনেসিস (g) কাইনিন
2.14 জিনের পরিবর্তন (e) মিউটেশন
2.15 বরাবর রক্ত সঞ্চারণে লৌহের সঞ্চয় (f) থ্যালাসেমিয়া  
2.16 অ্যাসিটাইল কোলিন (d) নিউরোট্রান্স মিটার
2.17 ক্রসিং ওভার (a) মিয়োসিস
2.18 দেহ মাতৃকোশ (c) মাইটোসিস

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) :

2.19 বিসদৃশটি বেছে লেখো—

পেক্টোরালিস মেজর • পেক্টোরালিস মাইনর • মায়াটোম পেশি • কোরাকো ব্রাকিয়ালিস।

উত্তরঃ মায়াটোম পেশি

ব্যাখ্যাঃ মায়াটোম পেশি মাছের শরীরে পাওয়া যায় কিন্তু অন্য তিনটি মাছের শরীরে থাকে না। 

 

2.20 লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কী?

উত্তরঃ করপাস ক্যালোসাম

 

2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও—

প্রাণীকোশ : ক্লিভেজ :: উদ্ভিদকোশ : ______।

উত্তরঃ প্রাণীকোশ : ক্লিভেজ :: উদ্ভিদকোশ : কোশপাদ 

 

2.22 ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কীভাবে সম্পর্কিত?

উত্তরঃ সমসংস্থ অঙ্গ 

 

2.23 অতি ব্যবহারের ফলে স্থলজ জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ দাও।

উত্তরঃ সর্পগন্ধা 

 

2.24 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং খেলো—

অ্যাসিড বৃষ্টি • ওজোন গহ্বর •, বায়ুদূষণ • বিশ্ব উষ্ণায়ন।

উত্তরঃ বায়ুদূষণ

ব্যাখ্যাঃ অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর এবং বিশ্ব উষ্ণায়ন হল বায়ুদূষণের তিনটি প্রভাব। বায়ুদূষণ হল বায়ুমণ্ডলে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি। এই ক্ষতিকারক পদার্থগুলি বায়ুমণ্ডলের স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করে এবং পরিবেশের ক্ষতি করে।

অ্যাসিড বৃষ্টি হল বায়ুমণ্ডলে সালফার এবং নাইট্রোজেন অক্সাইডের সংমিশ্রণে তৈরি অ্যাসিডের বৃষ্টি। এটি গাছপালা, প্রাণী এবং ভবনগুলিকে ক্ষতি করে।

ওজোন গহ্বর হল পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরে একটি গর্ত। ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজোন গহ্বর এই রশ্মিগুলিকে ভেদ করতে দেয়, যা ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

বিশ্ব উষ্ণায়ন হল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। এটি গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমনের কারণে হয়। গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে, যা পৃথিবীকে গরম করে তোলে।

সুতরাং, অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর এবং বিশ্ব উষ্ণায়ন হল বায়ুদূষণের তিনটি প্রভাব। তাই, এই তিনটি বিষয়ের অন্তর্গত বিষয় হল বায়ুদূষণ

 

2.25 অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম লেখো।

উত্তরঃ লাইসোজাইম 

 

2.26 তুমি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভে বেড়াতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পেলে। বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কী?

উত্তরঃ সুন্দরবন 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!